১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 163

পলাশকে কী বার্তা দিলেন ওবায়দুল কাদের?

নিজস্ব প্রতিবেদকঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জে প্রবেশের আগে শ্রমিকলীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের বাসায় যাওয়া নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা।  পলাশের বাড়িতে দলের সাধারন সম্পাদকের হঠাৎ আগমন ভিন্ন চোখে দেখছে রাজনৈতিক বিশ্লেষক মহল। এছাড়া পলিাশ শিবিরে এ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। শামীম ওসমান সমর্থকদের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে। সাধারন মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ওবায়দুল কাদের পলাশকে কী বার্তা দিয়ে গেলেন?

রোববার সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাজের উদ্বোধন ও ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর ও গোগনগরের দুটি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে যাত্রাপথে ফতুল্লার আলীগঞ্জস্থ পলাশের বাড়িতে হাজির হন সেতুমন্ত্রী।

কোনো সিডিউল ছাড়াই হঠাৎ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশের বাড়ি হাজির হওয়ায় স্থানীয় এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা অবাক হয়ে যান।

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে পলাশের বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। নিজের বাড়িতে সেতুমন্ত্রীকে পেয়ে পলাশ ঢাকা-নারায়ণগঞ্জ পোস্তখোলা সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন এবং রাস্তাটি সংস্কারের আহ্বান জানান।

পলাশের কথার পরপরই তাৎক্ষণিকভাবে সড়কের দায়িত্বরত প্রকৌশলীকে দ্রুত ওই রাস্তা মেরামতের জন্য নির্দেশ দেন সেতুমন্ত্রী। এ সময় সেতুমন্ত্রীকে পরিত্যক্ত নারায়ণগঞ্জ-আদমজী রেললাইন দিয়ে রাস্তা করার জন্য আহ্বানও জানান পলাশ।

পলাশের ঘনিষ্ঠ শ্রমিক নেতা শাহাদাত হোসেন সেন্টু জানান, সেতুমন্ত্রী কাদের সাহেব শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করতে পোস্তখোলা সড়ক দিয়ে যাওয়ার পথে পলাশ ভাইকে দেখতে না পেয়ে দ্রুত ছুটে যায় পলাশ ভাইয়ের আলীগঞ্জের বাড়িতে। কাউকে কিছু না বলে সেতুমন্ত্রী পলাশ ভাইয়ের বাড়িতে যাওয়ায় পলাশ ভাইও অবাক হন। পলাশ ভাই পারিবারিকভাবে একটি অনুষ্ঠানে বাসায় থাকায় সকালে তিনি বাসা থেকে বের হননি। ঠিক ওই সময় পলাশ ভাইয়ের বাড়িতে গিয়ে হাজির হন সেতুমন্ত্রী।

শামীম-আইভীর ঐক্যের রশি সেলিম ওসমানের হাতে

নিজস্ব প্রতিবেদকঃ হকার ইস্যুতে সিটি মেয়র আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্ধের অবসান ঘটিয়ে সুষ্ঠু সমাধান করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে দায়িত্ব দিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ২৮ জানুয়ারি দুপুরে গোগনগর ইউনিয়ন এলাকায় অবস্থিত পাথরঘাটে সৈয়দপুর-মদনগঞ্জ রুটে শীতলক্ষ্যা সেতু-৩ এর পিলার নির্মান কাজের উদ্বোধন শেষে ফেরার পথে তিনি এমপি সেলিম ওসমানকে সমস্যাটি সমাধানের দায়িত্ব দেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রীকে বিদায় জানিয়ে গাড়িতে তুলে দেওয়ার সময় এমপি সেলিম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি শামীম ওসমান এবং আইভী দুইজনেরই মুরুব্বি। কোন নেতা হিসেবে নয় একজন মুরুব্বি হিসেবে আপনাকে আমি দায়িত্ব দিলাম। আপনি দুইজনের সাথে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধান করতে পারবেন সে বিশ্বাস আমার আছে। তাই নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে বিষয়টি সমাধানের জন্য আপনাকে দায়িত্ব দিলাম এবং আমি জানি একজন মুরুব্বি হিসেবে আপনিই সেটা পারবেন।

