২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 178

বিএনপির পক্ষে গণ স্রোত দেখে সরকার ষড়যন্ত্রের পথ খুঁজছে-খসরু

আড়াইহাজার প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটি ধর্মবিষয়ক সম্পাদক ও আড়াইহাজার থানা বিএনপির সভাপতি এএম বদরুজ্জামান খসরু বলেছেন, বিএনপির পক্ষে সারাদেশে গণ¯্রােত দেখে সরকার বিচলিত হয়ে গেছে। বিএনপিকে ঢ্যাগ দেয়ার জন্য শেখ হাছিনার সরকার ষড়যন্ত্রের নতুন পথ খুঁজছেন। তবে সরকারের কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। সরকার বিএনপিকে যতই নির্যাতন করছে, বিএনপির জনপ্রিয়তা ততই বাড়ছে। এসময় তিনি আরও বলেন, আসছে একাদশ জাতীয় নিবার্চনে সারাদেশে আওয়ামী লীগের ভরাডুবি হবে। ঢাকায় বিএনপির সমাবেশে লাখ লাখ নেতাকর্মীসহ সাধারণ লোকের সমাগম হবে। “বিল্পব ও সংহতি” দিবস উপলক্ষ্যে ১২ নভেম্বর ঢাকার সাহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে আড়াইহাজারে শুক্রবার প্রস্তুতিমূলক সভায় এএম বদরুজ্জামান খসরু এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাসেম ফকির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ছালাউদ্দিন চৌধুরী, গোপালদী পৌরসভা বিএনপির সভাপতি হোসেন আলী, থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান খান, আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম-আহবায়ক জহির, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি জাহিদ হোসেন ও যুবদল নেতা তফলিমউদ্দিন ভূঁইয়া লিটন প্রমুখ।

শিল্প পুলিশ শিল্পের চাকাকে সচল রাখতে কাজ করে যাচ্ছে-নওশের আলী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের মহাপরিচালক মো: নওশের আলী, পিপিএম বলেছেন, শিল্প পুলিশ একটি বিশেষায়িত ইউনিট। এই ইউনিটের নিরলস প্রচেষ্টায় শিল্পের চাকাকে সচল রাখতে কাজ করে যাচ্ছে। ৪০ লাখ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দেশের শিল্পখাত থেকে প্রতিবছর ৩০ বিলিয়ন ডলার মূল্যের পন্যসামগ্রী বিদেশে রপ্তানী করে অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইলতুৎ মিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন প্রমূখ।
এসময় তিনি আরো বলেন, শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিকের সাথে খারাপ আচরণ, মাথায় আঘাত কিংবা গুলি করা যাবে না। যেটুকু না করলে না হয় তাই করতে হবে। কিছু অসাধু শ্রমিক নেতা শিল্প-কারখানায় বিশৃক্সখলা সৃষ্টি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এসব শ্রমিক নেতাদের উচ্কানিতে কেউ যে শিল্প প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ এবং ভাংচুর করে ক্ষতি সাধন করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও কোন নারী শ্রমিক রাস্তায় যেন ইভটিজিং এবং প্রতিষ্ঠানে কোন কর্মকর্তা দ্বারা যেন হয়রানীর শিকার না হয় এমনকি বেতন নিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়লে তাদেরকে আইনী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সে জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে।
অপরদিকে ঢাকার আশুলিয়ায় ছিনতাইর অভিযোগে গ্রেফতার শিল্প পুলিশ সদস্য সম্পর্কে তিনি বলেন, একটি লোকের কারণে পুলিশ বাহিনীর ২ লাখ লোকের অর্জিত সুনামে কলংকের কালিমা লেপন হয়েছে। যা কখনো কাম্য নয়। আমাদেরকে আরো সচেতন হয়ে এসব লোকদেরকে চিহ্নিত করে ভালো হওয়ার জন্য বুঝাতে হবে। যদি সে না সুদরায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এসময় প্রধান অতিথিকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিল্প পুলিশ-৪ এ কর্মরত পুলিশ কর্তকর্তা ও সদস্যদের বক্তব্য উপস্থাপন করা হয়। তাদের বক্তব্য শুনে তা বাস্তবায়ন করার আশ্বস দেন তিনি।

