২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 207

আড়াইহাজারে মাদরাসার শিক্ষক গ্রেফতার

আড়াইহাজার সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর আখ্যা দিয়ে হাফেজ আবু সহিদ নামে এক মাদারাসার শিক্ষার্থীকে হাত-পা বেঁধে রড দিয়ে পেটানো হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে এ-টুজেড নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গহরদী এলাকার জসীমউদ্দিনের ছেলে। স্থানীয় শালমদী ইসলামিয়া হাফিজিয়ায় এঘটনা ঘটে। ৭ মার্চ ঘটনাটি ঘটলেও বিচারের নামে বিষয়টি প্রথমে ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হয়। শুক্রবার নির্যাতনের শিকার শিক্ষার্থীর ছবি ফেইজ বুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল’ হলে উপজেলার সর্বত্র তোলপাড় শুরু হয়ে যায়। পরে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শালমদী এলাকার একটি বাড়ি থেকে শিক্ষককে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সনমান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে।

জানা যায়, স্থানীয় শালমদী ইসলামিয়া হাফিজিয়া মাদারাসার শিক্ষার্থী রিফাতের ব্যাগ থেকে ৭ মার্চ ৭০০টাকা খোয়া যায়। বিষয়টি পরে মাদরাসার সহকারি শিক্ষক রমজান আলীকে অবহিত করা হয়। চোর আখ্যা দিয়ে উক্ত প্রতিষ্ঠানের হেফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ আবু সহিদকে একটি কক্ষকে আটক করে। পরে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাসেল ও রহমানের সহযোগিতায় হাত-পা ও মুখ বেঁধে রড ও লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হয়। এক পর্যায়ে সে অচেতন হয়ে গেলে তাকে ফেলে তারা পালিয়ে যায়।

মাদরাসার অন্য শিক্ষার্থীরা জানান, সহিদকে হাত-পা বেঁধে কক্ষে আটক করে ৩ ঘন্টা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। এর আগে মাদরাসার শিক্ষক হাফেজ রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রকে ১৫টি আঘাত করা হয়েছে। এসময় আমার মাথা ঠিক ছিল না। আমার অপরাধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। পাষন্ড শিক্ষকের দৃটান্তমূলক শাস্তির দাবী করছি।

এদিকে মাহ্মুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আমান উল্যাহ (আমান) বলেন, এ ঘটনায় আমার কাছে বিচার দায়ের করা হলে আমি বিচার করতে অপারগতা প্রকাশ করি। পরে থানায় আলোচিত ওই শিক্ষকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন বলেন, এঘটনায় শিক্ষককে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লায় হরকাতুল জিহাদের দুই সদস্য আটক’

ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম ফতুল্লার শাসনগাঁও এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন “হরকাতুল জিহাদের দুই সক্রিয় সদস্য আ: আজিজ ওরুফে সৈকত(৩০) ও আতাউর রহমানকে(৩২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় এসআই কাজী এনামুল হক ও এএস.আই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লার শাসনগাঁও অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য আব্দুল আজিজ ওরুফে সৈকত ও আতাউর রহমানকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে সরকার বিরোধী কর্মকন্ডের সাথে জড়িত রয়েছে। এর আগে গত বুধবার ভোর রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার বাসা থেকে জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য রবীন(৩৩)কে গ্রেফতার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমন -২ ও এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা লালপুর পৌষাপুকুরপাড় এলাকায় খোকন মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে সরকার বিরোধী শ্লোগান সম্বলিত লিফলেটসহ রবীনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রবীন “হরকাতুল জিহাদ জঙ্গী” সংগঠনের একজন সক্রিয় সদস্য। সে তাহার কর্মকান্ড গতিশীল করতে জন্য লিফলেট সহ সমবেত হয়ে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছিল।

