১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 192

সিদ্ধিরগঞ্জে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে হাফিজুল ইসলাম (৩৯) নামে এক বিকাশ ব্যবসায়ীকে গুলি করে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া বোতল কারখানা সড়কের মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ঐ ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। দূর্বৃত্তরা ব্যবসায়ী হাফিজুল ইসলামের পায়ে ও কোমরে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বলে জানিয়েছেন তারা।
গুলিবিদ্ধ ব্যবসায়ী হাফিজুল কান্দাপাড়া এলাকার শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মোঃ আব্বাস আলী। তিনি দীর্ঘদিন যাবত ওই এলাকার আফসার উদ্দিনের টিনসেট মার্কেটে রিয়া মেডিকেল নামে একটি ঔষধের দোকান দিয়ে ব্যবসা করছেন। সেই সাথে একই দোকানে বিকাশ ব্যবসাও করতেন। প্রতিদিনের ন্যায় রোববার দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন।
এ সময় মিজমিজি কান্দাপাড়া বোতল কারখানা সড়কের মোড়ে পৌঁছলে একটি এ্যাপাচি মটরসাইকেল নিয়ে পূর্ব থেকেই অবস্থানরত অজ্ঞাত ৩ জন দূর্বৃত্ত তার গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এক পর্যায়ে দূর্বৃত্তরা তার কোমরে ও পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল দিয়ে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোঃ নাসির উদ্দিন সরকার জানান, ঘটনাস্থসহ আশেপাশের এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে দূর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ছিনতাই হওয়ায় টাকা ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

