২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 228

শাহবাগে বিক্ষোভের মুখে হানিফ

শাহবাগে অবরোধ চলাকালে বিক্ষোভের মুখে পড়েন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরেন। কেউ কেউ তার গাড়িতে লাথি মারতে থাকেন। একপর্যায়ে তিনি গাড়ি থেকে নেমে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে মাহবুব উল আলম হানিফ এ ঘটনার শিকার হন।

এ ব্যাপারে মাহবুব উল আলম হানিফ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। শাহবাগে আসার পরে নাসিরনগরে হামলার প্রতিবাদে আন্দোলনকারী কিছু ছাত্র আমার গাড়ি রোধ করে। আমি গাড়ির ভেতরে ছিলাম। তারা দেখেনি। পরে আমি নেমে এসে সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছি। আমি বলেছি, নাসিরনগরে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিন নির্বাচন নিয়ে তৎপর আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদের নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পরেছে। নেতাদের তৎপরতায় জেলা আইনজীবী সমিকির নির্বাচন রয়েছে। শুরু হয়েছে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপির নেতাদের তৎপরতা। এবারের আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের পুরো প্যানেলকে বিজয়ী করতে তৎপর রয়েছে আওয়ামী লীগের নেতারা। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চলছে নানা গ্রæপি লবিং। এছাড়া নাসিক ও জেলা পরিষদের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নানা হিসেব নিকেষও চলছে বলে বিভিন্ন সূত্রে জানগেছে। নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দু’টি অংশ মুখোমুখি অবস্থান করছে। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের দুই নেতা মাঠে তৎপর রয়েছে। তবে দুই নির্বাচনে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পায় এ নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। তবে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দৌড়ঝাপ শুরু হয়েছে। ইতোমধ্যে নাসিক নির্বাচনে মেয়র আইভী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন নির্বাচনী মাঠে তৎপর রয়েছে। ভিন্নি ভিন্ন সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান, আড়াইহাজার আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের নাম শোনা যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনে দল কাকে মনোনয়ন দেয় এটা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে। অন্য একটি সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে মেয়র আইভী ও আনোয়ার হোসনের মধ্যে সমঝোতা হলে মেয়র আইভীকে নাসিকে ও আনোয়ার হোসেনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনিত করা হবে হতে পারে। তবে এটা নির্ভর করছে আওয়ামী লীগের হাই কমান্ডের উপর। জেলা আওয়ামী লীগের সভাপতি আ:হাই বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তা এ পদ ছাড়তে হতে পারে। আওয়ামী লীগের বিরোধ কমিয়ে আনতে এ পদে অন্যকাউকে বসানোর সম্ভাবনা রয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। আওয়ামী লীগ ও বিভিন্ন সূত্রে জানাগেছে, চলতি বছরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার এই দু’টি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ কওে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে। তবে তৎপরতা থেমে নেই নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে নিয়েও। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। থেমে নেই মেয়র আইভীও। দু’জনই তাদের নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে শুরু করেছে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে অনেক হিসেব নিকেশ চলছে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার সিদ্ধান্তে হিসেব পাল্টে গেছে। এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এ বিশেষ বর্ধিত সভা থেকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ২৯ অক্টোবরের সমাবেশ থেকেও আনোয়ার হোসেনকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন অপেক্ষা কেবল কেন্দ্রীয় নেতাদের সমর্থনের। তবে মেয়র আইভী ও আনোয়ার হোসেন উভয়ই দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। এ ক্ষেত্রে মেয়র আইভী দলীয় সভানেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। উল্লেখ্য, নভেম্বরের শেষে দিকে জেলা আইজীবী সমিতির নির্বাচনে, ডিসেম্বরের শেষে দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

হিন্দুদের মন্দিরে হামলা পরিকল্পিত : রিজভী আহমেদ

পবিত্র কাবা শরিফের অবমাননার অভিযোগে ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, রবিবার ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরে রসরাজ দাস নামে একজন ব্যক্তি পবিত্র কাবা শরিফ অবমাননা করে আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার পরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে যে তাণ্ডব চালানো হয়েছে তা নজীরবিহীন। এই ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত এবং সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, হুজুগ সৃষ্টি করে দোষারোপের মাধ্যমে একটি সংঘাতপূর্ণ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে একটি মহল বিশেষ ইন্ধন যুগিয়ে থাকে। বিএনপি সব ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসকে শ্রদ্ধা করে এবং দেশের সব জনগোষ্ঠীর নিরাপত্তা বিধান ও ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে পরস্পরের শুভেচ্ছাবোধ, সামাজিক বন্ধন ভেঙে তছনছ করে দিয়েছে, সমাজের অভ্যন্তরে অসহিষ্ণুতা ও বিদ্বেষ এখন মহামারি আকার ধারণ করেছে।

