নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার পাগলায় পুরাতন দেয়াল ভাঙ্গার সময় ধসে পরে একই পরিবারের তিন বোনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে পাগলা শান্তিনিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল ইসলামের মেয়ে লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (৩) এবং গোলাম মোস্তফা (৪০)। এছাড়া ইউনুস(৩৫) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পাগলা শান্তির নিবাস সংলগ্ন চানু মিয়ার মালিকানাধীন জায়গায় একটি পুরাতন ভবন ভাঙার কাজ চলছিল। পাশেই বস্তির কয়েকজন শিশু খেলা করছিল। দেয়াল ভাঙার সময় কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনি না দেয়ায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার এসআই দিদার হোসেন জানান, পাগলা শান্তি নিবাসের পাশে একটি পুরানো ভবন ভাঙার কাজ চলছিল। পাশেই বস্তিতর লোকজন ছিল। এসময় দেয়াল ধসে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।






এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড.সৈয়দ মশিউর রহমান শাহিন(দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক রিয়াদ মো: চৌধুরী(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন(দৈনিক অগ্রবানী), অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল(দৈনিক খবর প্রতিদিনি), প্রচার সম্পাদক জি,এ রাজ(দৈনিক রুদ্রবার্তা)ু, ক্রীড়া সম্পাদক নিয়াজ মো: মাসুম(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), কার্যকরী সদস্য সেলিম মুন্সি(দৈনিক যায়যায়দিন),আলামিন প্রধান(দৈনিক যুগান্তর),মনির হোসেন(দৈনিক খবরপত্র),সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান(দৈনিক খবর প্রতিদিন), সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজদ(দৈনিক নয়াদিগন্ত), প্রতিষ্ঠাতা সদস্য এ, আর মিলন(দৈনিক আজকের বানী),পিয়ার চান(দৈনিক সচেতন), মাসুদ আলী(দৈনিক ডান্ডিবার্তা)।