র‌্যাবের অভিযানে ২ জঙ্গী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার রামপুরা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ ও ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, একটি দেশীয় অস্ত্র,জঙ্গীবাদি বই এবং লিফলেট উদ্ধার করা হয়। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-১১এর অতিঃ পুলিশ সুপার মোঃ সাকিল আহমেদ ¯^াক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী  নিয়মিত অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাত থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এবং ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সৈয়দ রায়হান কবির রায়হান ওরফে বাবুকে (২৮) কে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি চাপাতি,জঙ্গীবাদী বই ও কিছু লিফলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ঢাকার রামপুরা এলাকা থেকে মোঃ ফয়সার রহমান মোয়াজ ওরফে আবু দোজানা (২৯) কে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায় গ্রেফতার কৃত সৈয়দ রায়হান এবং মোঃ ফয়সাল ২০১৩ সালে রাহাত নামে এক জঙ্গীর মাধ্যমে আনসার আল ইসলাম এ যোগদান করেন এবং জঙ্গীর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরবর্তীতে সে নারায়ণগঞ্জ ও ঢাকার রামপুরা, বনশ্রী এলাকায় জঙ্গী সংগঠনটির সমš^য়ক হিসেবে কাজ শুরু করে। এছাড়াও সে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা হতে সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের কাজ করতো। গ্রেফতারকৃদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

পাগলায় বন্দুক যুদ্ধে বিল্লাল মিশরী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার কুতুবপুরের রসুল-কদমতলীর চিহ্নিত তালিকা ভুক্ত সন্ত্রাসী বিল্লাল মিশরী র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। বুধবার ভোরে পাগলা ওয়াসা সংলগ্ন খেজুরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বিল্লাল মিশরী নিহতের খবরে এলাকাবাসী আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেছে।

এর আগে ফতুল্লায় র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে বিল্লাল মিশরীর ভাই মাদক ব্যবসায়ী ইমরান মিশরী (৩৫) চলতিবছরের ৪ই জুলাই শুক্রবার রাতে কদমতলীর ওয়াসা এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। কুতুবপুরের সীমানাবর্তী এলাকা কদমতলীতে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি দল। এসময় মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়তে থাকে। এরপর র‌্যাবও পাল্টা গুলি ছোড়লে ঘটনাস্থলে ইমরান মিশরী গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ৫ পিছ ইয়াবা , নগদ ৬৯ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়

শাহাদাত যুবলীগের কেউ না- মীর সোহেল

স্টাফ রিপোর্টারঃ যুবলীগের নামধারী ক্যাডার শাহাদাত গ্রেফতারের পর প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের দাবি, শাহাদাত যুবলীগের কেউ নয়, তার কোন পদ পদবীও নেই। এছাড়া এ নামে কেউ আমার সাথে রাজনীতিও করেনা। কোন মিছিল,মিটিংয়েও আসেনি। শাহাদাত গ্রেফতারের পর আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া শাহাদাত জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু,সাংসদ শামীম ওসমান এবং আমার ছবি ব্যবহার করে যে ফেষ্টুন সাটিয়েছে সে ব্যাপারেও আমি অবগত ছিলাম না। মীর সোহেলের দাবি, অপরাধী আমার কর্মী হতে পারে না। আমি সন্ত্রাস, মাদক কিংবা কোন অপরাধের রাজনীতিতে বিশ্বাসী নই। শাহাদাতের সাথে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যুবলীগের নাম ব্যবহার করে কেউ কোন অপরাধের সাথে সম্পৃক্ত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করার অনুরোধ জানাচ্ছি।
অপরদিকে, ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ শাহিন জানিয়েছে, শাহাদাত আনোয়ার নামে আমার ওয়ার্ডে কোন যুগ্ম সম্পাদ নেই। শাহাদাত স্বঘোষিত যুবলীগ নেতা। এছাড়া ফেষ্টুন সাটানোর ব্যাপারেও আমরা কিছু জানি না। আমরা শাহাদাত ওয়ার্ড যুবলীগের কেউ না। আমার তার অপরাধের দায় কাঁধে নিবনা। অপরাধীরা যুবলীগের কর্মী হতে পারে না।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোর রাতে দাপা সামাদ ডাক্তারের বাড়ির সামনে থেকে চোরাই চাউল,মিটার ও ত্রিপলসহ যুবলীগের নামধারী ক্যাডার শাহাদাতকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে সাহিত্য ফোরামের সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সাহিত্য ফোরাম ফতুল্লা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে এই সংবর্ধনা দেয়া হয়। নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম এই সংবর্ধনার আয়োজন করেন। এসময় ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, নব-নির্বাচিত সভাপতি এম সামাদ মতিন, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাবেক সাবেক সাধারন সম্পাদক রুহুল আমীন ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ, আর মিলন, প্রচার সম্পাদক জি এ রাজু, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মো: মাসুম, কার্যকরী সদস্য আলামিন প্রধান, সদস্য আমিনুল ইসলাম মিশু উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে নিউজ প্রতিদিন ডট কমের সম্পাদক আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সঙ্গীত শিল্পী মিতু মোরশেদ, সাংবাদিক হোসেন মনির, সাহিত্য পত্রিকা রুদ্রছায়ার সম্পাদক কবি আহমেদ রউফ, নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের উপদেষ্টা কবি শেখ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবি রুহুল আমীন, প্রচার সম্পাদক ইকবাল হাসান রোমেস, দপ্তর সম্পাদক সুমন সরকার, সদস্য রাসেল, আবুল খায়ের শিহাব, পারভেজ, সঙ্গীত শিল্পী রাজিব উপস্থিত ছিলেন। এসময় আদর্শ নগর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক মুন্সি, দাপা আদর্শ স্কুলের নব-নির্বাচিত সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল খালেক টিপু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ূম সরকার শাহিন, যুবলীগ নেতা মমতাজ উদ্দিন নিশাদ ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও ফতুল্লা সানসাইন স্কুলের প্রিন্সিপাল ঝুমা আক্তারের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এছাড়া স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফতুল্লায় চোরাই চাউলসহ যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লায় চোরাই চাউল,মিটার ও ত্রিপলসহ যুবলীগের নামধারী ক্যাডার শাহাদাতকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে ফতুল্লার ফতুল্লার দাপা সামাদ ডাক্তারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাত ফতুল্লা ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শাহাদাত ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। শাহাদাতের নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ(পুরাতন সড়কে) রাতের আধারে চাল,ডাল বোঝাই ট্রাক থেকে মালামাল চুরির একটি সিন্ডিকেট গড়ে তোলে। গতকাল শুক্রবার ভোরে ট্রাক থেকে চাল চুরির সময় ফতুল্লা মডেল থানার এ এস আই আলমঙ্গীর অভিযান চালিয়ে শাহাদাত(২৫), আকাশ(১৮), রাকিব(৪০), রশিদ(৩৫)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিন বস্তা চাল, একটি ত্রিপল ও কিছু বিদ্যুতের নতুন মিটার উদ্ধার করে। শাহাদাত বাহিনী সড়ক পথে চুরি ছাড়াও বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াক ওয়েতে ছিনতাই ও দাপা এলাকার মাদক ব্যবসার সাথে জড়িত। প্রসঙ্গেত, শাহাদাত ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছে। এ ব্যাপারে ফতুল্লা থানা যুবলীগের  সভাপতি মীর সোহেল জানান, অপরাধী আমার কর্মী হতে পারে না। এছাড়া আমি কোন অপরাধীকে তিনি আশ্রয় প্রশ্রয় দেই না।

খালেদার উপর হামলা নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

 

