৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 188

ফতুল্লার প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে দাপা যুব উন্নয়ন সংস্থার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দাপা যুব উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ। এসময় নতুন কমিটির সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিমকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান দাপা যুব উন্নয়ন সংস্থা।

এসময় প্রেস ক্লাবের সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহিন, সাংগঠনকি সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল এবং প্রচার সম্পাদক জি এ রাজুকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান সংগঠটি। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, দাপা যুব উন্নয়ন সংস্থার মিজানুর রহমান দিপু, মোঃ হানিফ প্রধান, অপু, সাইফুল ইসলাম, আল আমিন হোসেন, বাপ্পি, হৃদয়,রাব্বি, বাবু-১, বাবু-২, আশরাফুল ইসলাম তৌকির, সাব্বির প্রমুখ।

হাবীবাহ্ নাসরীন এর কবিতা

তার পথ চেয়ে
হাবীবাহ্ নাসরীন

আবেগের বানে ভেসে ভেসে আসা
প্রেম পূজারীর ফুল
তার পথ চেয়ে মনের দেয়ালে
কখন জমেছে ঝুল।

কখন নেমেছে অচেনা আঁধার
কখন নিভেছে আলো
তারাবোনা ওই আকাশি চাদর
তবু যেন জমকালো।

তবু যেন কিছু কিছু পিছুটান
অবিরাম ডাকে আয়
ফেলে আসা সেই প্রিয় খেলাঘর
আকাশের আঙিনায়।

রাতজাগা তারা কেড়ে নিল কারা
বেহিসেবী যত ভুল
পাপে পরিতাপে কখন পুড়েছে
হৃদয়ের উপকূল।

কার পথ চেয়ে সারাটি জীবন
স্রোতহীন জলে ভাসা
সেই বুঝি প্রেম, মায়াবিনী প্রেম
ঘাতকীনি ভালোবাসা।

তানিয়া বিনতে অাকরামের কবিতা

মা

…..তানিয়া বিনতে অাকরাম

পাখিদের ডানা নিয়ে শীত এল গ্রামে,

ভোরের গন্ধ জুড়ে ফুলেদের নামে সূর্য কিরণ দিলে,

আলো এসে ঝরে, অযথাই, অকারণে মাকে মনে পড়ে।

মার হাতে বুনে রাখা লাল সোয়েটার,

এখনও তেমনি আছে আদর-বাহার,

দেরাজের এককোণে যত্নেই রাখা,

হাতে নিলে আজও দেখি মার মুখ আঁকা।

ক্লান্তিতে ভেঙ্গে এলে যুদ্ধের দিন,

মনে হয় মার হাত কপালে বিলীন,

‘ভয় নেই, আমি আছি, আমি তোর মা’

কানে কানে কার গলা? কেউ জানে না।

বিএনপির পক্ষে গণ স্রোত দেখে সরকার ষড়যন্ত্রের পথ খুঁজছে-খসরু

আড়াইহাজার প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটি ধর্মবিষয়ক সম্পাদক ও আড়াইহাজার থানা বিএনপির সভাপতি এএম বদরুজ্জামান খসরু বলেছেন, বিএনপির পক্ষে সারাদেশে গণ¯্রােত দেখে সরকার বিচলিত হয়ে গেছে। বিএনপিকে ঢ্যাগ দেয়ার জন্য শেখ হাছিনার সরকার ষড়যন্ত্রের নতুন পথ খুঁজছেন। তবে সরকারের কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। সরকার বিএনপিকে যতই নির্যাতন করছে, বিএনপির জনপ্রিয়তা ততই বাড়ছে। এসময় তিনি আরও বলেন, আসছে একাদশ জাতীয় নিবার্চনে সারাদেশে আওয়ামী লীগের ভরাডুবি হবে। ঢাকায় বিএনপির সমাবেশে লাখ লাখ নেতাকর্মীসহ সাধারণ লোকের সমাগম হবে। “বিল্পব ও সংহতি” দিবস উপলক্ষ্যে ১২ নভেম্বর ঢাকার সাহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে আড়াইহাজারে শুক্রবার প্রস্তুতিমূলক সভায় এএম বদরুজ্জামান খসরু এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাসেম ফকির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ছালাউদ্দিন চৌধুরী, গোপালদী পৌরসভা বিএনপির সভাপতি হোসেন আলী, থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান খান, আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম-আহবায়ক জহির, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি জাহিদ হোসেন ও যুবদল নেতা তফলিমউদ্দিন ভূঁইয়া লিটন প্রমুখ।

