৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 201

ভোটের জন্যই হেফাজতের সাথে সখ্যতা সরকারের : রিজভী

ভোটের রাজনীতির জন্যই হেফাজতে ইসলামীর সাথে সখ্যতা গড়ছে সরকার। কারণ তারা বাংলাদেশের প্রভু হিসেবে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে অর্পণ সংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা, শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রাষ্ট্রের প্রতিটি সংগঠনগুলোর মধ্যে সমন্বয় দরকার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনা করে রিজভী বলেন, এই সমন্বয় কি আপনি চান? আজকে দেশের আইন, বিচার, শাসন বিভাগের মধ্যে যে সমন্বয়হীনতা এটি সৃষ্টি করেছেন শেখ হাসিনা। দেশে কোনো সমন্বয় নেই। আপনি দেশের প্রভু হিসেবে থাকতে ভালোবাসেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সংগঠনগুলো ওপর যে দায়িত্ব সে অনুযায়ী আপনি কাজ করতে দেন না।

রুহুল কবির রিজভী বলেন, সমন্বয় কিভাবে হবে? আপনার হাতে তো বন্দুক আছে। যে বন্দুক দিয়ে বিরোধী দলের নেতাদের হত্যা করছেন, গুম করছেন। আইন, বিচার, শাসন বিভাগকে নিজের করে নিয়েছেন। আপনার আদেশেই চলতে হয় প্রতিটি বিভাগকে।

ভারতের সাথে সরকারের সম্পর্ক নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রোমান্স শুধু ভারতের সাথে। এতো হইচই, এতো কিছু দিয়ে দিলেন পানি পেলেন না। কিন্তু রোমান্স ঠিকই থেকে গেলো। এই রোমান্টিকতায় কোনো লাভ নেই। বিএনপি চিনের সাথে সমঝোতা স্বাক্ষর করেছিল। চিনের সাথে চুক্তির কাউন্টার চুক্তি হিসেবে ভারতের সাথে সমঝোতা চুক্তি করলেন। কিন্তু চিনের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। তাদের অস্ত্র হালকা, ধারালো এবং আমাদের সেনাবাহিনী দীর্ঘ দিন থেকে এই অস্ত্র ব্যবহার করে আসছে।

চুক্তি করে আসার পরে তিনি দেখছেন যে খবর তো ভালো না, এখন মুসলিম ভোট হাতে নেওয়ার জন্য নানান প্রচেষ্টা চালাচ্ছে। যে আহম্মেদ শফি সাহেবকে এতো বিরক্ত করেছেন। মন্ত্রীরা তেতুল হুজুর কত কি বলে আজেবাজে মন্তব্য করেছেন। এখন আবার তার সাথেই সখ্যতা করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ দেখেছে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ সরকারের সাথে নেই। সামনে নির্বাচন এই নির্বাচনে ভরাডুবি হবে। এখন যদি কিছুটা ভোটের আশায় আলেম, ওলামাদের সাথে তিনি দেখা করছেন। তার এই ভন্ডামি এদেশের মানুষ সব সময় দেখেছে। ভোট এলেই হিজাব পরছেন, তসছি গুনছেন, মাথায় কাপড় দিচ্ছেন যেই ভোট চলে যাচ্ছে তখন তিনি প্রগতিশীল। নিজেকে এমনভাবে উপস্থান করেন যে তিনি কোনো ধর্ম মানেন না। তিনি একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি।

সংগঠনের সভাপতি বীথিকা বিনতে হোসাইনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সাহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৪ জনের জেল-জরিমানা

নারায়ণগঞ্জে মাদকবিরোধী জোরালো অভিযানে আটক ১৪ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে সরকারী তোলারাম কলেজের সাবেক এজিএস তাসলিম হোসেনও রয়েছেন। বাকিরা চিহিৃত মাদক বিক্রেতা। দন্ডপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের ৪ ভাই-বোনও আছেন।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানা সম্মিলিতভাবে এ অভিযান চালায়। এসময় জেলা গোয়েন্দা পুলিশ তাদের সহযোগিতা করে।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- জাবেদ (৪৫), সোহেল (২৭), মাহে রমজান (২৬), সালাউদ্দিন (৩০), রানা (২৬), রকি (২৩), রোকসানা আক্তার (২০), মনির হোসেন মরণ (৬৫), আফসানা আক্তার লিপি (২৫), হৃদয় (২০), খোকন মিয়া (৩৭), শহীদুল (২০), খলিলুর রহমান (৩০) ও তাসলিম হোসেন।