রিজভী আহমেদ বলেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, দত্তবাড়ি মন্দির ও জগন্নাথবাড়ি মন্দিরসহ ১৩টি বাড়িঘর লুটপাট ও ভাংচুরের ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া সরকারি দলের উচ্চ পর্যায়ের কোনো নেতা বা সংসদ সদস্য কিংবা মন্ত্রী এলাকা পরিদর্শন ও সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেয়নি।

৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সরকার সমাবেশের অনুমতি দেবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এদিকে সিপাহী বিপ্লব দিবসের নামে বিএনপিকে কোনো সমাবেশ করতে দেয়া হবে না-আওয়ামী লীগ নেতা মাহবুবল আলম হানিফের বক্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করেন রুহুল কবির রিজভী।

এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৭ ন‌ভেম্বর স্বাধীনতা সুরক্ষা ও আওয়ামী লী‌গের পুনর্জন্ম হ‌য়ে‌ছে। এ দিন আওয়ামী লী‌গের একদলীয় শাসনতন্ত্র থে‌কে বহুদলীয় শাসন ব্যবস্থা শুরু হ‌য়ে‌ছিল। এ রকম একটা দিন নি‌য়ে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নি‌ফের বক্তব্য অনাকা‌ঙ্খিত।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন – বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ‌বি এম মোশাররফ হো‌সেন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হো‌সেন।

হারাম টাকায় ট্যাক্স না দেয়ার আহবান সেলিম ওসমানের

ঘুষ ও হারাম টাকা থেকে সরকারি ট্যাক্স না দেয়ার জন্যে সকলের প্রতি আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম সেলিম ওসমান।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ কর-অঞ্চলের আয়োজনে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, ‘ঘুষের টাকা ও হারাম টাকায় সরকারী ট্যাক্স দেওয়া যাবে না। সঠিক পথে আয় করে দেশের উন্নয়নের জন্য সেই আয়ের একটি অংশ দিতে হবে। দেশের উন্নতি করতে হলে নৈতিক দ্বায়িত্ব পালন করে আয়-কর দিতে হবে। যিনি নৈতিক দ্বায়িত্ব অবহেলা করবেন তিনি এই দেশের সন্তান হতে পারেন না।’

মেলার আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে ২৫হাজার মানুষ ট্যাক্স দেয় ৭০হাজার মানুষ দেয় না, তাদের ভিতরে ভয়। কারণ একবার দিলে মনে হয় আর বের হওয়া যাবে না। বার বার দিতে হবে। এখানে মেলা হচ্ছে পন্য বিক্রির জন্য নয়, মানুষকে বুঝানোর জন্য। একদিন মেলা করে সরকারকে দেখালেন, পত্র-পত্রিকায় ছবি আনলেন, কিন্তু সাধারণ মানুষ বুঝলো না কর কি? কেন দেয়। তাহলে তারা এই কর দেওয়া থেকে পিছিয়ে থাকবে। তাই সকল ব্যবসায়ীদের সাথে বসতে হবে, সাধারণ মানুষকে বুঝাতে হবে। এই অনুষ্ঠানে ক্লাবের কমিউনিটি সেন্টারে না হয়ে গ্রীন লনে হতে পারতো, অথবা স্টেডিয়ামে। দরকার হলে ব্যবসায়ীরা স্পন্সার করতো, সহযোগিতা করতো। কিন্তু কর অফিসের কর্মকর্তারা কোন যোগাযোগিতাই করেন নাই।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে কত কর ওঠে, সেই কর নারায়ণগঞ্জের কোন উন্নয়ন খ্যাতে যায় কোন কিছুই উলেখ্য করে নাই। একটি মানুষ দেখলে উৎসাহ হবে। ব্যবসায়ীদের চাপ দিলে ব্যবসায়ীরা কঠোর হবে। আপন হবার চেষ্ঠা করেন তাতে সাফল্য লাভ করতে পারবেন। টানবাজার, নয়ামাটির ব্যবসায়ীদের যেভাবে চাপ দেওয়া হয় খাতা পত্র বের করে হিসাব দেখা হয়। আমি বললে, আপনার ট্যাক্স অফিসের লোকজন রাস্তায় নামতে পারবে না।’

আলোচনা সভা শেষে ফিতা কেটে, বেলুন এবং পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেছেন নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান।