সোনারগাঁয়ে ভুমিদস্যূদের বিরুদ্ধে মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া গ্রামের মসজিদ কমিটির সদস্যদের মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসীরা। গতকাল শুক্রবার দুপুরে সোনারগাঁ পৌর ভবনের সামনে তিন গ্রামের শতশত নারী পুরুষ একত্রিত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের শাহী মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারী খালের উপর ওই গ্রামের জহিরুল ইসলাম বাবুল মসজিদের একাংশ ভেঙ্গে সেতু নির্মান করছেন। স্থানীয় মুসল্লিরা মসজিদের অযুখানা ভেঙ্গে সেতু নির্মান কাজ বন্ধ করার জন্য জহিরুল ইসলামকে বাধা দেওয়ায় গত ২৭ ফেব্রæয়ারী ভুমিদস্যূ জহিরুল ইসলাম মসজিদ কমিটির সদস্য সহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার জুমার নামাযের পর ষোলপাড়া, লাহাপাড়া ও ভট্টপুর গ্রামের কয়েক শত নারী পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর দুলাল মিয়া ও সংরক্ষিত কাউন্সিলর জায়েদা আক্তার মনি জানান, ভুমিদস্যূ জহিরুল ইসলাম বাবুল মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।

উত্তর ষোলপাড়া শাহী মসজিদের সভাপতি মঞ্জুর হোসেন ও সাধারন সম্পাদক ইউসুফ মজুমদার জানান, জহিরুল ইসলাম বাবুল মসজিদের অযুখানার একাংশ ভেঙ্গে ব্যক্তি মালিকানায় সেতু নির্মান করছেন। মসজিদের মুসল্লিরা তাকে নিষেধ করার পরও সে তার লালিত সন্ত্রাসী পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি নবনুর হাসান সাবিদ তার বাহিনী দিয়ে সেতু নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় সে গ্রামবাসী ও মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান তারা।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জহিরুল ইসলাম বাবুল হোসেন বলেন, আমার নির্মানাধীন কাজে বাধা দিয়ে কিছু লোক চাদাঁ দাবি করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি কোনো মসজিদ কমিটির সদস্য ও নিরপরাধ কাউকে আসামী করে মামলা দায়ের করিনি।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, মামলায় নিরপরাধ কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে সঠিক তদন্ত করে তাদের নাম বাদ দিয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

আনোয়ার হোসেনের জন্মদিন পালন

 

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেনের ৬৩তম জন্ম দিন পালন করেছে মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটেন আনোয়ার হোসেন। এ সময় তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনাদের এই ভালবাসা আমাকে বেচেঁ রেখেছেন। বাকি জীবন যেন এভাবে আপনাদের সহযোগিতা করতে পারি সে দোয়া করবেন। এবার জন্মদিনে আমাকে সবোর্চ্চ উপহার দিয়েছে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার মত এক কর্মীকে জেলা পরিষদের চেয়ারম্যানের আসন দিয়ে, মানুষের সেবা করার সুযোগ দিয়েছে। সেই সেবা যেন ভালভাবে করতে পারি সে দোয়া করবেন।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদক সুমি, সাফায়েত হোসেন শুভ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হাসান সজীব, মাহনগর মুক্তিযোদ্ধ প্রজন্মলগের সভাপতি মাসুম আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিদ খান, ডা: কামরুল হাসান সরকা, সাবেক ছাত্রলীগে নেতা ইমরান কাউসার প্রমুখ।

সোনারগাঁয় পুলিশের জনসচেতনতামূলক সভা

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় ব্যারিস্টার রাবিয়া ভ‚ঁইয়া মডেল স্কুল এন্ড কলেজে গতকাল বৃহস্পতিবার পুলিশের উদ্যোগে ইভটিজিং, মাদক, জঙ্গি ও বাল্য বিবাহ প্রতিরোধ প্রসঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন। এ সময় সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতলক্ষ্যা সেতু নির্মাণে বিনিময় সভা