এদের মধ্যে সোহেল, সালাউদ্দিন, রকি, মনির হোসেন মরণ, খোকন মিয়া, শহীদুল ও খলিলুর রহমানকে মাদক সেবন করার অপরাধে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।  রানা, রোকসানা, আফসানা আক্তার লিপি, হৃদয় প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বাকিদের নিয়মিত মাদক মামলায় আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান টাইমস জানান, অভিযানে আটকের পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিবিকাশ ও মো: জাহাঙ্গীর আলম  উভয়ের ভ্রাম্যমান আদালত আটককৃতদের অপরাধ অনুযায়ী জেল-জরিমানা করেন।

সূত্র জানায়,  জাবেদ (৪৫) মাসদাইর বাজার এলাকার মৃত সুলতান মিয়ার, সোহেল (২৭) গলাচিপা কলেজ রোডের মৃত কামাল মিয়ার, মাহে রমজান (২৬) ১৫২/২ কলেজ রোডের মজিবুর রহমানের, সালাউদ্দিন (৩০), রানা (২৬), রকি (২৩) ও রোকসানা আক্তার (২০) পশ্চিম দেওভোগ এলাকার আলাউদ্দিনের পুত্র ও কন্যা, মনির হোসেন মরণ (৬৫) পশ্চিম দেওভোগ এলাকার মৃত এনায়েত আলী ওরফে এনা মিয়ার পুত্র। আফসানা আক্তার লিপি (২৫) একই এলাকার মান্না মিয়ার স্ত্রী, হৃদয় (২০)  একই এলাকার ইলিয়াস মাতবরের, খোকন মিয়া (৩৭) ২৬২/২ পশ্চিম দেওভোগের নিয়ত আলীর ছেলে।

দন্ডপ্রাপ্তদের মধ্যে শহীদুল (২০) ও খলিলুরের (৩০) বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এরা দু’জন নগরভবনের কর্মচারী। শহীদুল সিরাজগঞ্জের জিআর মোড়ের আব্দুল মজিদ মিয়ার ও খলিলুর রহমান (৩০) একই জেলার একডালা এলাকার মৃত মোজাম্মেলের পুত্র।

ফতুল্লায় ২’শ পিছ ইয়াবাসহ গ্রেফতার – ৩

ফতুল্লা মডেল থানা পুলিশ ইসদাইর গাবতলী এলাকা থেকে ২’শ পিছ ইয়াবাসহ বাবুল (৪২), রিপন কাজী(৪০) ও রণি কাজীকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে ওই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানাসূত্র জানায়, ইসদাইর গাবতলী এলাকায় শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। এসময় খা বাড়ি এলাকা থেকে চিহ্নিত মাদক বিক্রেতা বাবুল, রিপন কাজী ও রণি কাজীকে আটক করে। তাদের কাছে থাকা ২’শ পিছ ইয়াবাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ‍: দৈনিক ডান্ডিবার্তার প্রকাশ-সম্পাদক হাবিবুর রহমান বাদল, যুগের চিন্তার সম্পাদক মোরসালিন বাবলা, দৈনিক নারায়ণগঞ্জের আলোর প্রকাশক রাজু আহমেদ, ফটো সাংবাদিক মহমুদুল হাসান কচিসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাব আগামীকাল সোমবার সকাল ১০টায় ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ রইল।

ফতুল্লা প্রেস ক্লাবের বর্ষ বরণ

নিজস্ব প্রতিবেদক

আলোচনা সভা, নাচ ও গানের মধ্যদিয়ে ফতুল্লা প্রেস ক্লাবে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে বর্ষবরণের এসব কর্মসূচি পালিত হয়। বর্ষবরণ অনুষ্ঠানে আলোচনায় আংশ নেয় নেন এবং সঙ্গীত পরিবেশন করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাবেক সভাপতি এম সামাদ মতিন, প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, জিএ রাজু, মাসুদ আলীসহ নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জে ডাকাতি ঘটনায় জড়িত ৫ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে ডাকাতির ঘটনায় জড়িত ৫ ডাকাতকে কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১টি মোবাইল, ৩ ভরি স্বর্নালঙ্কার ও নগদ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম নেতৃত্বে তাদের একটি দল শুক্রবার (১৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুজারভাঙ্গা গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে সোহাগ (২৫), একই থানার সাতপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা (২৮), একই থানার উত্তর সতানন্দি গ্রামের আব্দুর রশিদ মেম্বারের ছেলে সোহেল (৩০), সতানন্দি গ্রামের হরিপদ সরকারের ছেলে রঞ্জিত সরকার (৩২) এবং দক্ষিণ সদর থানার মৃত লাল মিয়ার ছেলে ইউনুছ আলী (২৮)।