মেয়র আইভীর রাগও কোরবানী হয়ে যাবে- সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান বলেছেন, আমাদের একটাই উদ্দেশ্য নারায়ণগঞ্জবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে চলাফেরা করতে পারে। আজকে মেয়র আইভী আসলে ভাল হতো। হয়তো তিনি আমাদের উপরে রাগ করে আছেন। আমি আশা করবো কোরবানী ঈদের সঙ্গে সঙ্গে মেয়র আইভীর রাগও কোরবানী হয়ে যাবে। এরপর আমাদের মধ্যে আর কোন বিভেদ থাকবেনা। আমি সিটি করপোরেশনের গোলামী করতে এসেছি। কিন্তু জনগণকে কষ্ট দিয়ে ব্যবসা করা যাবেনা। নিতাইগঞ্জের ট্রাকস্ট্যান্ডটি অপসারণ করায় ৭০ হাজার মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন। নারায়ণগঞ্জের ৫জন সংসদ সদস্য সিটি করপোরেশনের মেয়র, ডিসি এবং এসপিকে নিয়ে যে দিন এক টেবিলে বসতে পারবো আমি মনে করবো সেদিনই আমার কাজ শেষ। যেদিন সবাইকে নিয়ে এক টেবিলে বসতে পারবো সেদিন থেকে নারায়ণগঞ্জে বিরাজ করবে শান্তি আর উন্নয়ন হবে আরো অনেক বেশি গতিশীল। আশা করছি সেই দিন আর খুব বেশি দূরে নয়। বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জের পরিবর্তন আনতে সকলে যেভাবে সহযোগীতা করছেন এভাবে সহযোগীতা করলে খুব দ্রæতই আমরা প্রাচ্যেরডান্ডির ঐতিহ্য ফিরিয়ে এনে একটি শান্তির নগরী প্রতিষ্ঠা করতে পারবো।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহরে সৃষ্ট যানজট এবং ট্রাকে মালামাল লোড-আনলোড করার ব্যাপারে নিতাইগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফার্টিলেজার অ্যাসোসিয়েশনের সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে ৪০ জন আনসারের ২ মাস ডিউটি ও উৎসব ভাতা বাবদ আনসার কমান্ডারের হাতে মোট ১৫ লাখ ৯৮ হাজার ২০০ টাকা তুলে দেন সেলিম ওসমান।
সেলিম ওসমান আরো বলেন, চাষাঢ়া থেকে পাগলা পর্যন্ত এবং চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কের দুই পাশে ট্রাক পার্কিং করে রাখা যাবেনা। খানপুর মেট্রো হল মোড়েও ট্রাক পার্কিং করে রাখা যাবেনা। দিনের বেলায় দূরবর্তী কোন স্থান থেকে ট্রাক আসলে সেটাকে পঞ্চবটি ট্রাক টার্মিনালে রাখতে হবে। নিতাইগঞ্জের ব্যবসায়ীদের জন্য ৩০টি, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জন্য ৩০টি এবং ফার্টিলেজার অ্যাসোসিয়েশনের ২০টি সহ মোট ৮০টি ট্রাক দিনের বেলায় শহরে প্রবেশ করে মালামাল লোড-আনলোড করতে পারবে। তবে কোন অবস্থায় কেউ রাস্তায় ট্রাক রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘœ ঘটাতে পারবে না। আইন ভঙ্গকারী ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক জেল দেওয়ার শাস্তির বিধান রাখা হয়েছে এবং উক্ত বিধানে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মতি প্রকাশ করেছেন। ৮০টি ট্রাকের মধ্যে প্রতিটি ট্রাক আগের নিয়মেই ৩ ঘন্টা অবস্থান করতে পারবে। এর বাইরে অন্যান্য জেলা থেকে নারায়ণগঞ্জে আসা অতিরিক্ত ট্রাক গুলো পঞ্চবটিতে সিটি করপোরেশনের ট্রাক স্ট্যান্ডে অবস্থান করবে। প্রতিটি ট্রাক নিউ মেট্রো হলের মোড় হয়ে শহরে প্রবেশ করবে। প্রবেশকালে মেট্রো হল মোড় একটি টোকেন দেওয়া হবে এবং মন্ডলপাড়া বিজ্রের সামনে থেকে আরো একটি টোকেন দেওয়া হবে। মন্ডলপাড়া থেকে টোকে দেয়ার পর নির্ধারিত ৩ ঘন্টা সময় হিসেব করা হবে। ট্রাক প্রবেশের এই নিয়মকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত করা হবে। এছাড়াও রাতের বেলা রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত পন্য লোড আনলোড করা যাবে। যত দিন পর্যন্ত নিতাইগঞ্জ এলাকায় রেলওয়ের জমিটিতে একটি স্ট্যান্ড তৈরি করা সম্ভব না ততদিন শৃঙ্খলা বজায় রাখতে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। রাতের বেলায় শহীদ বাপ্পী স্মরনীতে চালের গোডাউনের সামনে লোড আনলোড করতে পারবে। তবে জনচলাচলে বিঘœ সৃষ্টি করা যাবেনা।