শিল্প পুলিশ শিল্পের চাকাকে সচল রাখতে কাজ করে যাচ্ছে-নওশের আলী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের মহাপরিচালক মো: নওশের আলী, পিপিএম বলেছেন, শিল্প পুলিশ একটি বিশেষায়িত ইউনিট। এই ইউনিটের নিরলস প্রচেষ্টায় শিল্পের চাকাকে সচল রাখতে কাজ করে যাচ্ছে। ৪০ লাখ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দেশের শিল্পখাত থেকে প্রতিবছর ৩০ বিলিয়ন ডলার মূল্যের পন্যসামগ্রী বিদেশে রপ্তানী করে অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইলতুৎ মিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন প্রমূখ।
এসময় তিনি আরো বলেন, শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিকের সাথে খারাপ আচরণ, মাথায় আঘাত কিংবা গুলি করা যাবে না। যেটুকু না করলে না হয় তাই করতে হবে। কিছু অসাধু শ্রমিক নেতা শিল্প-কারখানায় বিশৃক্সখলা সৃষ্টি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এসব শ্রমিক নেতাদের উচ্কানিতে কেউ যে শিল্প প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ এবং ভাংচুর করে ক্ষতি সাধন করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও কোন নারী শ্রমিক রাস্তায় যেন ইভটিজিং এবং প্রতিষ্ঠানে কোন কর্মকর্তা দ্বারা যেন হয়রানীর শিকার না হয় এমনকি বেতন নিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়লে তাদেরকে আইনী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সে জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে।
অপরদিকে ঢাকার আশুলিয়ায় ছিনতাইর অভিযোগে গ্রেফতার শিল্প পুলিশ সদস্য সম্পর্কে তিনি বলেন, একটি লোকের কারণে পুলিশ বাহিনীর ২ লাখ লোকের অর্জিত সুনামে কলংকের কালিমা লেপন হয়েছে। যা কখনো কাম্য নয়। আমাদেরকে আরো সচেতন হয়ে এসব লোকদেরকে চিহ্নিত করে ভালো হওয়ার জন্য বুঝাতে হবে। যদি সে না সুদরায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এসময় প্রধান অতিথিকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিল্প পুলিশ-৪ এ কর্মরত পুলিশ কর্তকর্তা ও সদস্যদের বক্তব্য উপস্থাপন করা হয়। তাদের বক্তব্য শুনে তা বাস্তবায়ন করার আশ্বস দেন তিনি।

র‌্যাবের অভিযানে ২ জঙ্গী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার রামপুরা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ ও ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, একটি দেশীয় অস্ত্র,জঙ্গীবাদি বই এবং লিফলেট উদ্ধার করা হয়। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-১১এর অতিঃ পুলিশ সুপার মোঃ সাকিল আহমেদ ¯^াক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী  নিয়মিত অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাত থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এবং ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সৈয়দ রায়হান কবির রায়হান ওরফে বাবুকে (২৮) কে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি চাপাতি,জঙ্গীবাদী বই ও কিছু লিফলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ঢাকার রামপুরা এলাকা থেকে মোঃ ফয়সার রহমান মোয়াজ ওরফে আবু দোজানা (২৯) কে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায় গ্রেফতার কৃত সৈয়দ রায়হান এবং মোঃ ফয়সাল ২০১৩ সালে রাহাত নামে এক জঙ্গীর মাধ্যমে আনসার আল ইসলাম এ যোগদান করেন এবং জঙ্গীর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরবর্তীতে সে নারায়ণগঞ্জ ও ঢাকার রামপুরা, বনশ্রী এলাকায় জঙ্গী সংগঠনটির সমš^য়ক হিসেবে কাজ শুরু করে। এছাড়াও সে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা হতে সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের কাজ করতো। গ্রেফতারকৃদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

পাগলায় বন্দুক যুদ্ধে বিল্লাল মিশরী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার কুতুবপুরের রসুল-কদমতলীর চিহ্নিত তালিকা ভুক্ত সন্ত্রাসী বিল্লাল মিশরী র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। বুধবার ভোরে পাগলা ওয়াসা সংলগ্ন খেজুরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বিল্লাল মিশরী নিহতের খবরে এলাকাবাসী আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেছে।

এর আগে ফতুল্লায় র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে বিল্লাল মিশরীর ভাই মাদক ব্যবসায়ী ইমরান মিশরী (৩৫) চলতিবছরের ৪ই জুলাই শুক্রবার রাতে কদমতলীর ওয়াসা এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। কুতুবপুরের সীমানাবর্তী এলাকা কদমতলীতে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি দল। এসময় মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়তে থাকে। এরপর র‌্যাবও পাল্টা গুলি ছোড়লে ঘটনাস্থলে ইমরান মিশরী গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ৫ পিছ ইয়াবা , নগদ ৬৯ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়