বন্দর প্রতিনিধি
এনভায়রনমেন্টাল ইমপেক্ট এসেসম্যান্ট(ইআইএ)এর আওতায় ‘‘৪র্থ শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরিবেশগত প্রভাব নিরূপন’’ শীর্ষক মত বিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় নবীগঞ্জস্থ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশোনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাপানী সংস্থা ইউকিউএম কনসাল্টিং লিমিটেডের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। সভায় অংশ নেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন,ইউকিউএমএস’র কনসালটেনন্ট জাপানী পরিবেশবিদ মিষ্টার জিরো ইগুচি,একই সংস্থার কনসালটেন্ট কাজী ফরহাদ ইকবাল,সিজেপি’র কনসালটেন্ট তথা পরিবেশবিদ ড.নাহিদ আমিন ও এ্যাসিস্টেন্ট কন্সালট্যান্ট আশীস ধর। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার কমিশনার,মোঃ আবদুল মতিন, মোঃ জবরুল,মোঃ আলতু,মোঃ মাসুদ,মোঃ জাকির, মোঃ কালুন, ফরিন,মোঃ পাপ্পু, কে সফল,কাউন্সি হাজী মোঃ লিয়াকত আলী,পীর মোহাম্মদ পীরু হাবিবুর রহমান বাবুল,মোঃ রূপ মিয়া ভাষানী,হাজী নূরুল ইসলাম,মোঃ নজরুল ইসলাম খাদেম,হাজী মোঃ খোকা,মাহাবুব সিকদার মোঃ জাকির হোসেন,মোঃ মাহাবুব হোসেন মোঃ আনোয়ার হোসেন, প্রমুখ। সভাপতির বক্তব্যে আফজাল হোসেন বলেন, চতুর্থ শীতলক্ষ্যা সেতু নির্মান নবীগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। প্রয়াত জননেতা সাবেক সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানও এই ব্রীজ নিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছিলেন। জননেতা আলহাজ¦ নাসিম ওসমানের স্বপ্নের বাস্তবায়নই হবে এই শীতলক্ষ্যা সেতু।

জেলা যুবদলের মিছিলে পুলিশের বাধা

শহর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আর্ট কলেজের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ডিআইটিস্থ আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ জেলা যুবদলের ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ও জেলা যুবদলের নেতা মোঃ রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম মুকুল, সাদেকুর রহমান, শহীদুল ইসলাম টিটু, জাকির হোসেন বাবুল, জুয়েল আহমেদ, মাসুদুর রহমান, নুরে ইয়াসিন নভেল, ইসমাইল খাঁন, আতাউর রহমান, মোঃ আঃ কাইউম প্রধান,  সালাউদ্দিন মোল্লা, শহীদুর রহমান স্বপন, মোঃ স্বপন চৌধুরী, জাহের আলী, মোঃ দুলাল, জুম্মন সরকার, মোঃ ইকবাল হোসেন, মোঃ আলমগীর, মোঃ লাভলু, মোঃ সাইফুল, মোঃ মনির হোসেন প্রমুখ।

খালেদার বিরুদ্ধে ষড়যন্ত্র কাজে আসবে না-অনু

স্টাফ রিপোর্টার
২০১৫ সালের ৩ ফেরুয়ারি কুমিল­ার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি নৈশকোচে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৮ যাত্রী নিহত হন। এঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। পুলিশের দেয়া চার্জশিটের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বারবার কারা নির্যাতিত আড়াইহাজার উপজেলা বিএনপির নেতা ও সাবেক বিআরডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল কারাগার থেকে মুক্তিলাভের পর আবারও তাকে জেলগেট থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা।

বৃহম্পতিবার স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে অনু বলেন, বিএনপির চেয়ারপাসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আওয়ামীগ সরকার, বিএনপিকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি বলেন, কুমিল­ার চৌদ্দগ্রামে একটি মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অবিলম্বে ‘মিথ্যা মামলা’ ও চার্জশিট প্রত্যাহারের জোর দাবি জানান।

এসময় অনু বিবৃতিতে আরো উল্লেখ করেন, উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন  পেয়ে ৬ মার্চ  সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হওয়ার সময় হাবিব উন নবী খান সোহেলকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তিনি সোহেলকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদসহ নিঃশর্ত মুক্তির দাবি করেন। তিনি অবিলম্বে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।

