১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 128

নৌঁ-স্থল পথে চাঁদাবাজি বন্ধ করুন নইলে হাঁটুতে গুলি-শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, নদীপথে ট্রলার ও স্থলপথে ট্রাক থেকে চাঁদাবাজি শুরু হয়েছে। ট্রলার ও ট্রাকে চাঁদাবাজি মেনে নেয়া হবে না। ফতুল্লার আলীগঞ্জ থেকে চাঁদাবাজি শুরু হয়। তাই চাঁদাবাজদের বিষয়ে পুলিশকে বলে দিয়েছি। যেভাবে হোক চাঁদাবাজি বন্ধ করতে হবে। নইলে হাঁটুতে গুলি।

তিনি বলেন, আমি রাজনীতি ব্যবসা হিসেবে নেইনি। রাজনীতি ইবাদত হিসেবে নিয়েছি। আমার দলের কেউ যদি রাজনীতিকে ব্যবসা হিসেবে নেন তাহলে আমার সঙ্গে থাকার দরকার নাই। রাজনীতি যদি ইবাদত হিসেবে নেন তাহলে আমার সঙ্গে থাকতে পারেন। আমি কোনো খারাপ লোক নিয়ে রাজনীতি করতে চাই না।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী সিনিয়র মডেল মাদরাসার মাঠে বক্তাবলী ইউনিয়ন ১ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, এবার এমপি হয়ে বক্তাবলীতে ফেরি চালু করে দিয়েছি। আগামীতে এমপি হলে বক্তাবলীর বুড়িগঙ্গা নদীতে ব্রিজ করে দেব। বক্তাবলীকে এমনভাবে সাজাতে চাই, যাতে ঢাকা থেকে লোকজন বক্তাবলী দেখতে আসেন। আমি আপনাদের কাছে এমপি সাহেব হতে চাই না, শামীম হিসেবে থাকতে চাই।

পুলিশ সোর্স ডজন মামলার আসামী ডাকাত রনি বাহিনীর হামলায় আহত-৩

ফতুল্লার বহুল আলোচিত-সমালোচিত এবং ডজন মামলার আসামী ডাকাত রনি ও তার বাহিনীর লোকজনকে গভীর রাতে নেশা করতে না দেয়ায় কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করেছে একই পরিবারের তিনজনকে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকাসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাত রনিসহ ৫জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। ফতুল্লা মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহ মঞ্জুর কাদের আহত পরিবারকে ডাকাত রনির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

অভিযোগ জানাযায়,গত সোমবার রাত সাড়ে ১২টায় ডাকাত রনি এবং তার সহযোগী শুভ,,সেলিম,রুবেল,সোহেলসহ আরো কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ফতুল্লা ষ্টেশন হাতেম আলীর বাড়িতে প্রবেশ করে ইদ্রিস আলীর ঘরে প্রবেশ করে ইয়াবা সেবন করবে বলে জানায়, এসময় ইদ্রিস আলীর স্ত্রী জেসমিনসহ পরিবারের অন্যান্যরা বাধা দিলে ডাকাত তার সহযোগীদের নিয়ে জেসমিনের ছেলে জসিম(২০),মেয়ে ফাজানা(১৮) ও ফারিয়াকে(১২) কুপিয়ে গুরুতর আহত করে। এদের মধ্যে জসিমের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ইদ্রিস আলীর স্ত্রী জেসমিন বেগম ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ডাকাত রনির সহযোগী সোহেলকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ডাকাত রনি ফতুল্লা পুলিশের সোর্স পরিচয় দিয়ে ফতুল্লা ষ্টেশন, তক্কার মাঠ, পিলকুনী, লালখা, পাইলট স্কুল এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি,অস্ত্র,মাদকসহ একডজন মামলা রয়েছে।

বক্তাবলীতে আওয়ামীলীগের জনসভায় ছাত্রলীগ নেতৃবৃন্দের যোগদান

বক্তাবলীতে আওয়ামীলীগের সভায় নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফীকুর রহমান শিশির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাজির হোসেন ও বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করে।বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায়।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার (৭ই আগষ্ট) বক্তাবলি ইসলামিয়া মডেল মাদ্রাসার মাঠে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
উক্ত কর্মী সভায় কয়েক শত ছাত্রলীগের নেতা কর্মীর মিছিল নিয়ে নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফীকুর রহমান শিশির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাজির হোসেন ও বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে কর্মী সভায় যোগদান করেন।
ছাত্রলীগের মিছিলে নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোকবুল হোসেন শ্যামল, মোঃ সাফায়েত উল্লাহ, সাঈদুর রহমান, মোজাম্মেল হোসেন, মনির হোসেন, মোঃ ফয়সাল, মোঃ নাজমুল হাসান, মোঃ রিফাত, তামিম, মামুন, আরিফ, তুহিন, মিলন, মিঠু, ইয়াকুব, মেহেদী, সজীব, আরিফ, নাহিদ, হযরত আলী, শিহাব, আহাদ প্রমুখ।