প্রেস বিজ্ঞপ্তিঃ ফেনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মহানগরীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। বুধবার বিকাল ০৩.০০ টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চাষাড়া চত্বর ঘুরে শহীদ মিনার হয়ে সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সরকারী তোলারাম বিশ্ববিদ্যাল কলেজের সামনে সমাবেশ করে মহানগর যুবদল। মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু,রানা মুজিব, জুয়েল রানা,ঁজুয়েল প্রধান,সাগর প্রধান ও বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন,বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
সভাপতির বকত্ব্যেবে কাউন্সিলর খোরশেদ বলেন, একজন জাতীয় নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রীর যাত্রা পথে দফায় দফায় হামলায় প্রমান করে এদেশে আইনের শাষন নাই।আইনের শাষন থাকলে প্রথম হামলার পরেই যথাযথ ব্যাবস্থা নিলে দ্বিতীয়বার হামলা হতো না।তিনি বলেন,প্রথম হামলায় সরকার কোন ব্যাবস্থা না নেয়ায় সন্ত্রাসীরা দ্বিতীয়বার হামলার সাহস পেয়েছে।অনির্বাচিত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ কেউই নিরাপদ না।তবে মনে রাখা দরকার এই সরকারই শেষ সরকার নয়।প্রত্যোকটি অপকর্মের বিচার হবে এই বাংলাদেশের মাটিতে,ইনশাল্লাহ।অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনুরুদ্ধার হবে,ইনশাল্লাহ।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বন্দর থানা যুবদলের সহ-সভাপতি সোহেল খান বাবু,সাংগঠনিক সম্পাদক আলী নুর তুষার,যুগ্ম সম্পাদক কাজী সোহাগ,আক্তার হোসোন জাহিদ,মাহবুবুর রহমান,পনির হোসেন,হুমাযুন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ফয়সাল মাহমুদ,মন্জু মিয়া,বোরহান,মোঃইব্রাহিম,মোস্তাফিজুর রহমান বাহার,ইসমাইল হোসেন মিলন,মিজান,সুমন ভূইয়া,হারুন,জাকির, মহানগর যুবদল নেতা রিটন দে, আব্দুর রহমান, ইউনুস খান বিপ্লব,মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন ইসা,সরকার লিমন মোঃশহীদ,মোঃমিঠু আহম্মেদ,রানা মুন্সী,মোঃশাহীন,শওকত খন্দকার, ওসমান গনি, আল আমিন খান, মুহিন আহম্মেদ রিপন, মহিদ্দিন শুভ,দেলোয়ার হোসেন দেলু, সরকার মুজিব,আল-মামুন,জানে আলম দুলাল,ছামছুল আলম,আকতার হোসেন অপু,রাসেল মনির,আফাজউদ্দিন আফতাব প্রমুখ।

ঝলক’ র বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক জীবন

ডেস্ক নিউজঃ ঝলক সমাজকল্যাণ সংসদ পথ চলায় ২৫ বছরে এসে দাঁড়িয়েছে। রজত জয়ন্তী উৎসব-২০১৭ পালন করে এ সংগঠনটি। ২৭ অক্টোবর (শুক্রবার) সংগঠনের সাথে জড়িত সদস্যদের মধ্য থেকে স্ব-স্ব কাজে যারা সমাজ ও রাষ্ট্রে অবদান রাখছে, তাদেরকে বিশেষভাবে সম্মান জানানো হয়। সংগঠনটির এবারের স্লোগান ছিল- “নাক উঁচু নয় মাথা উঁচু করে বাঁচি, আকাশে চোখ আর মাটিতে পা রাখি”।

আনলিমিটেড নিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঝলক সমাজকল্যাণ সংসদ এর সাহিত্য বিষয়ক সম্পাদক নূরে আলম জীবন সাহিত্যে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেয়েছেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম রাজুর সভাপতিত্বে প্রধান অতিখি হিসেবে উপস্তিত ছিলেন, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

উৎসব সমন্বয়কারী হিসেবে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইসমত তাকির বাবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্যারিস্টার জাকির আহমেদ, মিসেস কনা রেজা, লায়ন চিত্ত রন্জন দাস, লায়ন শরীফ আলী খান, আলমগীর চৌধুরী, এবিএম সিরাজ,আলহাজ গোলাম মোস্তফা, মিল্টন খন্দকার, আক্তারুজ্জামান মিথুন, তানিয়া হোসেন, মাসুদ পারভেজ আকন্দ, মাসুদ হাসান শামীম, জাহাঙ্গির হোসেন, মো: তুষার, মো: হিমেল, মো: পিয়াস, নগর দক্ষিণ ছাত্রলীগ নেতা মহসিন আহমেদ, ইফতেখার আহমেদ পাপ্পু, সবুজবাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, শোভন আহমেদ সুজন, ছাত্রলীগ নেতা অনিকসহ আরো অনেকে।