সেলিম ওসমান বলেন, চাষাঢ়া মোড়ে শীতল এসি বাস পরিবহনের ৭/৮টি গাড়ি সবসময় থামিয়ে রাখা হয়। ওই বাস কাউন্টারের স্থানে যাতে করে বিত্তবানদের সুবিধা দিতে গিয়ে একটির অধিক বাস রেখে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করা হয় সেই বিষয়টির প্রতি নজর দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি। এছাড়া রাইফেল ক্লাবের মোড়ে, চাষাঢ়া মোড়ে খাজা সুপার মার্কেট ও সুগন্ধার সামনেও গড়ে উঠেছে টেম্পুস্যান্ড। এছাড়া যত্রতত্র স্ট্যান্ডও যানজটের অন্যতম কারণ। তিনি এ বিষয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার আহবান জানান। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে কত গুলো রিকশার লাইসেন্স দেয়া হয়েছে এবং শহরে কত গুলো রিকশা চলাচল করছে এ বিষয়ে জেনে সেগুলোতে ডিজিটাল নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নিতেও আহবান জানান।
নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডটি এককভাবে নিয়ন্ত্রন করেন শহীদুল্লাহ। শহরবাসী এখন দাবী তুলছেন বাসস্ট্যান্ডটিকে শহরের বাইরে নিয়ে যেতে। স্থানীয় পত্রিকা গুলোতেও এমন সংবাদ ছাপানো হচ্ছে। কিন্তু পরে বাসস্ট্যান্ড সরানোর পর দেখা যাবে ওই একই পত্রিকায় আবার নিউজ হবে বন্দরের মানুষ নদী পাড় হয়ে বাস স্ট্যান্ডে যেতে বাস ভাড়ার অধিক টাকা রিকশা ভাড়া গুনতে হচ্ছে। করলেও দোষ আবার না করলেও দোষ। কথায় আছে যত দোষ নন্দ ঘোষ। তারপর সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র আমরা সবাই জনপ্রতিনিধি। আমরা জনগনের গোলামি করতে এসেছি। জনগনকে স্বস্তি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি জেলা প্রশাসকের প্রতি অনুরোধ রাখবো পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদের সাথে আলোচনায় ব্যবস্থা করে তাদেও সাথে কথা বলেন। শহরের বাইরে বাস স্ট্যান্ড নির্মাণের জায়গা না পাওয়া পর্যন্ত তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে রাখার জন্য করনীয় সম্পর্কে আলোচনা করুন তারপর আমি বিদেশ থেকে ফিরে এসে সর্ব সম্মতিক্রমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো। নারায়ণগঞ্জে ৪০০ বছর নোংরামি চলেছিল যেটা টানবাজার পতিতালয় হিসেবে পরিচিত ছিল। শুধু টানবাজারেই নয় কালিরবাজার নিমতলীতেও ছিল। কিন্তু নারায়ণগঞ্জবাসী দেখিয়েছে তারা ইচ্ছে করলেই অনেক কিছু পারে।
সভাপতির জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, যত্রতত্র স্ট্যান্ডের বিষয়ে আমরা শীঘ্রই অভিযান পরিচালনা করবো। নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ডেও আমাদের ৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করেছে। তবে আইন ভঙ্গকারীদের আমরা জরিমানা নয় জেল দিব। আমাদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ জাগ্রত করতে হবে। সব কাজ সিটি করপোরেশনের করতে হবে এমনটি ভাবলে চলবে না। আমরা যারা শহরে বাস করি তাদেরও দায়িত্ববোধ রয়েছে। আমাদের ছোট ছোট উদ্যোগ নারায়ণগঞ্জকে একটা পর্যায়ে নিয়ে যাবে।
পুলিশ সুপার মঈনুল হক বলেন, নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড নিয়ে কোন ধরনের অনিয়ম যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাসস্ট্যান্ড ও যত্রতত্র স্ট্যান্ডের বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে পদক্ষেপ নিলে এ সকল বিষয় সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।
জেলা প্রশাসক রাব্বি মিঞার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, এডিএম হামিদুল হক, আনসার জেলা কমান্ডার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন পারভেজ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, সাবেক সভাপতি হারুনুর রশিদ বাবুল, আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, অটো ফ্লাওয়াল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াজেদ আলী বাবুল, তেল চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সাহা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাষাঢ়া মুক্তিযোদ্ধা সড়কের সংস্কার শুরু

ডেস্ক নিউজঃ অবশেষে আড়াইকোটি টাকা ব্যয়ে চাষাড়া বালুর মাঠ সংলগ্ন ভাষা সৈনিক সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি। রবিবার দুপুরে এই রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

আইভী বলেন, নগরের উন্নয়নের জন্য রাজউক সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সমন্বিত কর্মসূচি প্রয়োজন। সিটি করপোরেশনের পক্ষে এককভাবে নগরের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সিটি করপোরেশন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মেয়র আইভী মন্ত্রীসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২৯ লাখ মানুষের বসবাসকারী এ নগরকে নাগরিকদের বসবাসযোগ্য করে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শহরে রাজউকের অধিগ্রহণকৃত অব্যবহৃত সম্পত্তি এবং সিটি করপোরেশনের নির্মিত ৫টি মার্কেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের আহ্বান জানান।

মেয়র আইভী জানান, জাইকার অর্থায়নে ৫৫০ মিটার দৈর্ঘ্যরে এই সড়কটির উন্নয়নের কাজ আগামী দেড় মাসের মধ্যে সমাপ্ত হবে। সড়কটির দুইপাশে আরসিসি ড্রেন ও জনচলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হবে।

এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শারমীন হাবীব বিন্নিসহ এলাকায় বসবাসকারী বিভিন্ন ব্যবসায়ী নের্তৃবৃন্দসহ সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

বিশ্বজিৎ হত্যা : ২ জনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রোববার বিকেলে ঘোষিত রায়ে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দু’জনের দণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন, চারজনকে খালাস এবং বাকিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে।

একই সঙ্গে আদালত সঠিক রিপোর্ট প্রদানে ব্যর্থতায় সংশ্লিষ্ট চিকিৎসক এবং মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেন।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত ওই হত্যা মামলায় নিম্ন আদালত আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

দীর্ঘ শুনানি শেষে রোববার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখেন। খালাসপ্রাপ্ত চারজন হলেন- সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা।

নিম্ন আদালতের আদেশে মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার ও মীর মো. নূরে আলম লিমন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- এ এইচ এম কিবরিয়া, ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হকপাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

গত ১৭ জুলাই ওই দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান এবং আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট শাহ আলম।

গত ১৬ মে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্বজিৎ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়। ২৬ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন দর্জি বিশ্বজিৎ দাসকে। শাখারী বাজারে বিশ্বজিতের দর্জির দোকান ছিল। তিনি থাকতেন লক্ষ্মীবাজার। তার গ্রামের বাড়ি শরীয়তপুর।

ধানখালী টেকনিক্যাল কলেজে নবীন বরন অনুষ্ঠিত

 

এ, আর, কুতুবে আলমঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী টেকনিক্যালএন্ড বিএম কলেজের উদ্যোগে গতকাল জাতীয় শোক দিবস পালন ও একাদশ শ্রেনির ছাত্র ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ধানখালী ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি এস,এম,সহিদুল আলম ছোমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.বি.এম সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়া খালী জেলা পরিষদ সদস্য মো. মোশাররফ হোসেন মৃধা। কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর মো. আলমগীর হোসেন মৃধা। সার্বিক তত্তাবধানে ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মাহমুদা খানম । অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক আমিরুল ইসলাম, লিটন দে, শরিফুল ইসলাম, সাইদুর রহমান, হুমায়ুন কবির, মো. হারুন মৃধা, র্মোশেদা আক্তার, বেবী আক্তার, রাকিবুলইসলাম (খোকন),আফসারউদ্দিন, দুলাল । এছাড়া স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না ।্ আর বাংলাদেশ স্বাধীন না হলে আমরা আমাদের নিজস্ব সারভৌমত্ব পেতাম না। আমাদের প্রিয় নেতা দেশ প্রেমিক তুখোর সাহসী নেতা কে এই আগষ্ট মাসের ১৫ তারিখ ঘাতকরা তার স্ব পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছে। আমরা এই খুনিদের বিচার দাবী করছি যারা পালিয়ে বিদেশ আছে । বঙ্গবন্ধুই আমাদের লাল সবুজের পতাকাটি ছিনিয়ে আনতে মুক্তি যোদ্ধাদের সাহস দিয়েছেন। তিনি জেল খেটেছে মার খেয়েছেন এই বাংলা দেশ নামের নতুন সূর্যাদয়ের দেশটি স্বাধীন করতে। আজ াামরা তার ওতার পরিবারের রুহে মাগফিরাত কামনা করছি।বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু সবার নেতা । তাকে সাড়া বিশ্ববাসী সম্মান করতেন এবং জানতেন। আজ আমাদের দেশ অনেক উন্নয়নের দিকে ছুটে চলছে। আমরা দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্য খুলে দেয়ার লক্ষে প্রধান মন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করি। যেন সে আমাদের দেশটিকে অতি তাড়াতাড়ি মধ্যম আয়ের দেশ হিসেবে নিয়ে যেতে পারেন।এসময় বক্তারা আরো বলেন, এই কলেজটি ফলাফল সবসমই ভালো হয়। এখান থেকে ভালো ফলাফল করে ঢাকা বিশ্ব াবদ্যালয়েসহ দেশের বড় বড় কলেজে পড়াশুনা করছে। তোমরা যারা আজ নতুন ভর্তি হয়েছো । তোমরাও আগের ভাইদের মতো সামনে অগ্রসর হবে। মাদককে না বলবে। মা বাবা ও শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করবে।
মিলাদ শেষে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয় বলে সূত্রে জানাযায়।

পাগলা ওয়াসায় বন্দুক যুদ্ধে সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কদমতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। নিহতের নাম ইমরান (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি র‌্যাবের। শুক্রবার রাতে কদমতলী ওয়াসা পানি শোধনাগার এলাকার একটি মাদক স্পটে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন র‌্যাব সদস্যও আহত হয়েছে।

এদিকে সন্ত্রাসী ইমরান মিশরী নিহত হওয়ার খবরে স্থানীয সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। কুতুবপুর ও কদমতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা গাঁ ঢাকা দিয়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে। ঘটনার পরপরই অনেক সন্ত্রাসী নিজ নিজ এলাকা ত্যাগ করেছে বলে স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে। এদিকে, সন্ত্রাসী ইমরান মিশরী বন্দুক যুদ্ধে নিহতের খবরে কুতুবপুরের রসুলপুরে স্বস্তি নেমে এসেছে। তবে দাবি উঠেছে নিহত ইমরান মিশরীর ভাই বিল্লাল মিশরীকে গ্রেফতারের।

র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক স্পটটিতে অভিযান চালায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে তারা র্যাবের উপর গুলি চালায়। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধ শেষে ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধের সময় ইমরানের গায়ে গুলি লাগে কিন্তু বাকিরা পালিয়ে যায়। ইমরানের কাছ থেকে একটি পিস্তল, কিছু ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী সন্ত্রাসী ইমরান মিশরী ও বিল্লল মিশরী মাদক ব্যবসার বিরোধ নিয়ে পাগলা রসুলপুরে একাধিক বাড়িতে হামলা চালায়। এসময় তারা প্রকাশ্যে গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

“মা” বলতো অামি কে?

তোমার গর্ভে রাতের অাঁধারে লুকিয়ে জন্ম নেয়া অামি সেই হতভাগা সন্তান। অামি ই সেই যাকে লোক লজ্জার ভয়ে নর্দমায় একটা বাক্স বন্দি করে জ্যান্ত ফেলে এসেছিলে।

জানো মা, তুমি চলে অাসার পর অামার সাথে কি হয়েছিল? তুমি যখন বাক্স বন্দি করে অামায় ফেলে অাসলে, অামি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সবদিক তোমায় খুঁজলাম। চারিদিকে অন্ধকার অার অন্ধকার।বুঝে নিলাম তুমি কাছে নেই। অামি তো তোমায় মা বলে ডাকতি শিখিনি তখনো। কিন্তু অামি জানতাম অামার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে অাসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম।

জানো মা, অামার চিৎকার তুমি এলেনা ঠিকই। কিন্তু রাস্তার কুকুরগুলো অামার কান্না শুনে ঠিকই অামায় খুঁজে নিল। অামি ভাবলাম কুকুরগুলো বুঝি অামায় মায়ের কাছে নিয়ে যাবে। কিন্তু না মা। ওরা তো অামায় খাওয়ার জন্য ছুটে এসেছিল।

একটা দুইটা কুকুর না মা। প্রায় ৫/৬ টা কুকুর।কি ধারালো দাঁত ওদের। অামায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল।

প্রথমে একটা কুকুর এসে অামায় নখ দিয়ে পাঁজরগুলো ছিড়লো।তারপর অারও দুইটা কুকুর অামার মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল। কি যন্ত্রনা হচ্ছিল মা তুমি বুঝবেনা।বুঝলে কি অার অামায় ফেলে যেতে?