মফিজুল ইসলাম জানান, শুক্রবার রাতে ডাক্তার উম্মে আছমা সাকি ও তার স্বামী ডাক্তার মো. আশফাক দেলোয়ার ১ বছরের শিশু সন্তানকে নিয়ে প্রাইভেটকারে করে ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিলো। এ সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পুরান ত্রিপরদী এলাকার মধুমতি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৯-১০ জন ডাকাত গাড়িটিকে গতিরোধ করে। তখন ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে ওই শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ২৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা, তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ডাক্তার দম্পতি সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।

দেশের বিভিন্ন স্থানে ইকো পার্ক গড়ে তোলা হবে-নৌ মন্ত্রী শাজাহান খান

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বানিজ্যিক পার্ক ও ইকো পার্কের মধ্যে কোন পার্থক্য নেই। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র জায়গায় যে পার্ক স্থাপন করা হয়েছে সেটিও ইকো পার্ক। তিনি বলেন, যারা এর বিরুদ্ধে কথা বলছেন তারা ভুল বলছেন। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় চৌরঙ্গী ফ্যান্টাসি ইকো পার্ক এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-মন্ত্রী এ কথা বলেন।

তবে পার্কটির বিষয়ে স্থানীয় পরিবেশবাদিদের অভিযোগ, চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক কোনো ইকো পার্ক নয়, এটি একটি বানিজ্যিক পার্ক । নদীর জায়গা দখল করে এ পার্ক অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।

এদিকে মন্ত্রীর অনুষ্ঠানের সময় বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র মালিকানাধীন বরফকল মাঠে বহুতল ভবন নির্মান না করে জনসাধারনের জন্য উন্মুক্ত রাখার দাবীতে এলাকাবাসি ও খেলোয়াড়রা মানববন্ধন করলে নৌ-মন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে বলেছেন, এটি আমাদের বাঙালী সংস্কৃতির ঐতিহ্য এবং সংহতির প্রকাশ। এর মাধ্যমে সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এক সাথে সমবেত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যারা এর বিরোধিতা করছে তারা বাঙালী নয়।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(প্রশাসন) মোস্তাফিজুর রহমান, ক- সার্কেল এএসপি শরফুউদ্দিন, পার্কের সত্ত্বাধিকারী আব্দুস সাত্তার, চেম্বার অব কমার্স এর  সভাপতি শেখ হায়দার কাজল, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ যুগ্ন পরিচালক আরিফ উদ্দিন, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জিতু প্রমূখ।

আগামী ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের দাবী

জাহাঙ্গীর হোসেন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগামী ১ মে থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের দাবি জানিয়েছেন।
জানা যায়, জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের লক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আগামী ১ মে জেলা ও উপজেলা পর্যায়ে মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালনের লক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী, ২ মে পাঠ্য বইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় চালুর দাবীতে স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থী কর্তৃক মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরন, ৩ মে বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী এবং স্বাধীনতার ৪৬ বছর ও আমাদের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা, ৪ মে জেলা ও উপজেলা পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রনয়নের দাবীতে স্মারকলিপি প্রেরন, ৫ মে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদ লেখা প্রতিযোগিতা, ৬ মে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রনয়নের জন্য মাননীয় তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরন এবং ৭ মে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও বাংলাদেশ প্রেস কাউন্সিল বরাবর স্মারকলিপি প্রেরন করার মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠান পালন করবে।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সপ্তাহব্যাপী জাতীয় গণমাধ্যম দিবস পালনকে মফস্বলের সাংবাদিকরা স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে। এব্যাপারে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ও নতুনবাজার৭১.কম’র বার্তা সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, মফস্বলের সাংবাদিকরা নানা ঝুঁকির মধ্যে বাস করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে নানাভাবে হামলা-মামলার শিকার হলেও তাদের পক্ষে জোরালো আন্দোলন করা হয়না। তবে বিএমএসএফ সংগঠনের নেতৃবৃন্দরা নির্যাতিত সাংবাদিকের পাশাপাশি দাঁড়ানোর পাশাপাশি তাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য ১-৭ মে জাতীয় গণমাধ্যম দিবস পালনের যে প্রস্তুতি নিয়েছে তার বাস্তবায়ন করা সকলের দায়িত্ব। জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ প্রতিদিন ডট নেট এর নির্বাহী সম্পাদক ও ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বলেন, সাংবাদিকতা হচ্ছে ঝুঁকিপূর্ন পেশা। এই পেশাকে সুরক্ষিত করতেই সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। এর জন্য ঐক্যমত্যের কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন জরুরী বলে আমি মনে করি।
অন্যদিকে সাংবাদিক মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের সকলের উচিৎ ১-৭ মে বিএমএসএফ’র জাতীয় গণমাধ্যম দিবস পালন করা। এতে মফস্বল সাংবাদিকদের অনেক উপকার হবে বলে তিনি মন্তব্য করেন।

শাকিব-অপুর ‘সংসারে’ ‘বুবলি কাঁটা’

সিনেমার নায়িকা অপুকে বাস্তবের নায়িকা করে ঘরে তুলেছিলেন শাকিব নয় বছর আগে। মাস সাতেক আগে ঘর আলো করে আসে সন্তানও। কিন্তু সংসারে শান্তি নেই। সন্দেহ-অবিশ্বাসের কাঁটা কুঁড়ে কুঁড়ে খায় দুই জনকেই। অপু তার পুরো কাহিনি প্রকাশ করেছেন টেলিভিশনে এসে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে। জানালেন, শাকিব তাদের সন্তানকে দেখতে আসেন, কিন্তু তার সঙ্গে ভাব-ভালোবাসা নেই আর। এই সাক্ষাৎকারেই অপু জানান, তাদের সংসারে কাঁটা হয়ে এসেছেন আলোচিত নতুন নায়িকা বুবলি।

বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে অপু জানালেন, ২০১৬ সালে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসা শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে তার সঙ্গে শাকিবের ঝগড়া হয়েছে অনেক। তিনি জানান, টেলিভিশনে এসে সব কিছু প্রকাশ করে দেয়ার পেছনেও বুবলির ভূমিকা আছে।

বুবলির সঙ্গে শাকিবের বর্তমান চলচ্চিত্র ও ঘরোয়া মেলামেশা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিছুদিন আগেই বুবলি ও শাকিবের একটি অনুষ্ঠানের ছবি প্রকাশ হলে অপু বুবলিকে ফোন করে গালাগালিও করেন। এ নিয়ে বিভিন্ন প্রত্রিকায় তখন নিউজও বের হয়।

বুবলি সম্পর্কে অনুষ্ঠানে অপু বলেন, শাকিব আমাকে বলেছিলো বুবলির সঙ্গে আর কোন চলচ্চিত্রে অভিনয় করবে না সে। কিন্তু আজই একটি পত্রিকায় আমি নিউজ দেখি যে, এবারের ঈদে শাকিব খান ও বুবলির একটি চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। তাই আমি আজকে লাইভে এসেছি। আমি আর সহ্য করতে পারছি না।

অপু বিশ্বাসের এসব বক্তব্যের পর বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে সেটি বাজতে বাজতে কল কেটে গেলেও বুবলি তা রিসিভ করেননি।

অপু জানান, ২০০৮ সালে শাকিবের গুলশানের বাসায় বিয়ে হয় তাদের দুই জনের। ফরিদপুর থেকে আনা কাজী তাদেরকে বিয়ে পড়ান ওই বছরের ১৮ এপ্রিল। গত সেপ্টেম্বরে কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়।

বুবলির প্রথম দুই সিনেমার নায়ক ছিলেন শাকিব। এই দুই জনের মধ্যে ভালোবাসার সম্পর্কের গুঞ্জন এখন সিনেপাড়ায় এক আলোচিত খবর। এ নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশ হয়েছে। অপু বিশ্বাস বুবলিকে ফোন করে এ নিয়ে কথাও শোনান। পরে বুবলি একটি গণমাধ্যমকে বলেন, একজন শিল্পীর কাছে এমন আচরণ তিনি আশা করেননি।

বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। প্রথমে অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালে তিনি শুটার চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পায়।

বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্ম নেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। পরে দুই বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেননি। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএতে ভর্তি হন এবং তার কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন।

শাকিব বললেন এটি একটি ফাঁদ

চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সোমবার দুপুরে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০০৮ সালের ১৮ই এপ্রিল। এমনকি তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম আব্রহাম খান জয়। এই সন্তানকেও সেই চ্যানেলে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস।

শাকিবের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এই সাক্ষাকারে করেন অপু। তবে এ বিষয়ে শাকিব কি বলছেন? সোমবার বিকাল সাড়ে ৪টায় মোবাইলফোনে একটি গণমাধ্যমকে শাকিব বলেন, অপু কে কাবিনের কাগজ দেখাতে বলেন। প্রমাণ করতে হবে।

গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয় তাহলে কি অপুর অভিযোগ মিথ্যা? শাকিব বলেন, আমি বলতে চাই যে আমার প্রতিপক্ষ এটি করাচ্ছে। এটি একটি ফাঁদ। আমি যখন আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রে কাজ করছি, ঠিক তখন টেনেহিচড়ে নামানোর চেষ্টা চলছে। কোনো একটি মহল এটি করাচ্ছে। আমি শাকিব বললাম, যে নোংরামি করা হচ্ছে এর কারণে বাংলা চলচ্চিত্র কোনদিনও মাথা তুলে দাড়াবে না।