অবশেষে নাসিম ওসমানের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রতিক্ষার পর নারায়ণগঞ্জ ও বন্দরবাসীর প্রাণের দাবী ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের অসমাপ্ত স্বপ্নের শীতলক্ষ্যা-৩ সেতু অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে। প্রয়াত সাংসদ নাসিম ওসমানের নামে সেতুটির নামকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ২৮ জানুযারী দুুপুরে সেতুটির পিলার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এদৃশ্যমান কাজের যাত্রা শুরু হয়। বাংলাদেশে আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ বাসীর বহুদিনের স্বপ্ন। যে স্বপ্ন ছিল প্রয়াত সাংসদ নাসিম ওসমানের। তিনি দ্বারে দ্বারে মন্ত্রীদের কাছে, পরিকল্পনা মন্ত্রনালয় এবং প্রধানমন্ত্রীর কাছে এবং আমার কাছে অনেক বার গেছেন। আজকে সৌদি আরবের অর্থায়নে এই শীতলক্ষ্যা-৩ সেতুর পাইলিং কাজের সূচনা হলো। দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হলো। কারণ বিদেশী অর্থায়নের বেলায় ঘাটে ঘাটে সম্মতি নিতে হয়। আর এই সম্মতি নিতে গিয়ে অহেতুক অনেক সময় বিলম্ব হয়ে গেছে। তারপরও আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নারায়ণগঞ্জ বাসীর জন্য এ উপহার দিলেন। আমাদের সংসদ সদস্য সেলিম ওসমান সাহেব উনার এলাকায় এই শীতলক্ষ্যা-৩ সেতু। আমি আশা করি সেলিম ভাই আজকে খুশি আছেন। সামনে আরো খুশির দিন আসছে যেহেতু নাসিম ওসমানের স্বপ্ন আজকে সত্যি হতে চলেছে।

এ সময় উপস্থিত সকলে শীতলক্ষ্যা-৩ সেতুটি প্রয়াত সাংসদ নাসিম ওসমানের নামে নামকরনের জন্য মন্ত্রীর কাছে দাবী রাখেন।

দাবীর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগে প্রস্তাবনা পাঠাবেন। পরবর্তীতে সেই প্রস্তাবনা প্রধানমন্ত্রী দপ্তরে যাবে। প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পর আমরা ঘোষণা দিবো। আগে সেতুটি সম্পূর্ন হোক। নামকরন তো হবেই। যেহেতু এই ব্রীজের সাথে নাসিম ওমান জড়িত ছিলেন সেহেতু আমিও নেত্রীকে বলবো যাতে তিনি এ বিষয়টি সক্রিয় বিবেচনায় আনেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মুহাম্মদ বাদল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানা উল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, পাগলা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি কাউসার আহম্মেদ পলাশ, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, আওয়ামী মহিলা লীগ মহানগরের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, গোগনগর ইউনিয়নে চেয়ারম্যান নওশেদ আলী, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন সুকুম, জাপা নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহআলম সবুজ, যুব সংহতি নেতা বিপ্লব শেখ, ২৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম সহ গোগনগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

ফতুল্লা প্রেস ক্লাবে সাংবাদিক জাহাঙ্গীরের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টারঃ দৈনিক সাকল বার্তা প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এবং মফস্বল সাংবাদিক ফোরামে কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার রাতে ফতুল্লা প্রেস ক্লাবে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন,ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, দুলাল চন্দ্র, শাওন, সাংবাদিক পত্মি জাহিদা বেগম, মাহিম প্রমুখ।

ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

স্টাফ রিপোর্টারঃ কেরানীগঞ্জ পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ পারভেজ হোসেন, বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফর ইকবাল,সেলিম রেজা, রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রবীন শিক্ষক রনজিত মোদক,ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেল,হাজী মফিজ উদ্দিন দেওয়ান,এইচএম মোজাম্মেল হক,মোহিন চন্দ্র মন্ডল, ওসমার ফারুকভ অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক গোপাল মোদক ও জাহিদুল ইসলাম। এ বছর বিদ্যালয় থেকে ২শত শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবেন।

বিএনপি-জামায়াত নাশকতার পরিকল্পনা করছে-শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঐক্যবদ্ধতা প্রমাণে আগামী ৩ ফেব্রুয়ারি শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বৃহৎ সমাবেশ করা হবে। সেখানে আমি সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি খোকন সাহাসহ স্বাধীনতার স্বপক্ষের সবাইকে দাওয়াত দিলাম।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে শামীম ওসমানের উদ্যোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জনপ্রতিনিধিদের প্রস্তুতি সভায় সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিয়াজুল প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘পত্রিকায় খবর আসে নিয়াজুল নাকি পলাতক। কিন্তু সে পলাতক না। নিয়াজুল অসুস্থ, সে চিকিৎসা নিচ্ছে।’ ‘যারা নিয়াজুলের ওপর হামলা করেছে তাদের আগে ধরেন। নিয়াজুলকে ধরার চিন্তা কইরেন না। যাদের নামে অভিযোগ হয়েছে তাদের ধরা তো দূরের কথা মাথার চুলের আগা ধরলে আগুন ধরিয়ে দিব। আমি প্রশাসনকে বলছি ডাবল গেম করবেন না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’

তিনি বলেন, ‘আমি আইভীকে, বলবো অন্যদেরও বলবো যদি ভুল করে থাকেন স্বীকার করে সংশোধন হন। যদি জামায়াত বিএনপি দ্বারা ভুল পথে পটপরিবর্তন করে থাকেন সেটাও আলোচনায় বসে স্বীকার করে শেষ করেন।’

শামীম ওসমান আরো বলেন, ‘যারা বিগত বিএনপি সরকারের আমলে ৫০টা মামলা খেয়েছেন তাদের বিরুদ্ধে এখন হুদামিছা অভিযোগ করেছেন সেগুলো প্রত্যাহার করেন। বাঘ আর বিড়ালের পার্থক্য বুঝতে হবে। বাঘের ঘরে বাঘের জন্ম হয়।’

‘কেউ কেউ বলে এ সিটির মালিক তিনি। আমি বলবো না, এ সিটির মালিক জনগণ। শুধু সিটি না পুরো দেশের মালিক জনগণ। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ছিল আছে ও থাকবে। এখানে অন্য কেউ কর্তৃত্ব দেখাতে পারবে না,’ যোগ করেন প্রভাবশালী এই নেতা।

শামীম ওসমান বলেন, ‘তিনি (মেয়র আইভী) যদি থাকেন তাহলে আমার সঙ্গে কোনো বিরোধ থাকবে না। কিন্তু মাঠে থাকবেন না আর আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করবেন সেটা হবে না।’

‘আগামীতে নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত নাশকতার পরিকল্পনা করছে। ওরা ওদের সর্বশক্তি নিয়োগ করবে। তারা চায় লিংক রোড, সাইনবোর্ড, কাঁচপুর দখল করতে। কারণ এসব দখল করতে পারলে এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ হয়ে যাবে। তারা চায় আমাকে কাহিল করতে। কারণ আমাকে কাহিল করতে পারলে তারা সফলকাম হবে। কিন্তু এটা মনে রাখতে হবে এটা নারায়ণগঞ্জ। এখানে আওয়ামী লীগের জন্ম। এখানে আওয়ামী লীগ ছাড়া কেউ টিকতে পারবে না,’ বলেন শামীম ওসমান।

তিনি আরো বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসনের দুর্নীতির মামলার রায় ঘোষণা হবে। বিএনপি ধরেই নিয়েছে তাদের চোরের নেত্রীর কিছু একটা হবে। তখন কিন্তু জামায়াত বিএনপি সবাই নামবে। আগামী জুন-জুলাইতে দেশে অনেক অঘটন ঘটবে। কিন্তু আশা করি কিছুই করতে পারবে না।’

তিনি বলেন, ‘যারা স্বপ্ন দেখছেন আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না তারা বোকা। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। এজন্যই আমাদের লড়াই।’

নারায়ণগঞ্জে তিন জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ জেএমবির শীর্ষস্থানীয় এক নেতা ও আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।

এর আগে শুক্রবার বিকেলে ঢাকার কাকরাইল মোড়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানার এজাহারভুক্ত জেএমবির দাওয়াতি শাখার শীর্ষ নেতা শায়েখ কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করে র‌্যাব ১১। কামালের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে। একইদিন রাতে রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১।
গ্রেফতাররা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রেজাউর রহমান ওরফে শাওন ওরফে সোহেল ওরফে হাসান (২৭), পাবনার সুজানগর উপজেলার মোবারক হোসেন ওরফে মাসুদ (৩৩) ও কুমিল্লার মুরাদনগরের আবু রায়হান চৌধুরী (২৮)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, উগ্রবাদী বই ও জঙ্গিবাদী লিফলেট উদ্ধার করা হয়।

লে. কর্নেল কামরুল হাসান জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্নভাবে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জেএমবির শীর্ষস্থানীয় এক নেতা ও আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।

এর আগে শুক্রবার বিকেলে ঢাকার কাকরাইল মোড়ে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানার এজাহারভুক্ত জেএমবির দাওয়াতি শাখার শীর্ষ নেতা শায়েখ কামাল হোসেনকে (৪০) গ্রেফতার করে র‌্যাব ১১। কামালের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে। একইদিন রাতে রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১।
গ্রেফতাররা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রেজাউর রহমান ওরফে শাওন ওরফে সোহেল ওরফে হাসান (২৭), পাবনার সুজানগর উপজেলার মোবারক হোসেন ওরফে মাসুদ (৩৩) ও কুমিল্লার মুরাদনগরের আবু রায়হান চৌধুরী (২৮)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, উগ্রবাদী বই ও জঙ্গিবাদী লিফলেট উদ্ধার করা হয়।

লে. কর্নেল কামরুল হাসান জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পলাতক থেকে বিভিন্নভাবে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইসলাম শান্তির ধর্ম, জঙ্গীবাদের ধর্ম নয় : এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এটি জঙ্গীবাদের ধর্ম নয়। কিন্তু একটি কুচক্রি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী ও জঙ্গী বানানোর চেষ্টায় লিপ্ত। এখন কোন কোন রাষ্ট্রে মুসলমানদের প্রবেশেও বাঁধা দেয়া হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদেরকে সন্ত্রাসী কে বানালো? ইরাকতো একটি সুন্দর দেশ ছিলো। সেখানে কোন জঙ্গীবাদ ছিলো না। কিন্তু এরপরেও ইরাককে কেন ধ্বংস করা হলো? সিরিয়া ও স্তাম্বুলেও কোন জঙ্গী ছিলো না। তাহলে সিরিয়াকে কেন ধ্বংস করা হয়েছে? ইরানে এখনো যুদ্ধ চলছে। ইসলামের বিরুদ্ধে এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’

২৬ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা বন্দরের কুতুববাগ দরবারের ওরশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির এমপি এ্যাডভোকেট সোহরাব হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু প্রমুখ।

এদিকে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নারায়ণগঞ্জের বন্দরে আগমন উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শতশত মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে পল্লীবন্ধুকে স্বাগত জানান। এসময় নেতাকর্মীদের মুখে মুখে পল্লীবন্ধু ও এমপি খোকার স্লোগান এবং হাতে উভয়ের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিলো।