আমি ভোট চাই না মাদকমুক্ত সমাজ চাই-শামীম ওসমান

আমি ভোট চাই না মাদকমুক্ত সমাজ চাই। মাদক ব্যবসায়ী শয়তানের ভাই। মাদক,সন্ত্রাস ও সন্ত্রাসীদের সাথে আমি কখনোই আপোষ করবো না। মাদক সব উন্নয়ন গিলে খেতে চায়। রাজনীতি একটা বিশাল অংক, আর এই অংক আমি বুঝি। চারদিকে শকুনের খেলা শুরু হয়ে গেছে।

আগামী দুই মাস এই খেলা ওরা খেলবে। আমি ভোট চাইনা আমি জনগনের দোয়া চাই। ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। তাই এমপি হতে পারি আর না পারি তাতে দুঃখ নেই। তবে মানুষের ভালবাসা আর দোয়া চাই।

কারণ এমপি, মন্ত্রী হওয়া সহজ কিন্তু মানুষের ভালবাসা পাওয়া কঠিন। আমি সেই ভালবাসাই চাই। মঙ্গলবার ( ৭ জুলাই) বিকাল ৩ টায় বক্তাবলী ইসলামীয়া আলিম মডেল মাদ্রাসা মাঠে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পরিচিত ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফাজউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী,মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি বাবু চন্দন শীল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।

শামীম ওসমান তাঁর বক্তব্যে আরো বলেন,১৯৯৬ সালে যখন নির্বাচন করলাম। তখন বক্তাবলীবলী অঞ্চলে রাস্তাগুলোর বেহাল দশা ছিল। ঐ নির্বাচনে জয়ী হওয়ার পর বক্তাবলীর রাস্তাঘাটের উন্নয়নের চেষ্টা করেছি।

আ’লীগ সরকারের সময়ই বক্তাবলীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এতো কাজ করার পরও ২০০১ সালে বক্তাবলী থেকে ভোট পেয়েছি খুবই অল্প। এবার আবার যখন সংসদে গেলাম,গিয়ে প্রথমেই আমি বক্তাবলীর মানুষের পক্ষে জাতীয় সংসদে কথা বলেছি।

তারই ফলশ্রুতিতে বক্তাবলীতে ফেরী আনতে আমি সক্ষমও হয়েছি। বক্তাবলীতে ফেরী দিতে হলে সরকারী কিছু নিয়ম কানুন মানতে হয়। আমি কৌশল করে সড়ক ও সেতু মন্ত্রীর কাছ থেকে এই ফেরী এনে দিয়েছি। আগামীতে যদি আল্লাহ আমাকে এমপি বানায় তাহলে বক্তাবলীতে সেতু নির্মাণ করা হবে।

আরেক প্রসঙ্গে শামীম ওসমান বলেন,বক্তাবলী ইউপি চেয়ারম্যান যখনই আমার কাছে যায়,তিনি শুধু কাজ আর কাজের কথা বলেন। আমার কাছ থেকে তিনি কাজ আদায় করে নেন। বক্তাবলীকে নিয়ে আমার স্বপ্ন অনেক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে পুনরায় প্রধান মন্ত্রী করতে হবে। নৌকা মার্কায় ভোট  দিয়ে আ’লীগকে শক্তিশালী করতে হবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বিএনপি জামাত এখনো ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না,এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রও থাকবে। কারণ দলের মধ্যে এখনও খন্দকার মোস্তাকরা রয়েছে। সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। শামীম ওসমানের বক্তব্যের পর বক্তাবলীর বেশ কয়েকটি কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের তালিকা বক্তাবলী ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে জেলা ছাত্রলী‌গের সা‌বেক সি‌নিয়র সহসভাপ‌তি ভি‌পি আলমগীর হো‌সেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, সা‌বেক দপ্তর সম্পাদক মোঃ মাশফীকুর রহমান শি‌শির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক  নাজির,বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান প্রধান, জলিল গাজী, মনির  হোসেন,আলহাজ্ব ওমর ফারুক, আব্দুল মতিন, রাসেল  চৌধুরী, আকিলউদ্দিন, আমজাদ  হোসেন, হাজেরা  বেগম, মরিয়ম  বেগম, কুলসুম বেগম,ফতুল্লা থানা  যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক  আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ভূইয়া,আনোয়ার আলী, মো.সিরাজুল ইসলাম, রাসেদুল ইসলাম,বাদল হোসেন ববি প্রমূখ।