পালন করে এ সংগঠনটি। সংগঠনের সাথে জড়িত সদস্যদের মধ্য থেকে স্ব-স্ব কাজে যারা সমাজ ও রাষ্ট্রে অবদান রাখছে, তাদেরকে বিশেষভাবে সম্মান জানান সংগঠনটি। সংগঠনটির এবারের স্লোগান ছিল- “নাক উঁচু নয় মাথা উঁচু করে বাঁচি, আকাশে চোখ আর মাটিতে পা রাখি”। আনলিমিটেড নিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঝলক সমাজকল্যাণ সংসদ এর সাহিত্য বিষয়ক সম্পাদক নূরে আলম জীবন সাহিত্যে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেয়েছেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম রাজুর সভাপতিত্বে প্রধান অতিখি হিসেবে উপস্তিত ছিলেন, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

উৎসব সমন্বয়কারী হিসেবে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইসমত তাকির বাবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্যারিস্টার জাকির আহমেদ, মিসেস কনা রেজা, লায়ন চিত্ত রন্জন দাস, লায়ন শরীফ আলী খান, আলমগীর চৌধুরী, এবিএম সিরাজ,আলহাজ গোলাম মোস্তফা, মিল্টন খন্দকার, আক্তারুজ্জামান মিথুন, তানিয়া হোসেন, মাসুদ পারভেজ আকন্দ, মাসুদ হাসান শামীম, জাহাঙ্গির হোসেন, মো: তুষার, মো: হিমেল, মো: পিয়াস, নগর দক্ষিণ ছাত্রলীগ নেতা মহসিন আহমেদ, ইফতেখার আহমেদ পাপ্পু, সবুজবাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, শোভন আহমেদ সুজন, ছাত্রলীগ নেতা অনিকসহ আরো অনেকে।

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ  ফেনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মহানগরীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
শনিবার বিকাল ০৩.০০ টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ স্কাঊট ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রেস কøাবের সামনে সমাবেশ করে মহানগর যুবদল। মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু,রানা মুজিব, জুয়েল রানা,ঁজুয়েল প্রধান,সাগর প্রধান ও বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
সভাপতির বকত্ব্যেবে কাউন্সিলর খোরশেদ বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর গাড়ী বহরে হামলা করে প্রমান করেছে আওয়ামী লীগ জংগী সরকারে পরিনত হয়েছে।সন্ত্রাসী সোনার ছেলেরা পুলিশী প্রটেকশন পায়,আর আমরা অধিকারের কথা বললে পুলিশী হামলার শিকার হই।এক দেশে দুই নীতি চলতে পারে না।অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনুরুদ্ধার হবে,ইনশাল্লাহ।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বন্দর থানা যুবদলের সহ-সভাপতি সোহেল খান বাবু,সাংগঠনিক সম্পাদক আলী নুর তুষার,যুগ্ম সম্পাদক কাজী সোহাগ,আক্তার হোসোন জাহিদ,মাহবুবুর রহমান,পনির হোসেন,হুমাযুন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ফয়সাল মাহমুদ,মন্জু মিয়া,বোরহান,মোঃইব্রাহিম,মোস্তাফিজুর রহমান বাহার,ইসমাইল হোসেন মিলন,মিজান,সুমন ভূইয়া,হারুন,জাকির, মহানগর যুবদল নেতা রিটন দে, আব্দুর রহমান, ইউনুস খান বিপ্লব,মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন ইসা,সরকার লিমন মোঃশহীদ,মোঃমিঠু আহম্মেদ,রানা মুন্সী,মোঃশাহীন,শওকত খন্দকার, ওসমান গনি, আল আমিন খান, মুহিন আহম্মেদ রিপন, মহিদ্দিন শুভ,দেলোয়ার হোসেন দেলু, সরকার মুজিব,আল-মামুন,জানে আলম দুলাল,ছামছুল আলম,আকতার হোসেন অপু,রাসেল মনির,আফাজউদ্দিন আফতাব প্রমুখ।