বহুল আলোচিত নিয়াজুলের অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে সংঘর্ষের দিন প্রকাশ্যে অস্ত্র বের করা নিয়াজুল ইসলাম খানের খোয়া যাওয়া পিস্তলটি ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে পুলিশ। ইতালির তৈরি ৭ পয়েন্ট ৬ বোরের অস্ত্রটি নিয়াজুলের নামে লাইসেন্স করা। তবে অস্ত্র উদ্ধার নিয়ে জনমনে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টায় শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

এদিকে গত ১৬ জানুয়ারি চাষাঢ়ায় সংঘর্ষের সময় পিস্তল বের করেন নিয়াজুল। পরে তাকে আইভীর সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করে। এসময় তার পিস্তলটি খোয়া যায়। পরদিন অস্ত্রের মালিক নিয়াজুল ইসলাম তার ছোট ভাই রিপন খানের মাধ্যমে সদর মডেল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অস্ত্র লুটের ঘটনায় অভিযোগ দেন। পুলিশ সেটাকে জিডি হিসেবে গ্রহণ করে।

ঘটনার ৯ দিন পর নিয়াজুলের খোয়া যাওয়া অস্ত্রটি ফুলের টব থেকে খুঁজে পাওয়ায় তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারণ সাধু পৌলের গির্জাটির অবস্থান শহরের মূল সড়কে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজনের আনাগোনা। এতদিন কারো চোখে পড়লো না অথচ গভীর রাতে পুলিশের চোখে অস্ত্রটি পড়ে গেলে। এ নিয়ে নগরবাসীর মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অবৈধ উপায়ে কোটিপতি বনে যাওয়া এক প্রভাবশালী ব্যক্তি আমার পিছনে লেগেছে-ইকবাল মেম্বার

অনলাইন নিউজ পোর্টাল নিউজএটুজেড২৪.কম পরিবেশিত দৈনিক সোজা সাপটা,আজকের জনবানী, সময়ের নারায়ণগঞ্জ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের দ্বিমত পোষন করেছেন আলীরটেক ইউপি ৯ নং ওয়ার্ড মেম্বার ইকবাল মাহমুদ। তিনি জানান, গত ২২ জানুয়ারী বারেক মাতববর সদর মডেল থানায় তাকে গালিগালাজ,কিল- ঘুষি,শরীরে জখম ও প্রাণে মেরে ফেলার যে অভিযোগ করেছে তা সত্য নয়। এমন কোন ঘটনাই ঘটেনি।

৮ নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম সিরু, সমাজসেবক সেলিম সরদারকে নিয়ে ২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে বারেক মাতববর কে জিজ্ঞাসা করলে তিনি বলেন অভিযোগ করেছি নিজে। পত্রিকায় এলো কিভাবে জানিনা। সিরু মেম্বার বলেন, এ রকম কোন ঘটনা ঘটেনি। সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়েছে।

ইকবাল মেম্বার আরো জানান,বারেক মাতববর বার বার তাকে হয়রানি করছে এলাকার একজন অবৈধ উপায়ে কোটিপতি বনে যাওয়া প্রভাবশালী মুখোশদারি এক ব্যক্তির মাধ্যমে । আমার এবং আমার পরিবারের সম্মান নষ্ট করার পেছনে সেই মুখোশদারি ব্যাক্তিটি বারেকের নাম বিক্রি করে এই কাজ গুলো করতে চাচেছ। সেই মুখোশ দারি ব্যাক্তিটি কে ? আপনাদের অবশ্যই জানার দরকার। কারন এই ব্যাক্তিটি গত ১৫/২০দিন আগে আমার বড় ভাইকে তার অবৈধ  টাকার বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে মাদক মামলায় ফাসাইতে চেয়েছিল। ভবিষৎতে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ নিয়ে সাংবাদিক সম্মেলন করে পুরো ইউনিয়ন বাসিকে জানিয়ে দেওয়া হবে সেই মুখোশ দারি ব্যক্তির নাম। (মুখোশ দারি ব্যক্তিটির নাম জানতে চোখ রাখুন নিউজ প্রতিদিন ডট নেট এ)