মাদক ব্যবসায়ী শয়তানের ভাই,তাদের সাথে কোন আপোষ নাই-শামীম ওসমান

মাদক ব্যবসায়ী শয়তানের ভাই। মাদক,সন্ত্রাস ও সন্ত্রাসীদের সাথে আমি কখনোই আপোষ করবো না। মাদক সব উন্নয়ন গিলে খেতে চায়। রাজনীতি একটা বিশাল অংক, আর এই অংক আমি বুঝি। চারদিকে শকুনের খেলা শুরু হয়ে গেছে।

আগামী দুই মাস এই খেলা ওরা খেলবে। আমি ভোট চাইনা আমি জনগনের দোয়া চাই। ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। তাই এমপি হতে পারি আর না পারি তাতে দুঃখ নেই। তবে মানুষের ভালবাসা আর দোয়া চাই।

 

কারণ এমপি, মন্ত্রী হওয়া সহজ কিন্তু মানুষের ভালবাসা পাওয়া কঠিন। আমি সেই ভালবাসাই চাই। সোমবার বিকেলে বক্তাবলী ইউনিয়নের রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামীম ওসমান এসব কথা বলেন।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফাজউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে,অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী,মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি বাবু চন্দন শীল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।

শামীম ওসমান তাঁর বক্তব্যে আরো বলেন,১৯৯৬ সালে যখন নির্বাচন করলাম। তখন বক্তাবলীবলী অঞ্চলে রাস্তাগুলোর বেহাল দশা ছিল। ঐ নির্বাচনে জয়ী হওয়ার পর বক্তাবলীর রাস্তাঘাটের উন্নয়নের চেষ্টা করেছি।

আ’লীগ সরকারের সময়ই বক্তাবলীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এতো কাজ করার পরও ২০০১ সালে বক্তাবলী থেকে ভোট পেয়েছি খুবই অল্প। এবার আবার যখন সংসদে গেলাম,গিয়ে প্রথমেই আমি বক্তাবলীর মানুষের পক্ষে জাতীয় সংসদে কথা বলেছি।

তারই ফলশ্রুতিতে বক্তাবলীতে ফেরী আনতে আমি সক্ষমও হয়েছি। বক্তাবলীতে ফেরী দিতে হলে সরকারী কিছু নিয়ম কানুন মানতে হয়। আমি কৌশল করে সড়ক ও সেতু মন্ত্রীর কাছ থেকে এই ফেরী এনে দিয়েছি। আগামীতে যদি আল্লাহ আমাকে এমপি বানায় তাহলে বক্তাবলীতে সেতু নির্মাণ করা হবে।

আরেক প্রসঙ্গে শামীম ওসমান বলেন,বক্তাবলী ইউপি চেয়ারম্যান যখনই আমার কাছে যায়,তিনি শুধু কাজ আর কাজের কথা বলেন। আমার কাছ থেকে তিনি কাজ আদায় করে নেন। বক্তাবলীকে নিয়ে আমার স্বপ্ন অনেক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে পুনরায় প্রধান মন্ত্রী করতে হবে। নৌকা মার্কায় ভোট  দিয়ে আ’লীগকে শক্তিশালী করতে হবে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বিএনপি জামাত এখনো ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে না,এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রও থাকবে। কারণ দলের মধ্যে এখনও খন্দকার মোস্তাকরা রয়েছে। সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। শামীম ওসমানের বক্তব্যের পর বক্তাবলীর বেশ কয়েকটি কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের তালিকা বক্তাবলী ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান,প্রসন্ননগর গ্রামের প্রবীন আ’লীগ নেতা হযরত আলী মাদবর, মুনসুর আলী মাদবর,সাবেক ভিপি আলমগীর  হোসেন,   জেলা ছাত্রলী‌গের সা‌বেক সি‌নিয়র সহসভাপ‌তি ভি‌পি আলমগীর হো‌সেন, সা‌বেক দপ্তর সম্পাদক মোঃ মাশফীকুর রহমান শি‌শির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ না‌জির হো‌সেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আজগর আলী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান প্রধান, জলিল গাজী, মনির  হোসেন,আলহাজ্ব ওমর ফারুক, আব্দুল মতিন, রাসেল  চৌধুরী, আকিলউদ্দিন, আমজাদ  হোসেন, হাজেরা  বেগম, মরিয়ম  বেগম, কুলসুম বেগম, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, আলী  হোসেন  বেপারী, ইদ্রিস আলী, খোরশেদ আলম মাস্টার, শফিক মাহমুদ পিন্টু, দেলোয়ার হোসেন,ফতুল্লা থানা  যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক  আনোয়ার  হোসেন, সদর থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এসটি আলমগীর সরকার, আনোয়ার আলী, মো.সিরাজুল ইসলাম, রাসেদুল ইসলাম,বাদল হোসেন ববি প্রমূখ।

