৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 183

রূপগঞ্জে ২০ ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুটের অভিযোগ

রূপগঞ্জ প্রতিনিধিঃ বিশ ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ্যরা। অভিযুক্তরা লুট করা স্বর্ণালংকারসহ মালপত্র ফেরত দিবেন বলে আশস্থ্য করলে পরে ফেরত দেয়নি। এ ঘটনায় শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আবিদ হাসান।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র শহর জেরুজালেমকে যুক্তরাষ্ট কর্তৃক ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে ইসলামী অন্দোলন বাংলাদেশ তারাবো পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিশ্বরোড গোল চত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

দেশকে ভালোবাসার সহজ উপায় ইতিহাস জানান-ড.জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদকঃ  বিজ্ঞানমনস্ক লেখক ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জাফর ইকবাল শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেছেন, ‘দেশকে ভালোবাসার সহজ একটি উপায় হচ্ছে দেশের ইতিহাস সম্পর্কে জানা।’ ‘দেশকে ডিফাইন করা না গেলেও মানুষ দেশকে ভালোবাসে। যারা দেশকে ভালোবাসতে পারে না তাদের জন্য আমার মায়া হয়, করুণা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সরকারি তোলারাম কলেজে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ভাবতে পারো কেবল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, আসলে তা নয়। ২৫ মার্চ রাত থেকেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এই দেশের পাঁচ কোটি তরুণ। এই তরুণেরা আগামীতে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি, ২০৪১ সালে উন্নত বাংলাদেশে স্বপ্ন দেখছি তা একমাত্র এই তরুণদের ওপরই নির্ভর করছে। ’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমরা ভালোভাবে গণিত কষলে, একটু বিজ্ঞান সম্পর্কে জানলে, আরেকটু মন দিয়ে লেখাপড়া করলে দেশ বড় হবে। দেশকে বড় করার দায়িত্ব এখন তোমাদের।’

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।’ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপিকা রওনক জাহান, অ্যাসোসিয়েট প্রফেসার জীবন কৃষ্ণ মোদকসহ অনেকে।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :  শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সকালে সেখানে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও। প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান।

এক হাজার নারীকে দিনব্যাপি ফ্রি চিকিৎসা প্রদান

রূপগঞ্জ প্রতিনিধিঃ গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামি ব্যাংক ও আল-রাফি হাসপাতালের যৌথ উদ্যোগে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার দিনব্যাপি গোলাকান্দাইল আল-রাফি হাসপাতালে ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার এক হাজার নারী গ্রাহককে ফ্রি চিকিৎসাসেবার মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়।

ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার ম্যানেজার জসিম ভূইয়ার সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলামিষ্ট, গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম। এসময় আরো বক্তব্য রাখেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, কালের কণ্ঠের এসএম শাহাদাত, নিজামউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, মীর শফিকুল ইসলাম, এস এম রোবেল মাহমুদ, আতাউর রহমান সানি, রোবেল সিকদার, এম এইচ বিজয় প্রমুখ।

আন্তর্জাতিক লেখক দিবস-বাংলাদেশ লেখক সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তিঃ “শান্তির পৃথিবী চাই, এক পৃথিবীর স্বদেশ চাই” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব (ই ড ঈ) প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক লেখক দিবস উদ্যাপনের সাথে সাথে তিনদিন ব্যাপি  বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ পালনের পরিকল্পনা গ্রহন করেছে। গত ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ -এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় অনান্যও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব (ই ড ঈ) এর সাধারন সম্পাদক কবি নিশাত খান,  থাসাহিত্যিক  ইসহাক খান, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি ঝর্না রহমান, গবেষক আখতার উদ্দিন মানিক,শিশুসাইিত্যিক রহিম শাহ্, কবি বিলু কবীর , কবি মেহেরুন নেসা ইসলাম, পেন বাংলদেশ সেক্রেটারি সৈয়দা আইরন জামান, ছড়াকার সোহেল মল্লিক, কবি মুকুল রায়, কবি কামরুজ্জামান, কবি লিন্ডা আমিন , কবি নাহিদা আশরাফী, কবি ইউসুফ রেজা, কবি সুরাইয়া বেগম, ডা: আমিন উদ্দিন, কবি পুলক বড়ুয়া, কবি কাজী আনিসুল হক, কবি মাশরুবা লাকী, নাছিমা রহমান শিউলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সোহাগ সিদ্দিকী । ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ এর সারাদেশের প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি তৃণমূল লেখকদের সম্মিলন ঘটবে বলে উপস্থিত সকলে আশাব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে সভায় ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, ৩১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক নির্বাচিত হন কবি শেখ রবিউল হক। প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন কবি ফরিদ আহমদ দুলাল। সভায় বাংলাদেশ রাইটার্স ক্লাব সারাদেশের প্রবীণ ও নবীন সকল লেখককে এই সম্মেলনে অংশগ্রহণ করতে বিনীত অনুরোধ জানায়। বি:দ্র: ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ এর পূর্ণাঙ্গ কমিটির তালিকা, নিবন্ধন সহ বিস্তারিত শীগ্রই জানানো হবে।

