১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 153

পাইলট স্কুল শহীদ মিনারে ফতুল্লা প্রেস ক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মহান ২১ শে ফেব্রুয়ারি, ভোর ৬ ঘটিকার ফতুল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  সৈয়দ ওবায়েদ উল্লাহ্ , ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আব্দুর রহিম ,সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সহ-সভাপতি  কামাল উদ্দিন সুমন ও এড.সৈয়দ মশিউর রহমান শাহিন ,যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন ,অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল ,দপ্তর সম্পাদক রফিক হাসান ,প্রচার সম্পাদক জি এ, রাজু,ক্রীড়া সম্পাদক নিয়াজ মো: মাসুম,  প্রধান কার্যকরী সদস্য সেলিম মুন্সি, মনির হোসেন ও আলামিন প্রধানসহ ফটো সাংবাদিক মাসুদ আলী, শেখ মোঃ সেলিম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বার্সেলোনায় যেন এক টুকরো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ বার্সেলোনায় যেন এক টুকরো বাংলাদেশ। স্পেনের বার্সেলোনা প্রবাসী জাহাঙ্গীর আলম ও রাজিব হোসেন দুই বন্ধু তাদের ভাই-বোনদের সহযোগিতায় সম্প্রতি শুভ উদ্বোধন হয়েছে ভিক্টোরি মানি ট্রান্সফার ও ট্রাভেল্স-এর। ভ্রমণ সল্যুশন ও বিদেশে উপার্জনের কষ্টার্জিত বা টাকা দেশে ও পৃথিবীর যে কোন প্রান্তে পাঠানোর নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ভিক্টোরি মানি ট্রান্সফার ও ট্রাভেল্স অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে ।

নর যৌন রোষী লোলুপ কান্নায় নারী কেন পতিতা-ইকবাল হোসেন

নর যৌন রোষী লোলুপ কান্নায় নারী কেন পতিতা ?

***ইকবাল হোসেন***

বেশ্যালয় যেখানে বেশ্যাদের বাস
সেখানে পুরুষদের কি বিভৎস অভ্যাস।

আমি নিভৃত, আমি কুলাঙ্গার,
নারীর নার কেটে জীবন যার
তাকেই বকছি তোমারতো পতিতায় বাস, কি নির্লজ্জ আমার উপহাস।

বোন হয়েছে পতিতা, সমাজ সংস্কৃতিতে তার উদাসিতা।

আমার যৌন লোলুপতা বোন হয়েছে পতিতা, আমার যৌন লালসায় প্রিয়া হলো বেশ্যা।
পথ-পান্থরে যাই টিপ্পনী এঁকে
কলঙ্কিত করে পুরুষ।

ললনাকে আজীবন বইতে হয় দোষ
এ লজ্জা কার, মায়ের, বোনের
নাকি প্রিয়ার?

জঘন্য তম ভাষায় আমি হই নির্বাক, নির্বোধ স্নায়ু কোষ রূপান্তরিত হয় মৃত কোষে।

বিংশ শতাব্দীর শেষান্তে এসে
প্রোজ্জ্বলীত হৌক কলঙ্কিত ভাষা।
যৌন যন্ত্রণায় যখন বিভোর—

ললনার অকৃপণ ভালবাসায়
উল্কা পিণ্ড ছড়িয়ে যাওয়া রূপ
তবে কেন উদাসীন করি ডোর?

মাগো তোমার কতেক
কর্কশ উপাধি, ভগ্নী আর প্রেয়সীর
পতিতা বৃত্তি ছুড়ে দেয়া প্রলাপ
আমার হৃৎপিন্ডে বাসা বাঁধে।

নিকৃষ্ট শব্দ মালা পুরুষ তান্ত্রিক
সমাজ খেলা।

যে পুরুষরা নারীর ভাসাইল ভেলা
তাদের নাই কেন নিকৃষ্ট, বিভৎস
আর লজ্জাকর শব্দের মেলা?