শি‌শির, নাজির ও আজি‌জের নেতৃ‌ত্বে বক্তাবলী‌তে কর্মী সভায় ছাত্রলী‌গের মি‌ছিল নি‌য়ে যোগদান

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলী‌গের উদ্দ্যে‌গে আজ ৬ই আগষ্ট রাধানগর সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের মা‌ঠে বক্তাবলী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি আফাজ উদ্দীন ভূঁইয়ার সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লে সাংসদ এ কে এম শামীম ওসমান। ক‌য়েক শত ছাত্রলী‌গের নেতা কর্মী নি‌য়ে মি‌ছিল সহকা‌রে শি‌শির, না‌জির ও আজি‌জের নেতৃত্বে কর্মী সভায় যোগদান ক‌রেন।কর্মী সভায় ছাত্রলী‌গের পক্ষ থে‌কে বক্তব্য রা‌খেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সি‌নিয়র সহসভাপ‌তি ভি‌পি আলমগীর হো‌সেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক দপ্তর সম্পাদক মোঃ মাশফীকুর রহমান শি‌শির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ না‌জির হো‌সেন, বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল আহ‌ম্মেদ। ‌মি‌ছি‌লে আর ও নেতা কর্মী ছি‌লেন মনির হোসেন,মুকবুল হো‌সেন, সাফা‌য়েত উল্লাহ, মোজা‌ম্মেল হো‌সেন, নাজমুল,ম‌নির হো‌সেন, রিফাত, তা‌মিম, মামুন, আরিফ, তু‌হিন, মিলন, মিঠু,ইয়াকুব, মে‌হেদী, না‌হিদ, হযরত আলী, শিহাব, আহাদ, সজীব, আকিল, উদ্দীন , আরিফ উদ্দীন সহ প্রমুখ।

শিক্ষার্থীদের ওপর হিংস্র হামলা সমর্থন করা যায় না: মার্কিন দূতাবাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের বিচার দাবিতে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

রোববার ফেসবুকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজে বিবৃতি দিয়ে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী চলমান ছাত্র আন্দোলনে সহিংস হামলা কোনোভাবেই সমর্থন করা যায় না।

গত সপ্তাহ থেকে সড়কে উন্নত যানবাহন ও নিরাপত্তার দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করছে তা মানুষের মনোযোগ আকর্ষণ করেছে।

বিবৃতিতে বলা হয়, কিন্তু কাণ্ডজ্ঞানহীনভাবে সম্পত্তি বিনষ্ট করা, বিশেষ করে বাস ও অন্যান্য যানবাহন ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের ওই কর্মকাণ্ডে আমরা গ্রহণযোগ্য মনে করি না।

তবে শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে থাকা হাজার হাজার তরুণের ওপর নৃশংস হামলা ও হিংস্রতাকে সমর্থন করা যায় না।সূত্র( যুগান্তর)

 

টাকার বিনিময়ে ফেসবুকে গুজব ছড়ান অভিনেত্রী নওশাবা

ডেস্ক রির্পোটঃ ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও উত্তরার একটি শুটিং স্পট থেকে রুদ্র নামের এক ছেলের প্ররোচনায় ফেসবুক লাইভে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন র‌্যাবের হাতে আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

শনিবার রাত একটার দিকে র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নওশাবাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, শনিবার দুপুরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়। নওশাবা নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে নজরে আসলে আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করি। পরে শনাক্ত করে উত্তরার একটি শুটিং স্পট থেকে রাত দশটায় নওশাবাকে আটক করে র‌্যাব-১ কার্যালয়ে নিয়ে আসা হয়।

