২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 226

নরসিংদীতে দুই চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে নিহত ৪

নরসিংদীর রায়পুরার নিলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তৃতীয় দফায় এ সংঘর্ষ চলাকালে অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আগুন দেয়া হয়েছে অর্ধশতাধিক বাড়ি ঘরে।

সোমবার দুপুরে  জেলার রায়পুরা উপজেলার নিলক্ষায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমিরাবাদ গ্রামের আলতাফ মিয়ার ছেলে মানিক মিয়া (২৫), সোনাকান্দি গ্রামের অরব আলীর ছেলে খোকন মিয়া (৪০), মঙ্গল মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) ও নিলক্ষা গ্রামের আব্দুস সালামের ছেলে শাহাজাহান মিয়া (৪০)।

আহতদের মধ্যে ৫ পুলিশ সদস্যকে নরসিংদী জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এরা হলেন রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার, উপ-পরিদর্শক আসাদ মিয়া, মোজাম্মেল হক, জিয়াউর রহমান ও কনস্টেবল জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে ৭ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মারা যায় একজন। বাকীরা পুলিশী গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমর্থকরা সকাল থেকে টেঁটা, বল্লম ও ককটেলসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাকা গুলি ছুঁড়ে। এসময় পুলিশের গুলি, ককটেল, টেঁটা ও বল্লমের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় মানিক মিয়া, খোকন মিয়া ও মামুন মিয়া নামে তিন গ্রামবাসী। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শাহাজাহান মিয়া নামে আরো একজন। নিহতদের পরিবারের দাবি পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছে।

রায়পুরা থানা পুলিশসহ নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সোনারগায়ে পুলিশ হত্যা মামলায় আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এলাকাবাসীর হামলায় নিহত পুলিশ কনস্টেবল আরিফ খানের হত্যা মামলায় মিন্টু (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) ভোররাতে সোনারগাঁও রাজধীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক মিন্টু সোনারগাঁও উপজেলার রাজধীয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

ডিবির ওসি (তদন্ত) নজরুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজারের পান-সুপারির দোকানদার আবদুল মতিন (৫০) চলতি বছরের ৫ আগস্ট বুধবার বিকেলে বাড়ির সামনের সড়কের পাশে খড়ের গাদা তৈরি করছিলেন। এ সময় সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান সাদাপোশাকে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা ওই দোকানদারকে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে আটক করার চেষ্টা করেন। এ সময় মতিন সড়কের পাশে খাদের পানিতে লাফ দিলে পানিতে তলিয়ে মারা যায়।

এ ঘটনা দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশ কনস্টেবল আরিফুর রহমানকে আটক করে। পরে এলাকার কয়েক’শ মানুষ একত্র হয়ে আরিফুর রহমানকে পিটুনি দিলে তিনি মারা যান। এর আগে সুযোগ বুঝে এএসআই ফখরুল সরে পড়েন।

না’গঞ্জে আ’লীগের ২ গ্রুপের গুলাগুলিতে সৈনিকলীগ নেতা নিহত ॥ আহত-১০

নারায়ণগঞ্জে রূপগঞ্জে বালু ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে তারা মিয়া (৩৮) নামে সৈনিকলীগের সভাপতি নিহত হয়েছেন।

একই সাথে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। দুটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় ঘটে এ ঘটনা।

নিহত তারা মিয়া মঙ্গলখালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তারা মিয়া মুড়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলখালীসহ আশ-পাশের এলাকার বালু ও মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি তারা মিয়াসহ তার লোকজনের সঙ্গে অপর আওয়ামীলীগ নেতা আইবুর মিয়া, আক্তার হোসেন চুন্নু, বিল্লাল মুন্সী, শিপনসহ তাদের লোকজনের বেশ কয়েক দিন ধরেই বিরোধ চলে আসছিলো।

ওই বিরোধের জের ধরেই দুপুর ২টার দিকে আইবুর মিয়াসহ তার লোকজন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হামলা চালায়। এসময় তারা মিয়াসহ তার লোকজনও পাল্টা হামলা চালায়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়।

প্রায় ঘন্টা ব্যপী সংঘর্ষে উভয় পক্ষের তারা মিয়া, নয়ন মিয়া, সুমন, হোসেন মিয়া, সুরুজ মিয়া, আকাশ, পাপ্পু, খোকন, আনোয়ার হোসেন, ফাতেমা, মাসুদা বেগম, পলি আক্তার, আফসানা আক্তার, রাহিমা বেগমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে তারা মিয়াকে গুলিব্ধি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

এদিকে, সংঘর্ষ চলাকালীন সময়ে দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে বাড়িঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালপত্র লুট করা হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ্যরা। আশ-পাশের হাটবাজারের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল অতিরিক্তি পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপর দিকে, তারা মিয়া নিহত হয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মুড়াপাড়া-ভুলতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশ বিক্ষোভকারীদের শান্তনা দেয়ার চেষ্টা করে। এছাড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘষের্র ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