শাহাদাত যুবলীগের কেউ না- মীর সোহেল

স্টাফ রিপোর্টারঃ যুবলীগের নামধারী ক্যাডার শাহাদাত গ্রেফতারের পর প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের দাবি, শাহাদাত যুবলীগের কেউ নয়, তার কোন পদ পদবীও নেই। এছাড়া এ নামে কেউ আমার সাথে রাজনীতিও করেনা। কোন মিছিল,মিটিংয়েও আসেনি। শাহাদাত গ্রেফতারের পর আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া শাহাদাত জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু,সাংসদ শামীম ওসমান এবং আমার ছবি ব্যবহার করে যে ফেষ্টুন সাটিয়েছে সে ব্যাপারেও আমি অবগত ছিলাম না। মীর সোহেলের দাবি, অপরাধী আমার কর্মী হতে পারে না। আমি সন্ত্রাস, মাদক কিংবা কোন অপরাধের রাজনীতিতে বিশ্বাসী নই। শাহাদাতের সাথে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যুবলীগের নাম ব্যবহার করে কেউ কোন অপরাধের সাথে সম্পৃক্ত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করার অনুরোধ জানাচ্ছি।
অপরদিকে, ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ শাহিন জানিয়েছে, শাহাদাত আনোয়ার নামে আমার ওয়ার্ডে কোন যুগ্ম সম্পাদ নেই। শাহাদাত স্বঘোষিত যুবলীগ নেতা। এছাড়া ফেষ্টুন সাটানোর ব্যাপারেও আমরা কিছু জানি না। আমরা শাহাদাত ওয়ার্ড যুবলীগের কেউ না। আমার তার অপরাধের দায় কাঁধে নিবনা। অপরাধীরা যুবলীগের কর্মী হতে পারে না।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোর রাতে দাপা সামাদ ডাক্তারের বাড়ির সামনে থেকে চোরাই চাউল,মিটার ও ত্রিপলসহ যুবলীগের নামধারী ক্যাডার শাহাদাতকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে সাহিত্য ফোরামের সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সাহিত্য ফোরাম ফতুল্লা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে এই সংবর্ধনা দেয়া হয়। নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম এই সংবর্ধনার আয়োজন করেন। এসময় ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, নব-নির্বাচিত সভাপতি এম সামাদ মতিন, সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাবেক সাবেক সাধারন সম্পাদক রুহুল আমীন ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ, আর মিলন, প্রচার সম্পাদক জি এ রাজু, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মো: মাসুম, কার্যকরী সদস্য আলামিন প্রধান, সদস্য আমিনুল ইসলাম মিশু উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে নিউজ প্রতিদিন ডট কমের সম্পাদক আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সঙ্গীত শিল্পী মিতু মোরশেদ, সাংবাদিক হোসেন মনির, সাহিত্য পত্রিকা রুদ্রছায়ার সম্পাদক কবি আহমেদ রউফ, নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের উপদেষ্টা কবি শেখ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবি রুহুল আমীন, প্রচার সম্পাদক ইকবাল হাসান রোমেস, দপ্তর সম্পাদক সুমন সরকার, সদস্য রাসেল, আবুল খায়ের শিহাব, পারভেজ, সঙ্গীত শিল্পী রাজিব উপস্থিত ছিলেন। এসময় আদর্শ নগর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক মুন্সি, দাপা আদর্শ স্কুলের নব-নির্বাচিত সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল খালেক টিপু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ূম সরকার শাহিন, যুবলীগ নেতা মমতাজ উদ্দিন নিশাদ ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও ফতুল্লা সানসাইন স্কুলের প্রিন্সিপাল ঝুমা আক্তারের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এছাড়া স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফতুল্লায় চোরাই চাউলসহ যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লায় চোরাই চাউল,মিটার ও ত্রিপলসহ যুবলীগের নামধারী ক্যাডার শাহাদাতকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে ফতুল্লার ফতুল্লার দাপা সামাদ ডাক্তারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাত ফতুল্লা ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শাহাদাত ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। শাহাদাতের নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ(পুরাতন সড়কে) রাতের আধারে চাল,ডাল বোঝাই ট্রাক থেকে মালামাল চুরির একটি সিন্ডিকেট গড়ে তোলে। গতকাল শুক্রবার ভোরে ট্রাক থেকে চাল চুরির সময় ফতুল্লা মডেল থানার এ এস আই আলমঙ্গীর অভিযান চালিয়ে শাহাদাত(২৫), আকাশ(১৮), রাকিব(৪০), রশিদ(৩৫)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিন বস্তা চাল, একটি ত্রিপল ও কিছু বিদ্যুতের নতুন মিটার উদ্ধার করে। শাহাদাত বাহিনী সড়ক পথে চুরি ছাড়াও বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াক ওয়েতে ছিনতাই ও দাপা এলাকার মাদক ব্যবসার সাথে জড়িত। প্রসঙ্গেত, শাহাদাত ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছে। এ ব্যাপারে ফতুল্লা থানা যুবলীগের  সভাপতি মীর সোহেল জানান, অপরাধী আমার কর্মী হতে পারে না। এছাড়া আমি কোন অপরাধীকে তিনি আশ্রয় প্রশ্রয় দেই না।