গ্রাম পুলিশ দিয়ে থানা পুলিশ সহযোগীতা পেয়ে থাকেন-কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫টি ইউপির ৪২ জন গ্রাম পুলিশকে পরিচয়পত্র দিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে গ্রাম পুলিশদের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে দেন ওসি কামাল উদ্দিন। অপরাধীদের তথ্য সরবরাহে গ্রাম পুলিশদের তৎপর করতে ফতুল্লা মডেল থানা এ ব্যবস্থা গ্রহণ করেছে।

এসময় ওসি কামাল উদ্দিন বলেন, গ্রাম পুলিশ দিয়ে থানা পুলিশ অপরাধ দমনে সার্বিক সহযোগীতা পেয়ে থাকেন। বর্তমান সময়ে গ্রাম পুলিশরা অবহেলিত। গ্রাম পুলিশদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি। সরকারী ভাবে গ্রাম পুলিশরা যে বেতন ভাতা পেয়ে থাকেন তা খুবই কম। তারপরও তারা আইনশৃঙ্খলা রক্ষায় শ্রম দিতে প্রস্তুত। তাদের আংশিক দাবির মধ্যে পরিচয়পত্র, বাইসাইকেল ও মোবাইল প্রয়োজন। এর মধ্যে পরিচয়পত্র তাদেরকে দেয়া হয়েছে। তৎপরতা বৃদ্ধিতে দ্রুতই ফতুল্লা মডেল থানার পক্ষ থেকে বাইসাইকেল ও মোবাইল দেয়া হবে। তিনি আরো বলেন, ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিপুর, বক্তাবলীসহ ৫টি ইউপিতে ৪২ জন গ্রাম পুলিশ রয়েছে।

পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান, পরিদর্শক (আইসিটি) গোলাম মোস্তফা, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, রিপোটার্স ইউনিটির সভাপতি নূর ইসলাম নূরু, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামার অনু, সংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংবাদিক আলামিন প্রধান, কামাল হোসেন প্রমুখ।

সোনারগাঁয়ে বিড়ি ভোক্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি: বাংলাদেশে বিড়ি শিল্প রাখবনা অর্থমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ অঞ্চলের বিড়ি ভোক্তাদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেন, নারায়ণগঞ্জ জেলা বিড়ি ভোক্তা সমিতির সভাপতি মো: সাইফুর রহমান, সোনারগাঁ অঞ্চলের সভাপতি রবি সরকার, সাধারন সম্পাদক মুদি মিয়া, বন্দর অঞ্চলের সভাপতি দেলোয়ার হোসেন, গজারিয়া অঞ্চলের সভাপতি রাজু আহাম্মেদ, সদস্য স্বপন সরকার, হারুন অর রশিদ, লোকমান খান, লতিফ শেখ প্রমূখ।