কর অঞ্চল-নারায়ণগঞ্জ’র কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ-৫ সহধর্মীনি নাসরিন ওসমান, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, এফবিসিসিআই’র পরিচালক প্রবির কুমার সাহা, ব্যবসায়ী তারাপদ আর্চায্য সহ আরো অনেকে।

দূর্নীতির সাথে আপোষ করবো না: জেলা প্রশাসক

সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া বলেছেন, ‘দূর্নীতির সাথে কোন আপোষ করবো না। নারায়ণগঞ্জে কোন সরকারী কর্মকর্তা বা কর্মচারী যদি দূর্নীতি বা বিশৃঙ্খলা করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘সরকারি কোন কর্মচারী যদি বেতন কম বলে দূনীতি করে, তাহলে সেটা মিরজাফরী হবে। তাই সকলকে সাবধান করছি, কেউ দূর্নীতি ও বিশৃঙ্খলার সাথে জড়িত হবেন না।’

কর আদায়কারী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কর আদায়ের কর্মকর্তাদের সকল পর্যায়ে মানুষের কাছে যেতে হবে। তাদের ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে সরকারী কর্মকর্তাদের বিশাল দ্বায়িত্ব। দেশের মানুষের কল্যানে তাদের কাজ করতে হয়। আর বর্তমানে সরকার সকল সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন।’

আলোচনা সভা শেষে ফিতা কেটে, বেলুন এবং পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান।

কর অঞ্চল-নারায়ণগঞ্জ’র কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ-৫ সহধর্মীনি নাসরিন ওসমান, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, এফবিসিসিআই’র পরিচালক প্রবির কুমার সাহা, ব্যবসায়ী তারাপদ আর্চায্য সহ আরো অনেকে।

ফতুল্লা ছাত্রলীগে আসছে নতুন নেতৃত্ব

অবশেষে ফতুল্লা থানা ছাত্রলীগে নতুন নেতৃত্ব আসছে। দীর্ঘদিনের কমিটি বাতিল করে দিয়ে নতুন করে ছাত্রলীগ সাজানোর উদ্যোগ গ্রহন করেছে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা। এবারের কমিটিতে ছাত্র, সক্রিয় নেতাকর্মীদেও স্থান দেয়া হবে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের হয়ে নানা কর্মকান্ডে অংশ গ্রহন করে ছাত্রলীগের রাজনীতিকে চাঙ্গা রাখতে যারা অগ্রনী ভূমিকা পালন করেছে তাদের নিয়েই হচ্ছে এবারের ছাত্রলীগের কমিটি। অনুসন্ধ্যানে জানাগেছে, ফতুল্লা থানা ছাত্রলীগের নেতৃত্বে আসছে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল। তিনি দীর্ঘদিন ধওে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছে। এছাড়া বিগত দিনে বিশ দলীয় জোট সরকারের সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ছিল। এছাড়া ছাত্রলীগের কমিটিতে অছাত্র-বিবাহিত ও বিতর্কীতদের ঠাঁই হবে না বলে ছাত্রলীগের ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে। উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠনের পর থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো নতুন করে পূর্নগঠনের কাজ শুরু হয়। তারই ধারাবাকিতায় দীর্ঘদিন পর ফতুল্লা থানা ছাত্রলীগের কমিটি ঠন হতে যাচ্ছে।

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানাগেছে, ফতুল্লা থানা ছাত্রলীগ নতুন করে গঠন করা হবে। যে কোন সময় সক্রিয় নেতাদের সমন্বয়ে এই কমিটি ঘোষণা দেয়া হবে। এতোদিন যারা ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত ছিল সে সমস্ত নেতাকর্মীদের নিয়েই নতুন কমিটি গঠন করা হবে। এছাড়া ছাত্রলীগের রাজনীতি করতে আগ্রহী বিতর্কীত, বিবাহিত ও অয়াত্রদের ঠাঁই হবে না বলে সূত্রটি নিশ্চিত করেছে। ছাত্রলীগের একাধিক সূত্রে জানাগেছে, ফতুল্লা থানা যুবলীগের বর্তমান সভাপতি আবু মো. শরীফুল হক ও সাধারন সম্পাদক যুবলীগ ও স্বেচ্ছা সেবক লীগের রাজনীতিতে সম্পৃক্ত হতে যাচ্ছে। যে কারণে ফতুল্লা থানা ছাত্রলীগে নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই যে কোন সময় ফতুল্লা থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। এবারের কমিটিতে সম্ভব্য সভাপতি হিসেবে মেহেদী হাসান জুয়েলের নাম শোনা যাচ্ছে। এছাড়া রাফেল প্রধান, অক্টে অফিস এলাকার ফয়সাল, কোতালের বাগের বাছেন প্রধান, ভূইঁঘরে প্রান্ত, পোষ্ট অফিস রোডের সৈয়দ মো. শাওন, ফতুল্লার মীর শুভ, হৃদয়, এনায়েত নগরের রোমান, মাসদাইরের শান্ত, কুতুবপুরের শুভ, কাশিপুরের হৃদয়কে ছাত্রলীগের গুরুত্বপূর্ন পদে রাখা হচ্ছে বলে ছাত্রলীগের একাধিক সূত্রে জানাগেছে। এসব নেতারা দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদের মধ্যে মেহেদী হাসান জুয়েল,  মীর শুভ ও সৈয়দ মো. শাওন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নানা কর্মকান্ডের সাথে জড়িত। বিগত বিশ দলীয় জোটের সরকার বিরোধী আন্দোলনেও তারা মাঠে ছিল।

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মাস্টার দেলু নিহত

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত সন্ত্রাসী ও ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) নিহত হয়েছে।

শনিবার দিনগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব।নিহত দেলু শহরের নগর খানপুর এলাকার এলাকার মতিন ওরফে জমির বেপারীর ছেলে।

জানা যায়, গত ১ অক্টোবর শহরের খানপুর সরদারপাড়া ও ২৩  অক্টোর ফতুল্লার তল্লা এলাকায় দুই দফা ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলেও দেলুর পালিয়ে যেতে সক্ষম হয়। সবশেষ গত এক মাসে দেলু ডিবির ওপর দুই দফা গুলি করে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কমান্ডার এএসপি শিবলী সাদিক জানান, দেলোয়ার হোসেন দেলুকে আটকের পর পাঠানটুলী এলাকা নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে র‌্যাবের উপর গুলি ছুড়ে ও হামলা করে তার বাহিনীর লোকজন। র‌্যাবও পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় দেলু গুলিবিদ্ধ হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব। ডাকাত দেলুর বিরুদ্ধে ডাকাতি, মাদকদ্রব্য ও অস্ত্র বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ ঘটনার বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নামজুল হাসান বিপুল জানান, গুলিতেই দেলুর মৃত্যু হয়েছে। বিস্তারিত ময়না তদন্তের পর বলা যাবে।

ইতিহাসের পাতায় মিরাজ

রেকর্ডটার কথা হয়তো অনেকেরই মনে নেই। ১২৯ বছর ধরে অক্ষত রেকর্ডের কথা কারই বা মনে থাকবে? সেই ১৮৮৭ সালে জীবনের প্রথম দুই টেস্টে ১৮টি উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার জন জেমস ফেরিস। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন মেহেদী হাসান মিরাজ।

বাঁহাতি পেসার ফেরিসেরও অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। সিডনিতে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন চার উইকেট। ফেরিস আর ছয় উইকেট নেওয়া চার্লি টার্নারের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৪৫ রানে।

তবু ওই ম্যাচে জিততে পারেনি অস্ট্রেলিয়া! দ্বিতীয় ইনিংসে ফেরিস পাঁচ উইকেট শিকার করেও দলকে জয় এনে দিতে পারেননি। মাত্র ১১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ৯৭ রানে।

পরের টেস্টের ভেন্যুও ছিল ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ফেরিসের দুর্ভাগ্য, প্রথম ইনিংসে পাঁচ আর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিলেও আবারও পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়েছিল তাঁকে। ম্যাচটা ইংল্যান্ড জিতে নিয়েছিল ৭১ রানে।

মিরাজ আর বাংলাদেশেরও সৌভাগ্য, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তেমন ‘দুর্ঘটনা’ হয়নি। চট্টগ্রামে ভালো খেলেও মাত্র ২২ রানে হার মানতে হয়েছিল বাংলাদেশকে। তবে মিরপুরে মিরাজ আর সাকিব আল হাসানের ঘূর্ণিতে পর্যুদস্ত হয়েছে ইংল্যান্ড।

ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, সরাসরি টেস্ট ক্রিকেটের কঠিন জমিতে নেমে পড়েই সবার মন জয় করে নিয়েছেন মিরাজ। প্রথম টেস্টে সাত উইকেটের পর মিরপুরে তার শিকার ১২টি। আজ চা-বিরতির পর প্রথম বলেই বেন ডাকেটকে বোল্ড করা মিরাজের মাধ্যমেই ইংল্যান্ডের সর্বনাশের সূচনা। বিনা উইকেটে ১০০ রানের স্বস্তিকর অবস্থান থেকে অতিথিরা যে ১৬৪ রানেই শেষ, তাতে এই তরুণ অলরাউন্ডারের বিরাট ভূমিকা।

দুই টেস্টের চার ইনিংসে ১৫.৬৩ গড়ে ১৯ উইকেট—এক কথায় অসাধারণ বোলিং। মাত্র ১৯ বছর বয়সী এক তরুণের কাছেই আসলে ব্রিটিশ সিংহরা কুপোকাত। বাংলাদেশের আকাশ-বাতাস আজ তাই ‘মিরাজ’, ‘মিরাজ’ চিৎকারে প্রকম্পিত।

ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের ঘূর্ণিতে তিন দিনেই ফলাফল নিজেদের করে নিয়েছে মুশফিক বাহিনী।

মিরাজ ও সাকিবের যুগলবন্দীতে ১০ উইকেট তুলে নিয়ে ইংলিশদের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলো।

রবিবার ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সফরকারী ইংল্যান্ড ১৬৪ রানে অলআউট হয়। মিরাজ ৬টি এবং সাকিব ৪টি উইকেট লাভ করেন।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানে অলআউট হলে ইংলিশদের টার্গেট দাঁড়ায় ২৭৩ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু তরে সফরকারীরা। ওপেনিং জুটিতে ১০০ রান তুলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন অ্যালিস্টার কুক ও বেন ডাকেট।

তবে চা বিরতির পরেই মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। বেন ডাকেটকে ব্যক্তিগত ৫৬ রানে বোল্ড করেন মিরাজ। পরের ওভারেই জো রুটকে ফিরিয়ে দেন সাকিব। রুট ১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

এরপর দ্রুতই গ্যারি ব্যালেন্স, মঈন আলী, কুক ও জনি বেইস্টোকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন মিরাজ। তৃতীয়বারের মতো ৫ উইকেট তুলে নিলেন মিরাজ। মিরাজের পর ক্যালমা দেখান সাকিব। এক ওভারেই স্টোকস, আদিল রশিদকে ফিরিয়ে দিয়ে হাটট্রিকের সম্ভবনা জাগিয়ে তোলেন তিনি। তবে সাফর আনসারি পরের বলটি ঠেকিয়ে দিয়ে সাকিবকে হ্যাটট্রিক বঞ্চিত করেন। কিন্তু এক বল পরেই আউট হন আনসারি। শেষ উইকেটটি তুলে নিয়ে ইংল্যান্ডকে অলআউট করেন মিরাজ।

এর আগে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বাকি ১৪৪ রান তুলতেই সবকটি উইকেট হারায় টাইগাররা। দলের পক্ষে ইমরুল কায়েস ৭৮, সাকিব ৪৭ এবং শুভাগত ২৫ রান করে অপরাজিত থাকেন।

ইংলিশদের হয়ে আদিল রশিদ ৪টি, স্টোকস ৩টি, জাফর আনসারি ২টি এবং মঈন আলী ১টি উইকেট লাভ করেন।

স্কোর:
বাংলাদেশ: প্রথম ইনিংস ২২০/১০; তামিম ১০৪, মুমিনুল ৬৬; দ্বিতীয় ইনিংস ২৯৬/১০; ইমরুল ৭৮, রিয়াদ ৪৭, সাকিব ৪১, তামিম ৪০

ইংল্যান্ড: প্রথম ইনিংস ২৪৪/১০; রুট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪, মিরাজ ৬ উইকেট; ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৬৪/১০; ডাকেট ৫৬, কুক ৫৯; মিরাজ ৬ উইকেট, সাকিব ৪ উইকেট।

মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন মোহাম্মাদ বাবুল

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের ডাকা জনসভায় প্রায় হাজারও নেতা-কর্মী নিয়ে যোগদান করেছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ বাবুল।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়াম সংলগ্ন শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জের ইতিহাসে এই স্মরণকালের সর্ববৃহত জনসভায় যোগদান করেন।

জনসভায় মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান।

মিছিল পূর্ব এক সাক্ষাৎকারে মোহাম্মাদ বাবুল বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ বাসীর দূর্ভোগ লাঘব, মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন করে আধুনিক নারায়ণগঞ্জ গড়ার উদ্দেশ্যে এই জনসভার ডাক দিয়েছেন। তার ডাকা সেই সমাবেশ সফল করতে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে আমি সভাস্থলে যোগদান করছি।

তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে দেশে জঙ্গি তৎপরতার সৃষ্টি হয়েছে। আর আমি বিশ্বাস করি যে, এই সমাবেশের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। সেই সাথে মাদক সহ সকল ধরনের অসামাজীক কার্যকলাপের বিরুদ্ধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।’