মহানগর যুবদলের মিছিলে পুলিশের হামলা

শহর প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কুমিল্লায় মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্প্রতিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নগরীতে প্রধান ব্যানিজিক এলাকা নিতাইগন্জ্ঞের  আলাউদ্দিন খান সিটি ষ্টেডিয়ামে বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি  বের হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগর ভবন,মন্ডলপাড়া ও ডিআাইটি বানিজ্যিক এলাকা অতিক্্রম করে দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ মিছিলে লাঠি চার্জ শুরু করে।পুলিশী বাধা পেড়িয়ে মিছিলটি এগিয়ে গেলে পুলিশী হামলায় যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ.যুবদল নেতা জুলহাস,মনির,আল-আমিন,ইউনুছ খান বিপ্লব,পিন্টু ,আফতাব, সুমন,শহীদ ও এড.ভাসানী সহ ১০ জন আহত হয়।এসময় আহত অবস্থায় আহবায়ক খোরশেদকে টেনে হিছড়ে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা তাকে ছিনিয়ে রাখে।
বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে আলাউদ্দিন খান সিটি ষ্টেডিয়ামে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন বলেন,দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে।সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই মামলা দিয়ে হয়রানি করছে।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর খোরশেদ বলেন, কুমিল্লায় মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র দেয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধংস  করার জন্য হীন ষড়যন্ত্র ও কূটকৌশলের নিরবচ্ছিন্ন অংশ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে কুমিল্লায় মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে। এ সরকার ও তাদের প্রভুদের নীলনকশার অংশ হল খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগপত্র দাখিল। তৈমূর আরো বলেছেন,খালেদা জিয়াকে বন্ধী করে আওয়ামী লীগ চায় এদেশে স্থায়ী বাকশালী একদলীয় শাষন কায়েম করতে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার সকল ষড়যন্ত্র নসাৎ করে গনতন্ত্র পুনুরুদ্ধার করবে ইনশাল্লাহ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক রানা মুজিব, মাসুদ রানা,সরকার আলম,মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন খোকন শাহ, সাগর প্রধান, জুয়েল রানা,সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সভাপতি সেলিম মিয়া, সোহেল খান বাবু,পনির হোসেন,হুমাযুন,মাহাবুবু,আকতার হোসেন,সজীব খন্দকার, বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বোরজাহান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,সহ-সভাপতি গাজী মনির,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পিন্টু,জাহাংগীর আলম,ইন্জিনিয়ার শামছুল হক,নুরু মিয়া,মোঃইব্রাহিম,ফয়সাল মাহমুদ,হাফেজ রহিম,মন্জু মিয়া,বোরহান, মহানগর যুবদল নেতা রিটন দে, ইউনুছ খান বিপ্লব,আব্দুর রহমান, মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন ইসা,সরকার লিমন মোঃশহীদ,মোঃমিঠু আহম্মেদ, ওসমান গনি, আল আমিন খান, মুহিন আহম্মেদ রিপন, মহিদ্দিন শুভ,দেলোয়ার হোসেন দেলু, সরকার মুজিব,আল-মামুন,জানে আলম দুলাল,আফতাবউদ্দিন  সহ কয়েকশত নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের জন্মদিন পালন

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের জন্মদিন পালন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতাকর্মিরা। বুধবার সন্ধ্যায় শহরের সিজলিং চাইনিজ রেষ্টুরেন্টে মনোরম পরিবেশে তাঁর জন্মদিন পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসনের শুভ জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মীনী রাজিয়া সুলতানা, চেয়ারম্যানের বিশেষ সহকারি ডা: কামরুল হাসান সরকার, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মাসুম আহম্মেদ সুমন,সাধারন সম্পাদক রিয়াজ আহম্মেদ রিপন, সাংগঠনিক মো: মুস্তাহিদ খান,যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ, কাউয়ুম মন্ডল, জুয়েল, সামছুল হক, আ: আজিজ, রাজিব, কাওসার মাহমুদ, বশির, ইঞ্জিনিয়ার বাবু প্রমুখ।