বক্তারা বলেন, বিড়ি গরীব এবং খেটে খাওয়া মানুষের পন্য এর উপর কর বাড়ানো যাবেনা বরং সিগারেটের উপর কর বাড়াতে হবে কিন্তু বর্তমান অর্থমন্ত্রী সিগারেটের উপর কর কমিয়ে বিড়ির উপর কর বাড়িয়ে দেওয়ায় ঐতিহ্যবাহী বিড়ি শিল্প এখন ধ্বংসের পথে। বিড়ি শিল্পীর সঙ্গে জড়িত ৩০ লাখ শ্রমিক অনিশ্চিত বেকার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, আগামী বাজেটের আগে সিগারেটের সঙ্গে বৈষম্যপূর্ন বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে বিড়ি ভোক্তা পক্ষ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

 

 

সোনারগাঁয়ে ফরম পূরনে ব্যর্থ স্কুল ছাত্রী আত্মহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ জি.আর. ইনিষ্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হয়ে আত্মহত্যার ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, সোনারগাঁ পৌরসভায় অবস্থিত সোনারগাঁ জি.আর. ইনিষ্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তারকে এস.এস.সি পরীক্ষার জন্য ফরম পূরণের জন্য সুযোগ দেননি বিদ্যালয় কর্তৃপক্ষ। আমেনা আক্তারের মা-বাবা অধ্যক্ষ সুলতান মিয়ার কাছে ধর্ণা দিয়েও ফরম পূরণে ব্যর্থ হন তারা। এতে ওই ছাত্রী ফরম পূরণে ব্যর্থ হয়ে অভিমান করে গত রোববার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তারা বলেন, অন্যান্য অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ফরম পূরণের সুযোগ দিলেও আমেনা আক্তারকে ফরম পূরণে সুযোগ দেওয়া হয়নি। এতে সে আত্মহত্যার পথ বেছে নেয়। তারা আরো বলেন, দূর্নীতিবাজ অধ্যক্ষ সুলতান মিয়াসহ কতিপয় শিক্ষক ঠিকমত পাঠদান না করে সব সময় অতিরিক্ত হারে টাকা নেওয়ার কাজে লিপ্ত থাকেন। এতে শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে ব্যর্থ হয়। দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যহত থাকবে।

নিহত শিক্ষার্থী আমেনা আক্তার বাবা বাবর আলী বলেন, অধ্যক্ষ সুলতান মিয়ার কাছে আমার মেয়ের ফরম পূরণের বিষয়ে গেলে তিনি আমাদের সঙ্গে অসাধাচরণ করেন। এই ক্ষোভ ও লজ্জা সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ জি.আর. ইনিষ্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া বলেন, আমেনা আক্তার কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আমরা তাকে ফরম পূরণের অনুমতি দেইনি। আমরা কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর ইসলাম বলেন, স্কুল ছাত্রী আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি এ বিষয়ে দোষী সাব্যস্ত হয় তাহালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ক্ষমতার কাছে অসহায় বিপিএল

বিপিএল কমিটি নিজেদের তৈরি নিয়মকানুন উপেক্ষা করে ইতিহাস তৈরি করে ফেলল। বৃষ্টিতে খেলা যেখানে পরিত্যক্ত হওয়ার কথা। নেই রিজার্ভ ডের ব্যবস্থা। যেখানে খেলা না হলে কী হবে তাও স্পষ্ট। সে ম্যাচটি তাৎক্ষণিক সিদ্ধান্তে পরের দিন অর্থাৎ আজ শিফট করা হয়েছে। আজ গতকালের স্থান থেকেই রংপুর-৫৫/১ (৭ ওভার) শুরু হবে খেলা সন্ধ্যা ৬টায়। আসলে প্রয়োজন ও ক্ষমতার কাছে অসহায় হলো ক্রিকেট। নতজানু হলো বিসিবি/ বিপিএল কমিটি। নিজেদের স্বার্থ বিবেচনা করে এবং ক্ষমতার কাছে পরাস্ত হয়ে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বিসিবির এ কমিটি।

গতকাল কোয়ালিফায়ার-২ (ফাইনালে ওঠার শেষ ম্যাচ) ম্যাচে টসে জিতে কুমিল্লা প্রথম ব্যাটিং করতে পাঠিয়েছিল রংপুর রাইডার্সকে। খেলার সাত ওভার হওয়ার পর বৃষ্টি হয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করার পর মাঠে নামে দুই দলের শীর্ষস্থানীয়রা। বিসিবির ও বিপিএলের কর্মকর্তাদেরও শুরু হয় তৎপরতা।