জানো মা,ওরা অামায় নিয়ে যখন টানাটানি করছিল একটা সময় অামার যন্ত্রনাটাও কমে গেল।কমবে না কেন বলো?প্রাণটা তো তখন অার ছিল না মা?

জানি না কে তোমায় ভালবাসি বলে অামায় জন্ম দিয়ে গেল।ও না হয় অমানুষ ছিল।তুমি তো মা।তবে তুমি কেন অামায় ফেলে দিলে?যদি নিজের কথা এতোই ভাবতে,তবে জন্ম দিলেই বা কেন?কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজার করে দিলে?ভালবাসার অর্থই কি মা এক বিছানায় রাত্রি যাপন করা?ভালবাসার অর্থ কি অামার মতো সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো?তবে শোন মা,এমন ভালবাসা পাওয়ার অাগেই অামি দুনিয়া ছেড়ে চলে গিয়েছি সেটাই ভাল হয়েছে।

অামি হাশরের দিন অাল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবো মা।তোমায় যাতে ক্ষমা করে।কি করবো বলো?তুমি অামার কথা না ভাবলেও অামি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি।

শুধু একটা অনুরোধ মা,যদি সন্তানকে লোকের সম্মুখে অানতে এতোই লজ্জা করে তোমার, তবে অার কখনো অামার মত অবৈধ সন্তানের জন্ম দিও না।অামি তোমায় ক্ষমা করে দিলেও সব সন্তান তোমায় ক্ষমা করবে এমনটা ভেবো না।

ভাল থাকো “অামার স্বার্থপর মা”। সংগৃহীত

 

ফতুল্লার বক্তাবলীতে অস্ত্রসহ জেএমবির ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (তামিম-সারোয়ার) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ২টি চাকু, বিস্ফোরক দ্রব্যাদি ও জঙ্গি বই লিফলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত ওই অভিযান সম্পর্কে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য জানান ক্যাম্প অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার ওয়ালিউল্লাহ চিশতি জনি ওরফে আবু ওমর (২৭), বাগেরহাট জেলার মোল্লারহাটের আল আমিন শেখ রাজিব (২৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কামরুল হাসান হৃদয় (৩৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বক্তাবলীতে চরবয়রাগাদি এলাকাতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। সেখানে জেএমবির সংঘবদ্ধরা একটি গোপন সভা করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায় ও ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সক্রিয় সদস্য। নাশকতার পরিকল্পনার জন্য তাদের এজজন শীর্ষ নেতার নেতৃত্বে এ গোপন সভায় মিলিত হয়েছিল। গ্রেফতারকৃতদে রমধ্যে ওয়ালিউল্লাহ চিশতির বিরুদ্ধে এর আগেও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার বিকেলে  ফতুল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ আলমের বাসায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।  কর্মীসভার সভাপতিত্ব করেন মেহেদী হাসান দোলন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক রিয়াদ মোঃ চৌধুরী , জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার,  নাদিম হাসান টিপু, ছাত্রদল নেতা জুয়েল, আরমান, সাগর সিদ্দিকী, শাহাজজাহান প্রমুখ।

ফতুল্লায় স্বেচ্ছা সেবক লীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত

স্টাফ রিপোর্টারঃ  ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন বলেছেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বৃহস্পতিবার বিকেলে পাইলট স্কুল রোড এলাকায় তার ব্যবসা ও স্বেচ্ছা সেবক লীগের কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ স্বেচ্ছা সেবক লীগের ২৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদ আহমেদ লিটন আরো বলেন, যারা জঙ্গীবাদ, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তারা দেশের ও জাতীর শত্রæ। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে আরো কঠোর হওয়ারও আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবক লীগ নেতা মিন্টু পাল, ফরহাদ, বাদশা, ছাত্রলীগ নেতা আফান মাহমুদ, আলামিন, উপলক্ষ্যে পালিত হয়েছে।