বক্তাবলীর পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যাল‌য়ের এস এস সি পরীক্ষার্থী সড়ক দূর্ঘটনায় আহত

মাশফীকুর রহমান শিশির:রোববার দুপু‌রে বক্তাবলী এলাকার পূর্বচর গড়কুল উচ্চ‌বিদ্যাল‌য়ের ইসরাত জাহান না‌মের এস এস সি পরীক্ষার্থী আমলাপাড়া বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে পরীক্ষা দি‌য়ে বাড়ী ফেরার প‌থে ভুলাইল গেদুয়া বাজা‌রে ট্রাক দূর্ঘটনার গুরুতর আহত হয়েছে । এলাকার আশে পা‌শের লোকজন আহত ইসরাত জাহান‌কে ভি‌ক্টো‌রিয়া হাসপাতা‌লে নি‌লে দা‌য়িত্বরত ডাক্তার ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জে রেফার্ড ক‌রেন।ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জে আই সি ইউ সিট খা‌লি না থাকায় ইসরাত জাহানকে ঢাকার গ্রীন রোডে ধানম‌ন্ডি ক্লি‌নি‌কে লাইভ সা‌পো‌র্টে রাখা হয়েছে । পরীক্ষার্থী ইসরাত জাহান বক্তাবলী এলাকার চরবয়রা গা‌দি গ্রা‌মের জ‌লিল মোল্লার কন্যা ।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সা‌থে কথা ব‌লে জানা যায় যে, ইসরাত জাহান‌কে প‌রিবহনকৃত অটো‌টি গেদুয়া বাজার পৌছ‌লে বিপরীত দিক থে‌কে বেপ‌রোয়াভা‌বে আসা ট্রাক‌টি অটে‌া‌কে সাম‌নের দি‌কে ধাক্কা মে‌রে ফে‌লে দেয়।ট্রাকটি পু‌লি‌শের হেফাজ‌তে পু‌লিশ লাই‌নে আটক আছে।ট্রাকটি ছা‌ড়ি‌য়ে নি‌তে বি‌ভিন্ন মহল থে‌কে ত‌দ্বির কর‌ছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়।

সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার আছি-এড. সাখাওয়াত হোসেন খান

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়ে তার নির্বাচনী অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, এই সরকার নীল নকশার মাধ্যমে আদালতকে দিয়ে রায় দিয়েছেন। আমরা আইনজীবীরা সব সময় বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আছি।

রোববার (১৮ফেব্রুয়ারী) দুপুরে আদালত পাড়ায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক গণস্বাক্ষর কর্মসূচিতে উপরোক্ত কথাগুলো বলেন।

এড. সাখাওয়াত হোসেন খান আরও বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর এমন ন্যাক্কারজনক রায় নিয়ে জনগণ সরকারের প্রতি অনাস্থা এসেছে।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন-সিনিরয় আইনজীবী এড. জাকির হোসেন, এইচএম আনোয়ার প্রধান, এড. আল আমিন সিদ্দিকী সহ আরো অনেকে।

খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে গণস্বাক্ষর কর্মসূচী‌তে সাক্ষর কর‌ছেন এড.আল আমীন সি‌দ্দিকী

খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে গণস্বাক্ষর কর্মসূচী‌তে সাক্ষর কর‌ছেন বাংলা‌দেশ সু‌প্রিম কো‌র্টের আইনজীবী এড‌ভো‌কেট আল আমীন সি‌দ্দিকী

খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে:জয়নাল আবদীন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, আমরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, যতোদিন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে ততোদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

খালেদার উপদেষ্টা ফারুক বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে গেছেন। সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থাকলেও বিএনপির সাতজন নেতাকে কার্যালয়ে প্রবেশ করতে দেয় পুলিশ।

এরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামালস, সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ভাষানী।

পরে সকাল সাড়ে ১১টায় স্মারকলিপি জমা দেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজুসহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, উজ্জল হোসেন।

এদিকে, দুপুর ১২টায় দিকে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাবেক জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন খান।

 

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহণ করবে:আজাদ বিশ্বাস

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় ফতুল্লার শীষমহল এলাকায় পঞ্চবটী ইউনাইটেড ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায় মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহিমা শরিফ মায়া, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী বাবুল, সাধারন সম্পাদক এড.মাহামুদুল হক আলমগীর, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এড.আল আমিন সিদ্দীকী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল,বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার।


আজাদ বিশ্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যত কর্মসূচি দেয়া হবে সকল কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো। আমরা ফতুল্লা থানা বিএনপি ঐক্যবদ্ধ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কোন বাঁধায় আমাদের আন্দোলন থেকে দূরে রাখতে পারবে না।
ছাত্রদল নেতা মশিউর রহমান রনি বলেন, দলীয় কর্মসূচি পালনে ফতুল্লা থানা ছাত্রদল সবসময় সক্রিয় ছিল। যার ফলে আমাদেরকেই বেশি মামলায় জড়ানো হয়। তবে আমাদের এসব মামলা দিয়ে কর্মসূচি থেকে দূরে রাখতে পারবে না। অতীতের ন্যায় আগামীতেও আমরা দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবো।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এনায়েত নগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি আক্কাছ আলী, ১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হাফেজ, ফতুল্লা থানা ছাত্রনেতা শাহজাহান আলী, জুয়েল আরমান, কায়েস আহম্মেদ পল্লব, শরিফ হোসেন মানিক, জিয়াউল হক জিয়া, নূর মোহাম্মদ, রাজিব, মুরাদ হাসান, শ্রমিক নেতা আওলাদ, মান্নান, ফতুলা থানা সেচ্ছাসেবক দল নেতা সাগর জাহান, নজরুল, ছাত্রনেতা ইফতেখার আহমেদ রাজু, শোয়েব আকতার সোহাগ, মাহামুদুল্লাহ, রিয়াদ, তুহিন, শাকিল, দুলাল, সাদ্দাম, আপন, বিজয়, সুফিয়ান, যুবদল নেতা দেলু, সুজন, জাহের , কাবাদ, মোক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

হাজীগঞ্জ কেল্লার উন্নয়নে মেয়রের অনুমতি চাইলেন সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদকঃ বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত শহরের হাজীগঞ্জ কেল্লার ভেতরে যাতে করে সাধারণ মানুষ সম্পূর্ন নিরাপদ ভাবে হাটা চলা এবং নির্মল বিনোদন নিতে পারে সেই ব্যবস্থা করতে সেখানে পর্যাপ্ত আলো এবং বিশুদ্ধ খাবার পানি, বসার স্থান, উন্নত টয়লেট নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। যেহেতু হাজীগঞ্জ কেল্লাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে তাই এসব কাজের জন্য অবশ্যই সিটি মেয়রের অনুমতির প্রয়োজন রয়েছে উল্লেখ করে মুক্তিযোদ্ধা আমিনুল রহমানকে অনুমোদন আনার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন সিটি করপোরেশনের অনুমতি পেলে আপাতত এতটুকু উন্নয়ন তিনি করবেন। পরে যখন সিটি করপোরেশন থেকে কেল্লাটির বড় পরিসরে উন্নয়নের বাজেট অনুমোদন তখন সিটি করপোরেশন উন্নয়ন করবে সেখানেও মুক্তিযোদ্ধারা সহ সকলে সহযোগীতা করবে।

শনিবার বিকেল ৩টায় হাজীগঞ্জ কেল্লার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

তিনি আরো বলেন, এমন অনুষ্ঠান বছরে একবারই কেন হবে। এমন অনুষ্ঠানে ৩ মাস অথবা ৬ মাস অন্তর অন্তর আয়োজন করবেন। এই স্থানটির ইতিহাস দেয়ালের বিভিন্ন স্থানে লাগিয়ে রাখবেন যাতে করে ভবিষ্যত প্রজন্ম ঈশা খাঁ কেল্লার ইতিহাস সম্পর্কে জানতে পারে।

মিলনমেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী সহ ফতুল্লা ইউনিয়ন এবং সিটি করপোরেশনের ৭,৮,৯ ও ১১নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

শান্তিরচরে সকল ধরণের শিল্পায়নে দাবী সেলিম ওসমানের

নিজস্ব প্রতিবেদকঃ বন্দর উপজেলার মদনগঞ্জে শান্তিরচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত কর অঞ্চলে (নীটপল্লী) নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রি শিল্প প্রতিষ্ঠান গুলোকে নিয়ে একত্রে বসে প্রস্তাবিত কর অঞ্চলটির উন্নয়ন করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এর কাছে অনুরোধ রেখেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার ১৭ ফেব্রæয়ারী দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর এলাকায় পারটেক্স কেবলস লিমিটেডের কারখানায় এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে এ অনুরোধ রাখেন।

সেলিম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যেই বাংলাদেশ একটি নি¤œ মধ্যম আয়ের দেশের পরিণত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরেই। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এর দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, যখন প্রাচ্যেরডান্ডি নারায়ণগঞ্জ থেকে পাট ধ্বংস করে দেওয়া হয়। আমরা তখন হোসিয়ারী নিয়ে তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রীর কাছে গিয়ে ছিলাম। যিনি বর্তমানে আবারো বাণিজ্যমন্ত্রী হয়েছে। উনি আমাদেরকে বিকেএমইএ সৃষ্টির পরামর্শ দিয়ে পন্য রপ্তানি করার পরামর্শ দেন। আমরা উনার পরামর্শ মত বিকেএমইএ সৃষ্টি করে পন্য রপ্তানি শুরু করি। উনি আমাদের সর্বাত্ম সহযোগীতা করেন। বর্তমান নীটপন্য রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদনগঞ্জে শান্তিরচরে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের অনুমোদন দিয়েছেন যেখানে ৭০০ একর সরকারী খাস জমি সহ মোট ১৫০০ একর জমি রয়েছে। আমাদের নীট ওয়্যার সেক্টরের জন্য এতো বিশাল জায়গার দরকার হবে না। অনেকেই ওই স্থানে শিল্প গড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। অনেক বিদেশী দাতা গোষ্টি এসে পরিদর্শন করে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। তবে আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে চাই বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ সকল ব্যবসায়ী সংগঠনের লিডার। আমার মনে হয় নারায়ণগঞ্জে পারটেক্স, আকিজ, বসুন্ধরা, মেঘনা যত গুলো গ্রæপ অব ইন্ডাস্ট্রি রয়েছে আপনি তাদের সবাইকে নিয়ে একত্রে বসলে হয়তো আমাদেও দেশের টাকাইতে এটা নির্মাণ করা সম্ভব এবং আপনি উদ্যোগ নিলে সবাইকে একত্রে করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। তাই বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য আমি জোর দাবী রাখছি। প্রয়োজনে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ সকলের অংশগ্রহণ থাকবে। এটি বাস্তবায়ন করতে পারলে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার পথে সবথেকে বেশি ভূমিকা রাখবে এই অর্থনৈতিক কর অঞ্চলটি।

এমপি সেলিম ওসমানের দাবীর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন সেলিম ওসমান যে বিষয়টি উল্লেখ করেছেন বিষয়টি আমি দেখবো। এর আগে বাণিজ্য মন্ত্রী বলেছেন, এই নারায়ণগঞ্জ প্রাচ্যেরডান্ডি। এই নারায়ণগঞ্জ থেকেই আওয়ামীলীগের জন্ম হয়েছে। নারায়ণগঞ্জ থেকেই ৬ দফার উৎপত্তি। বঙ্গবন্ধুর সাথে আমি বহুবার এই নারায়ণগঞ্জে এসেছি। সেলিম ওসমান, শামীম ওসমানদের বাসায় এসেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখন আর শুরু ২২ পরিবার নাই। ১৯৭৯ সালে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি শুরু করে সে বছর ১২ হাজার ডলারের পন্য রপ্তানি করা হয়। বর্তমানে আমরা রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে এবছর রপ্তানি হয়েছে ২৮দশমিক ৭৯ বিলিয়ন ডলার, ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পারটেক্স এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ হাশেম, ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার, ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ, প্রতিষ্ঠাতা এমএ হাশেমের সহধর্মিনী সুলতানা হাশেম, পারটেক্স এগ্রা লিমিটেডের চেয়ারপার্সন তাবাসসুম কায়সার ও ম্যানেজিং ডিরেক্টর সাভেরা এইচ. মাহমুদ প্রমুখ।