যেহেতু ম্যাচ না হলে কুমিল্লা উঠে যাবে ফাইনালে। ফলে স্বাভাবিকভাবেই কুমিল্লা নিয়মকানুনের ফাঁকফোকর তুলে ধরতে থাকে। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল নির্ধারিত সময় ৯-৪৫ এর পর আর খেলবেন না বলে জানিয়ে দেন।

মাশরাফি অবশ্য খেলার পক্ষে ছিলেন। কারণ তার দলের অবস্থান ভালো ও রেজাল্ট প্রয়োজন এবং সাত ওভারে সংগ্রহ করেছিল তারা গেইলের উইকেট হারিয়ে ৫৫/১। এ নিয়েই মূলত চলে বিতর্ক। দীর্ঘক্ষণ চলে ত্রিপক্ষীয় এ আলোচনা। বিপিএল কমিটি উপেক্ষা করতে পারছিল না রংপুরকে। ফলে ওই আলোচনায় অংশ নিতে দেখা গেছে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালকেও (কুমিল্লার পক্ষ হয়ে)।

খেলা এক সময় শুরুর জন্য পিচ কাভার তুলে ফেলে উইকেটও আবার স্থাপন করা হয়। কিন্তু তামিম নাছোড় বান্দা। সাফ কথা নিয়মের বাইরে গিয়ে কুমিল্লা খেলবে না। পরিশেষে বিপিএল কমিটি সিদ্ধান্ত দিয়ে দেয় যে স্থানে রয়েছে ওই স্থান থেকে আজ আবার শুরু হবে খেলা। এবং আজ যথারীতি অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিপিএল আসলে বিনোদনের লিগ! এখানে নিয়মকানুনের থোড়া-ই কেয়ার। এ আসরের একটা বাইলজ রয়েছে। কিন্তু সময়মতো তাও কাজে এলো না। ক্ষমতার দাপটের কাছে বাইলজ উপেক্ষিত হলো।

বিপিএলের বাইলজে রয়েছে এলিমেনিটর ও কোয়ালিফায়ার ম্যাচ যদি বৃষ্টিতে না হতে পারে। তাহলে খেলা পরিত্যক্ত। লিগে যে দলের পয়েন্ট বেশি সে দল পরবর্তী স্তরে উঠে যাবে। কিন্তু কাল সে নিয়মকানুন মানেনি বিপিএল কমিটি। নিজেদের তৈরি বাইলজ ফেলে দিয়েছেন তারা আঁস্তাকুড়ে। কারণ একটিই। গতকাল কোয়াইলিফায়ার-২ ম্যাচের প্রতিপক্ষ ছিল বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতা করা রংপুর রাইডার ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পৃষ্ঠপোষকতা করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিসিবি কাকে রেখে কাকে কী বলবে। শেষ পর্যন্ত আজকে রিজার্ভ ডে না রাখা হলেও তৈরি হলো রিজার্ভ ডের। এবং অপেক্ষা দ্বিতীয় ফাইনালিস্টের।

উল্লেখ্য, টি-২০ তে অন্তত পাঁচ ওভার করে হলেও রেজাল্ট হয়ে যায়। সে ক্ষেত্রে পাঁচ ওভারে কুমিল্লার টার্গেট ছিল ৬২। ৬ ওভারে ৭২ রান এবং সাত ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় টার্গেট দাঁড়িয়ে ছিল কুমিল্লার ৮২ রান। তামিম এটাও মানতে নারাজ। অবশ্য তামিম দেখাচ্ছিলেন বাইলজ কী বলছে সেটা। তার বাইরে তিনি যাবেন না। শেষ পর্যন্ত উপরিউক্ত সিদ্ধান্তের অবতারণা ঘটানো হলো অনেকটা রংপুরকে খুশি রাখার জন্যই! এবং আজ অনুষ্ঠিত হবে বাকি খেলা।