মুফতি মাহমুদ বলেন, ভিডিওতে যেভাবে শিক্ষার্থীদের চোখ উপড়ে ফেলা এবং শিক্ষার্থী মৃত্যুর কথা বলা হয়েছে এতে মনে হয়েছে নওশাবা ঘটনাস্থল জিগাতলায় ছিলেন। কিন্তু সে উত্তরার একটি শ্যুটিং স্পট থেকেই ফেসবুক লাইভে গুজবটি ছড়িয়ে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুজবের বিষয়টি স্বীকার করেছেন।

নওশাবাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরো জানান, রুদ্র নামের স্কুল পড়ুয়া এক ছেলের কাছ থেকে তথ্য পেয়ে তা ফেসবুক লাইভের মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। গত ৩ আগস্ট শাহবাগে রুদ্রর সঙ্গে নওশাবার পরিচয় হয়। তারপর থেকে আন্দোলনের বিষয়ে উভয়ের মধ্যে যোগাযোগ হতো।

মুফতি মাহমুদ খান বলেন, তথ্যটি অন্যের কাছ থেকে শুনলেও নওশাবা এমনভাবে অভিনয় করে ফেসবুকে বিষয়টি জানিয়েছেন যে, ঘটনাস্থলের আশেপাশেই তিনি ছিলেন। তিনি অস্থির হয়ে ছোটাছুটি করছিলেন আর আশেপাশে তাকাচ্ছিলেন। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, একটি মহল গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। গুজব ছড়ানোর বিষয়ে তারা এমন ব্যক্তিকে সিলেক্ট করছে, যেন তার কথা মানুষের কাছে সত্য মনে হয়। বিভিন্ন গুজবের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবেনা।

অভিনেত্রী নওশাবার শুভাকাঙ্ক্ষী (নওশাবা’র বয়ফ্রেন্ড আতিক আহম্মেদ) জানান, “ওকে আগেই মানা করেছিলাম মাত্র ৫০,০০০ টাকার জন্য অতবড় মিথ্যা গুজব রটানো উচিত হবেনা।” আতিক এর বেশি কিছু বলতে চায়নি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে কাজী নওশাবা বলেন, ‘জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থীদের ঈঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা ও দুইজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে।’

ফেসবুক লাইভে তিনি আরো বলেন, যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।’

বক্তাবলীতে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে ডাচবাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।শনিবার (০৪ আগষ্ট) সকালে বক্তাবলীর হাজ্বী আফাজউদ্দিন ভূইয়া সুপার মার্কেটে এই শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন ডাচবাংলা ব্যাংক নারায়ণগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার মোঃ রুবেল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচবাংলা ব্যাংক নারায়ণগঞ্জ শাখা জেলা ইনচার্জ মোঃ আবুল হাসনাত, ডাচবাংলা ব্যাংক নারায়ণগঞ্জ শাখার মার্কেটিং অফিসার মোঃ গোলজার হোসেন, আইএফআইসি ব্যাংকের লিগেল এডভাইজার এড. মোঃ রমজান আলী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আফাজ উদ্দিন ভূইয়া, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজ্বী আতাউর রহমান প্রধান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য হাজ্বী ওমর ফারুক, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আখিল উদ্দিন শিকদার।

বক্তাবলীর মধ্যনগরের মাদক ব্যবসায়ী জুয়েলসহ গ্রেফতার-৩

র‌্যাব-১১ এর অভিযানে ফতুল্লার চর বক্তাবলী এলাকা থেকে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।

এ সময় তঁদের কাছ থেকে ১ বোতল দেশীয় এ্যালকোহল, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হল, নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীর মধ্যনগর গ্রামের মানিক কসাইর ছেলে জুয়েল (৩২), একই এলাকার মুসলিম শেখের ছেলে হেমায়েত শেখ (২৫), এবং কিশোরগঞ্জ জেলার ইঁনা থানার দাড়া গ্রামের শৈলেন তালুকদারের ছেলে সঞ্জয় তালুকদার (২৫)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) বিকেলে র‌্যাব-১১ কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ফতুল্লার মধ্যনগর চর বক্তাবলী এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায়।

অভিযানে মধ্যনগর চর বক্তাবলী এলাকা থেকে ওই মাদকসহ জুয়েল, হেমায়েত শেখ, সঞ্জয় তালুকদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদক বিক্রয় করিয়া আসিতেছিল। এছাড়া মোঃ জুয়েল এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানায় ইতিপূর্বেও ১টি মাদক মামলাসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে।