২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 242

পদ্মায় ট্রলারডুবি, শিশুসহ নিখোঁজ ৭

রাজবাড়ীর হরিণবাড়িয়া এলাকায় পদ্মানদীতে ট্রলার ডুবিতে শিশু-নারীসহ সাতজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিখোঁজ সাতজনের মধ্যে তিন শিশু, তিন নারী ও একজন পুরুষ রয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রাহুল, রাজু, হালিমা ও রেহেনা।  এদের বাড়ি কালুখালী উপজেলার বিভিন্ন গ্রামে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে পদ্মা নদীর হরিণবাড়িয়া ঘাট থেকে ২০/২২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার সাদারচরের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। এসময় যাত্রীদের অনেকেই সাঁতরিয়ে তীরে ওঠে। নিখোঁজ থাকে সাতজন।

ঘটনাস্থল থেকে কালুখালী থানার ওসি নূরে আলম ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকটি ট্রলার ও নৌকা দিয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থানে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও কাউকে পাওয়া যায়নি। এদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। উদ্ধার তৎপরতা চালাতে রাজশাহী থেকে ডুবুরি দল রওনা হয়েছেন।

তিনি আরো জানান, খবর পেয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, রতনদিয়া ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে রয়েছেন।

বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফতুল্লা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইন চেয়ারম্যান তারেক রহমানের রায়ের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা ও ঈদ পর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৫টায় বক্তাবলীর ব্রীজের পশ্চিম পাশে প্রতিবাদ এই সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক পিয়ার হোসেন পিন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনয়ন বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির  সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, বক্তাবলী ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল সিকদার,৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রজ্জব আলী ভান্ডারী,ফতুল্লা থানা ছাত্রদল নেতা মোঃ শাহ জাহান। বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আলমগীর হোসেন,বক্তাবলী ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোঃ দুলাল হোসেন,ফতুল্লা থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন, যগ্ম-সম্পাদক মোঃ মান্নান,কার্যকরী সদস্য মোঃ ডালিম,বিএনপি’র নেতা মোঃ রিপন,এলাহী এবং যুবদল নেতা আমান মাল। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রাজু আহমেদ,মোঃ মাহমুদুল্লাহ,মোঃ শাহাদাৎ স্বপন,মোঃ পিয়ার আলী, মাসুদ রানা এবং কাউমূর রহমার বিপ্লব প্রমূখ।

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। অনলাই নিউজ পোর্টাল ‘সংবাদ নারায়ণগঞ্জ.কম’র’ এডিটর ইন চীফ সাইফুল্লাহ্ মাহমুদ টিটুকে সভাপতি এবং একই নিউজ পোর্টালের সম্পাদক মহসীন আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়। ৩ আগষ্ট বিকেল ৩ টায় নগরীর সেন্ট্রাল চাইনিজ রেষ্ট্রুরেন্টে উপস্থিত সকলের সম্মতিক্রমে এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক অগ্রবানী পত্রিকার সহ-সম্পাদক উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের পাতা পত্রিকার অনলাইন বিভাগের বার্তা সম্পাদক হাবিবুর রহমান (মামুন), সহ- সম্পাদক পদে দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার ফরিদ আহাম্মেদ বাঁধন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের বানী পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জনতা পত্রিকার ষ্টাফ রিপোর্টার হাসান মজুমদার বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক পদে দৈনিক সোজা-সাপটা পত্রিকার ষ্টাফ রিপোর্টার শহীদুল্লাহ্ রাসেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সোনিয়া দেওয়ান প্রীতি, দপ্তর সম্পাদক পদে সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সহ-দপ্তর সম্পাদক পদে অনলাইন নিউজ পোর্টাল ‘কুয়াকাটা নিউজ ২৪.কম’র বার্তা সম্পাদক সোহেল আহাম্মেদ, কার্য নির্বাহী সদস্য দৈনিক ভোরের সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার নুরুজ্জামান কাউসার, পাক্ষিক তথ্যপত্র পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম আরজু, দৈনিক খবর প্রতিদিনের ফটো সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় ও দৈনিক ডান্ডিবার্তা পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক রাশেদুল ইসলাম।

গাজীপুরে স্টার জলসা দেখতে বাধা দেয়ায় স্বামী খুন, স্ত্রীর যাবজ্জীবন

গাজীপুরে স্টার জলসা দেখতে বাধা দেয়ায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রিপা আক্তারের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ ৩ আগষ্ট বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার মো: শাহজাহানের পুত্র সোহরাব হোসেন স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রিপা আক্তার ও ছয় বছর বয়সী সন্তান নিলয়কে নিয়ে গাজীপুর মহানগরের তেলিপাড়ায় জনৈক মনিরের বাসায় ভাড়া থেকে এয়ারটেল মোবাইল ফোন কম্পানিতে চাকুরী করতেন। সোহরাব হোসেন ওরফে আমির হোসেন পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর এলাকার বাবু মেম্বারের মেয়ে নাহিদা আকন্দ রিপাকে ২০০৭ সালে বিয়ে করে। তাদের ঘরে নিলয়(৬) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বাদী শাহজাহান মামলায় উল্লেখ করেন, সোহরাব হোসেনের স্ত্রী রিপা আক্তার উশৃক্সখল প্রকৃতির ছিলেন।
ঘটনার দিন রাতে সোহরাব বাসায় ফিরে রিপা আক্তারকে টিভি চ্যানেল স্টার জলসা দেখতে দেখেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ২০১৫ সালের ৪ জানুয়ারী গাজীপুর মহানগরের তেলিপাড়ার ভাড়া বাসায় স্ত্রী রিপা আক্তারের ছুরিকাঘাতে স্বামী সোহরাব হোসেনের মৃত্যু হয়। এঘটনায় সোহরাবের বাবা শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আল মামুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আদালতে ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে বুধবার এ হত্যা মামলার রায়ে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী রিপা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। বিচারক একই সাথে দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ড দেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো: হারিছঊদ্দিন আহম্মদ। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি বেগম রওশন আরা খানম।

ফতুল্লায় শওকত আলীর হজ্বব্রত পালনে দোয়া অনুষ্ঠিত

পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে আগামী ২৮ আগষ্ট স্ব-স্ত্রীক ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী সৌদি আরব যাবেন। এ উপলক্ষ্যে  মঙ্গলবার(২ আগষ্ট) দুপুরে তার ফতুল্লাস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  এসময় ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আসাদুজ্জামান, কাশিপুর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আইয়ুব আলী, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, বক্তাবলী ইউপি’র সদস্য আতাউর রহমান, জাহাঙ্গীর আলম মাষ্টার, রাসেল আহম্মেদ, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের পদত্যাগ সময়ের দাবি-জাফরুল্লাহ চৌধুরী

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের পদত্যাগ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।

র‌্যাব মহাপরিচালককে উদ্দেশ করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গুলশানে জঙ্গি অভিযানে ব্যর্থ হলেন। সরকারের বর্তমান অবস্থা হিটলারের ১৯৩৯ সালের নাৎসি বাহিনীর মতো। এক হাজার পুলিশ র‌্যাব ৫-৭ জন সন্ত্রাসী ধরতে পারলো না? তাই আপনার পদত্যাগ এখন সময়ের দাবি। তিনি বলেন, জনগণ পুলিশের কথা বিশ্বাস করতে চায়। কিন্তু বিভিন্ন ধরণের ঘটনায় জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ছে।

তিনি বলেন, গুলশানের ঘটনার পর সরকারের উচিত ছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে সব ভেদাভেদ ভুলে যাওয়া। উচিত ছিল সাংবাদিক শফিক রহমান, মাহমুদুর রহমান ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নাকে জামিনে মুক্তি দেয়া।

জঙ্গি হামলাসহ-সাম্প্রতিককালে দেশে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে জাফরুল্লাহ বলেন, আমরা দেখতে চাই সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। জনগণ জানতে চায় দুর্নীতিবাজ বনানী থানার ওসি সালাউদ্দীন গুলশানে কেন? সেখানেও কি তিনি মিষ্টির গন্ধ পেয়ে ছিলেন।

তিনি বলেন, সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে। তাদেরকে নিষিদ্ধ করলেই পারে। দেশের এই দুর্যোগ মুহূর্তে আমাদেরকে ভেবে দেখতে হবে জঙ্গিবাদকেও সরকার রাজনৈতিক কার্ড হিসাবে ব্যবহার করছে কি না?

তিনি আরো বলেন, জঙ্গিবাদের মত ভারতীয় প্রশাসন আমাদের সীমান্তে প্রতি সপ্তাহে  রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। আমাদের দেশের মাটিকে কেড়ে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

গুম, খুন, গুপ্ত হত্যা ও ক্রসফায়ার বন্ধ না হলে জঙ্গি দমন সম্পূর্ণভাবে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও ইসলামী ঐক্যজোটের নেতা মেজবাহুর রহমান প্রমুখ।

দীর্ঘ ৪৫ বছর পর নাঃগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি জমে উঠেছে

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি জমে উঠেছে। স্বাধীনতার পর দীর্ঘ ৪৫ বছরের ইতিহাসে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এতোটা ঐক্যবদ্ধ হয়নি এমন মন্তব্য আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীদের। স্বাধীনতার পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগে উত্তর-দক্ষিন মেরুরর রাজনৈতিক চর্চা শুরু হলেও চলতি বছর তারও অবসান ঘটে। উখল মেরুর নেতাদেও এখন এক মঞ্চে এসে সমাবেত হতে দেখা যাচ্ছে। বিগত দিনের বিভেদ ভুলে উভয় মেরুর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিচ্ছে। শুধু দলীয় কর্মকান্ডেই নয়, নারায়ণগঞ্জের উন্নয়ন ও জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁেধ কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন পর সব নেতাদের এক কাতারে দেখে নেতাকর্মীদের মধ্যেও প্রাণের সঞ্চার ঘটেছে। তবে আওয়ামী লীগের এ ঐক্য ধরে রাখতে পারলে আগামীদিনে জেলা আওয়ামী লীগ সারা দেশের জন্য মডেল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, জেলা আওয়ামী লীগের নেতাদের বিরোধ নিরসন হলেও জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের কমিটিগুলো পূর্নগঠন না হওয়ায় নেতাকর্মীদেও মধ্যে ক্ষোভ রয়েই গেছে। এর জন্য জেলার আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাংগঠনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃনমূলের নেতাকর্মীরা। কর্মীদের অভিযোগ, মেয়দহীন কমিটিগুলো নতুন করে ঢেলে না সাজানোর ফলে নতুন নেতৃত্ব উঠে আসছে না। এর ফলে রাজনীতিতে যারা সক্রিয় রয়েছে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। এর জন্য জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকরাই দায়ি। দলের একাধিক সূত্রে জানাগেছে, নতুন নেতৃত্ব গড়ে না ওাায় পদ আকড়ে থাকা নেতাদের মধ্যে স্বেচ্ছাচারিতা বাড়ছে। এর ফলে কর্মীদেও মূল্যায়ন কমে গেছে। তবে আওয়ামী লীগের রাজনীতিকে আরো চাঙ্গা রাখতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোতে নতুন করে ঢেলে সাজানো ছাড়া বিকল্প কোন পথ নেই এমন দাবি আওয়ামী লীগের তৃনমূলের। রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিগত যে কোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। স্বাধীনতা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে এতোটা ঐক্যবদ্ধ হতে দেখা যায়নি। প্রবীন রাজনীতিকদের মতে, স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সংসদ সদস্য একেএম সামসুজ্জোহা ও পৌর সভার সাবেক চেয়ারম্যান আলী আহমদ চুনকার সাথে বিরোধ দেখা দেয়। এর ফলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে উত্তর-দক্ষিন মেরুরর রাজনৈতিক চর্চা শুরু হয়। কিন্তু দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটে চলতি বছল। এখন নারায়ণগঞ্জ আওয়ামী লীগে উত্তর-দক্ষিন মেরু নেই। উভয় মেরুর নেতারা মিলেমিশে একাকার হয়ে দলীয় কর্মকান্ডে এক মঞ্চে দাড়িয়ে অংশ নিচ্ছে, বক্তব্য দিচ্ছে। উত্তর-দক্ষিন মেরুর অবসানে আওয়ামী লীগের তৃনমূল চাঙ্গা হয়ে উঠেছে। দীর্ঘদিনের বিরোধ দলের সাধারন নেতাকর্মীরা বিব্রত থাকলেও এখন তাদেও মধ্যে কোন ঝড়তা নেই। তবে আওয়ামী লীগের রাজনীতিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোতে নতুন করে ঢেলে সাজাতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের বুকে এক উজ্জল নক্ষত্র-শামীম ওসমান

আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যদি মেয়েরা নিজেদের মেয়ে না ভেবে মানুষ ভাবে তাহলে আর কোন সমস্যার সম্মুক্ষীণ হতে হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে হয়ে তার পরিবারের সব সদস্যদের হারিয়েও বাংলাদেশকে বিশ্বের বুকে এক উজ্জল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করিয়েছে। শনিবার (৩০ জুলাই) দুুপুরে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামনে বসে থাকা ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
সাংসদ আরো বলেন, রাস্তাঘাটে মেয়েদের একা চলতে গেলে নানা সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই নিজের মনকে স্থির করে সাহসিকতার সাথে বিপদের মোকাবেলা করতে হবে। এ সময়ে নতুন ভবন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার দেবার ঘোষনা দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যালয়ের দাতা সদস্য আলীনূর মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আমল খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, খালেদুজ্জামান ভূইয়া, মো জাহাঙ্গীর হোসেন, বাবু নিমাই দে, লাভলী আক্তার রহিমা, কামরুজ্জামান, মঈনুল হোসেন, এড. নূরুল হুদা প্রমূখ।

শিশু সাগর বর্মনের হত্যার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণকে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের নেতারা। এসময় তারা শিশু সাগর বর্মনের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন। এছাড়াও অবিলম্বে সারা দেশের হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও হত্যা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এসময় দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ ইস্যুতে আমেরিকার চক্রান্ত বলেও দাবি করেন তারা। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে উদ্যোগে শিশু সাগর বর্মন হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপী নাথ দাস বলেন, ‘সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। কিছুদিন আগেই ধর্মগুরু, সেবক, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুক, চার্চের ফাদার সহ নিরীহ মানুষদের গলাকেটে হত্যা করা হয়েছে। আর ক’দিন আগে একটি ১০বছরের শিশুকে হত্যা করা হয়েছে। এ একের পর এক সংখ্যালঘু নির্যাতন, হত্যা, খুন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন হবে।’ জঙ্গিবাদ ইস্যুতে গোপীনাথ দাস বলেন, ‘সারাদেশে একের পর এক মানুষ হত্যা করে এখন আবার গুলশানে একটি হোটেলে ঢুকে বিদেশী সহ বেশ কিছু মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। এসব আমেরিকার চক্রান্ত। আমেরিকা যার বন্ধু তার কোন শত্রæর প্রয়োজন হয় না। তাই বর্তমান সরকার এ জঙ্গিবাদ কঠোর হাতে দমন করতে হবে।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন কুমার পাল বলেন, ‘শিশুটিকে কি নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। এভাবে একের পর এক হিন্দু সম্প্রদায়ের ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন বন্ধ করতে হবে। শিশু সাগর বর্মন পরিবারের যে ক্ষতি করা হয়েছে তার কোন দিন পূরণ করা যাবে না। তারপর সাগর বর্মনের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এছাড়াও দোষীরা যেই হোক তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনন্দ কুমার সেরাওগীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মহানগর শাখার সাধারণ সম্পাদক নিমাই দে, হিন্দু নেতা বাদল রায়, কৃষ্ণ আচার্য্য, অরুন দেবনাথ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক মিলন সরকার, রিপন কর্মকার, ভজন দাস প্রমুখ। প্রসঙ্গত গত ২৪ জুলাই রোববার দুপুরে জোবেদা টেক্সটাইলের কারখানার ভেতরে ১০ বছরের সাগর বর্মণের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।

শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নের দিকে-তোফায়েল আহমেদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, একটা সময় ছিলো, যখন বিদেশিরা বাংলাদেশকে একটি তলি বিহীন ঝুড়ির সাথে তুলনা করতো। কিন্তু এখন তারাই এদেশের অর্থনৈতিক উন্নয়নে বিষ্মিত। আমি যখন দেশের বাইরে যাই তখন বিভিন্ন দেশের মন্ত্রীরা বাংলাদেশের পোশাক শিল্পের বিষয়ে আমার কাছে বিষ্ময় প্রকাশ করেন। সাড়া বিশ্বের কাছেই উন্নয়নের বিষ্ময় বাংলাদেশ। আর এই অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্থ করছে বিএনপি জামায়োতের তৈরী জঙ্গীরা। দেশ থেকে জঙ্গী নিমুর্ল করতে পারলে আরো উন্নয়ন হবে।শনিবার (৩০ জুলাই) দুপুরে শহরের চাষাড়ায় বিকেএমইএর ভবন নির্মানের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন এবং নীট শিল্পের মৃত শ্রমিকদের পরিবারের মাঝে গ্রুপ বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নের দিকে গতিশিল হয়েছে। বিদেশিরা যদি আমার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা জানতে চান, তাহলে আমি বলি, আগে দেশে সাড়ে ৭ কোটি জনসংখ্যা ছিলো, তখন খাদ্যের অভাব হতো। এখন ১৬ কোটি মানুষ রয়েছে, তবে খাদ্যের সংকট নেই।
তিনি আরো বলেন, আমি পাকিস্তানের বানিজ্য মন্ত্রী কে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের রপ্তানী কত? তিনি বলেছিলেন, আমাদের রপ্তানী ২১ বিলিয়ন এবং রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার। এর প্রতিউত্তরে আমি বলেছি, আমাদের রপ্তানী ৩৪ বিলিয়ন এবং রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার। আমার কথা শুনে তিনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।
দেশের রপ্তানী শিল্পের সাথে নতুন সম্ভাবনা যোগ করে তিনি বলেন, আমরা চাউল রপ্তানীর পরিকল্পনা গ্রহণ করেছি। আগামীতে ৩ কোটি ৮০ লক্ষ মেট্টিক টন চাউল রপ্তানী করা হবে। শুধু রপ্তানীর দৃষ্টিকোন থেকেই নয়, ভারত-পাকিস্তানের চাইতে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি, শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কম। তাই ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, এটা আমাদের জন্যে বাস্তব।

এদিকে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার বিষয়ে তিনি বলেন, আমাদের এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করার জন্যে তথাকথিত একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে এরা সফল হবে না। শেখ হাসিনা বিচক্ষন এবং তার পিতার মতই তিনি কাউকে ভয় করেন না। আসলে যারা ২০১৫ সালে দেশে আগুন হামলা চালিয়েছে, তারাই আজ দেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তবে আমি যানি, কোন দিনও সন্ত্রাস সফল হয়না। যদি হতো তাহলে বিশ্বের অনেক দেশই ধ্বংস হয়ে যেত।

আলোচনা পর্বের পর নীট শিল্পের ৮০ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে গ্রুপ বীমা দাবীর ২ লাখ টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি আলহাজ্ব একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, বানিজ্য মন্ত্রনালয়ের সিনি: সচিব হেদায়েত উল্লাহ আল-মামুন, রপ্তানী উন্নয়য়ণ ব্যুরো’র সিইও মাফরুহা সুলতানা, শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ, প্রমুখ।

এর আগে সকাল ১১ টায় ফতুল্লার চাঁনমাড়ি এলাকায় নারায়য়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর নবনির্মিত ভবন উদ্বোধণ করেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। একই সাথে ভবনটিতে চেম্বার অব কমার্সের ৫টি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন তিনি।

বিকেএমইএ’র অধীনে পরিচালিত অর্থ মন্ত্রনালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট এর অর্থায়নে নবনির্মিত ওই ভবনটিতে উদ্বোধন করা হয়, এ্যাপারেল মার্চেন্ডাইজিং, সোশ্যাল কমপ্লায়েন্স এন্ড সিএসআর ইস্যুজ, ফায়ার সেফটি মেনেজম্যান্ট এন্ড রিস্ক এসেসম্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড লীন ম্যানুফ্যাকচারিং ও স্কীল ট্রেনিং প্রোগ্রাম অপারেট ট্রেনিং প্রকল্প।