নিহতের চাচাতো ভাই সুমন মিয়া জানান, আইবুর মিয়া, আক্তার হোসেন চুন্নু, বিল্লাল মুন্সী, শিপনসহ তাদের লোকজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদক ব্যবসা করায় এদের বিরুদ্ধে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছের কাছে অভিযোগ করেন তারা মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে ওই মাদক ব্যবসায়ীরা পায়ে গুলি এবং মাথায় আঘাত করায় তারা মিয়া নিহত হন। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চিন্তা নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার পরিকল্পনা আওয়ামী লীগের নেই।

ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু উপলক্ষে রবিবার আয়োজিত মিলাদ মাহফিল শেষে এ কথা বলেন তিনি।

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যে ড. আব্দুর রাজ্জাকের এ সংক্রান্ত শনিবারের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার বিষয়ে আওয়ামী লীগ দল হিসেবে বা সরকারের কোনো চিন্তা-ভাবনাই নেই। এটি জাতীয় সংসদে মীমাংসিত বিষয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হয়েছে। এটি নিয়ে আর নতুন করে বলার কিছু নেই।

ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যকে তার ব্যক্তিগত মত বা অভিমত উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করে তিনি কেন এমন বক্তব্য দিলেন জানি না। তবে একটি মীমাংসিত বিষয়কে অস্থিতিশীল করার প্রশ্নই ওঠে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ স্বপন, এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃকি সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশের মানুষ চাইলে একদিন সময়-সুযোগমত সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া হবে।

রূপগঞ্জে নারীসহ ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান পরিচালনা করে চার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিন রূপসী, কর্নগোপ ও চনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন,দক্ষিন রূপসী এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী মিনারা বেগম, কর্নগোপ এলাকার মৃত রাঙ্গা মিয়ার ছেলে আব্দুল ওহাব, আব্দুল ওহাবের ছেলে রনি আহম্মেদ ও চনপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে সাদ্দাম হোসেন।

রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনারা বেগম, আব্দুল ওহাব, রনি আহম্মেদ ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। আর মামলা হওয়ার পর থেকেই গ্রেফতারকৃতরা পলাতক রয়েছেন। রোববার বেলা ১১ টার দিকে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি লালচাঁন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ বাজার রেল লাইন এলাকার গৃহবধূ মিতু আক্তার (২০) হত্যা মামলার প্রধান আসামি স্বামী মাদক ব্যবসায়ী লালচাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৪ টায় ঢাকার বায়তুল মোর্কারম এলাকা থেকে নিহতের পিতা মানিক ও চাচা কবির হোসেন স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক লালচাঁনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। ধৃত লালচাঁন ওই এলাকার মোঃ নূর ইসলামের ছেলে। গত ৩ নভেম্বর বিকেলে লালচাঁন তার স্ত্রী মিতুকে গলাটিপে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যায়। পরে নিহতের পিতা মোঃ মানিক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই লালচাঁন পলাতক ছিল। মাদক ব্যবসা করতে নিষেধ করায় লালচাঁন তার স্ত্রী মিতুকে সব সময়ই নির্যাতন করতো। কিন্তু স্ত্রী বারবারই তার ব্যবসা ও মাদক সেবনে বাঁধা হয়ে দাঁড়ালে শেষ পর্যন্ত ঘটনার দিন গলা টিপে ধরলে এক পর্যায় মারা যায় স্ত্রী মিতু। পরে স্বামী লালচাঁন স্ত্রীর লাশ ঘরে রেখে দরজা লাগিয়ে বাহিরে ঘুরা ফিরা করতে থাকে। সন্ধার পর তার ননদ এসে ঘরে গিয়ে দেখে মিতুর নিথর দেহ পড়ে রয়েছে। তখন সে ডাক চিৎকার করতে থাকলে মিতুর মা এসে দ্রুত সাজেদা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সাজেদা হাসপাতালে না রাখলে মিতুকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে। তখন কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে জানায় হাসপাতালে নেওয়ার অনেক আগেই মিতু মারা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সামছুল আলম জানায়,বাদী পক্ষের লোকজন স্ত্রী হত্যা মামলার আসামি লালচাঁনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হবে।

রহস্যজনক ভাবে দগ্ধ হওয়া নারীর মৃত্যু

রহস্যজনক ভাবে দগ্ধ শামীমা আক্তার রুনা রবিবার সকালে (৪০) ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শামীমা নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিপুর এলাকার বাসিন্দা।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। শামীমার শরীরের শ্বাসনালীসহ ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক ছিল।

তিনি আরও জানান, কিভাবে তার শরীরে আগুন লেগেছে তা জানা যায়নি।

এর আগে শামীমা পুলিশকে জানিয়েছিলেন, শুক্রবার (১১ নভেম্বর) রাত দুইটার সময় তার সাথে থাকা বদ জিন তাকে বিমানবন্দর রেল লাইন বালুর মাঠ এলাকায় নিয়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বরে তার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে দৌড়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে এসে পড়লে তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে।

ফুটন্ত তেলে স্ত্রীকে ঝলসে দিল পুলিশ!

কুষ্টিয়ার মিরপুরে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সিগারেটের ছেঁকা আর ফুটন্ত তেলের ছিটায় অসহনীয় যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন টুম্পা শীল নামে ওই গৃহবধূ।

অভিযুক্ত পুলিশ সদস্য সুজন কুমার শীল কুষ্টিয়ার মিরপুর থানায় কর্মরত ছিলেন। অভিযোগ পাওয়ার পর থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে মামলারও প্রস্তুতি চলছে।

সুজন কুমার শীলের গ্রামের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার ধুলাউড়া গ্রামে। আর তার স্ত্রী টুম্পা শীলের বাড়ি একই জেলার রাধানগর এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী টুম্পা শীলকে কয়েক দফা সিগারেটের ছেঁকা দেন সুজন কুমার শীল। পরদিন শুক্রবার ফুটন্ত তেলে ঝলসে দেয়া হয় তার শরীর। এতে টুম্পার ডান হাত ও পায়ের কিছু অংশ ঝলসে যায়। পরে সন্ধ্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু টুম্পা শীল কাতরাতে কাতরাতে বলেন, আমি আর পারছি না, আমার স্বামীর এমন নির্মমতার বিচার চাই। সে যেন কোনো প্রকার ছাড় না পায়।

নির্যাতিতার ভগ্নিপতি কাজল কুমার শীল অভিযোগ করে বলেন, মাঝে মধ্যেই কনস্টেবল সুজন কুমার শীল টুম্পার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। যৌতুকের কারনেই এমন নির্যাতন বলে জানান তিনি।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল হক জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা উন্নতির দিকে।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, পুলিশ কনস্টেবল সুজন কুমার শীলকে এরই মধ্যে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আদালত থেকে পালাল তরুণী ধর্ষণ মামলার আসামি

আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে রাজধানীতে গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রাফসান হোসেন রুবেল (২৬)।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহেন শাহ মাহমুদ।

তিনি বলেন, ১৬১ ধারায় জবানবন্দি দিতে বিকালে আসামিকে আদালতে তোলা হয়েছিল। এ সময় তদন্তকারী কর্মকর্তা ইমরান সঙ্গে ছিলেন। তদন্ত কর্মকর্তা আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে চাইলে ম্যাজিস্ট্রেট তাকে একটু পরে আনতে বলেন। পরে তাকে বিচারকের খাস কামরায় রাখা হয়। সেখান থেকে আসামি পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, আসামি পালিয়েছে বিষয়টি শুনেছি। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফেরার পথে ওই তরুণীকে রুবেলসহ কয়েকজন জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।

পরে ২৮ অক্টোবর রাতে বাড্ডা থানায় রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। এতে রুবেল, সালাহ উদ্দিনসহ অজ্ঞাত আরো দু’জনকে আসামি করা হয়।

পুলিশের দাবি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে রুবেল হোসেনের বিরুদ্ধে। শুধু বাড্ডা থানাতেই তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

না`গঞ্জে পুর্নাঙ্গ নদী বন্দর গড়ে তোলা হবে: নৌ মন্ত্রী

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি অপতৎপরতায় ব্যস্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি এবং জামাত একই সুত্রে গাথা, তারা আগুন আর জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বেসরকারী উদ্যোক্তাদের সরকারের সাথে উন্নয়নমুলক কাজে সমন্বয় করতে হবে। সরকার দেশের নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন করেছে এবং নারায়নগঞ্জে একটি পুর্নাঙ্গ নদী বন্দর গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠান মেঘনা শিপ বিল্ডার্স এন্ড ডকইয়ার্ডে নির্মিত দেশের সর্ববৃহৎ জাহাজ হোমট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ উদ্ধোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বি আই ডব্লিউ টিএ) চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক, মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞাঁ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমূখ।

মন্ত্রী শাহ জাহান খান আরো বলেন, বাংলাদেশ আগে খাদ্য আমদানী করতো আর এখন রপ্তানী করে। বর্তমান সরকার দেশকে দারিদ্রমুক্ত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি সরকারের আমলে দেশের মাথাপিছু আয় ছিল ৫১৯ ডলার, বর্তমানে দাড়িয়েছে ১৪৬৬ ডলার। খাদ্য ঘাটতি কমেছে, বিদুৎ উৎপাদন বেড়েছে। বিদুৎ উৎপাদন আগের সরকারের রেখে যাওয়া ৩৭০০ মেঘাওয়াট থেকে বর্তমানে ১৪ হাজার মেঘাওয়াট ছাড়িয়েছে।