
১৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ ও সবশেষ বৃহস্পতিবার ১৯ অক্টোবর ফতুল্লাতে আলাদা দুটি সমাবেশ হয়। সমাবেশে পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক মাহমুদ, প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, রাজধানীর দুই এমপি সানজিদা খানম, সৈয়দ আবু হোসেন বাবলা সহ স্থানীয় এমপি শামীম ওসমানসহ অনেক রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। ডিএনডি বাধের ৫৭ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বেশীরভাগই সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকাতে। ওই দুটি সমাবেশে এসে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বেশ আস্থার সাথে বলেছেন, অক্টোবরের মধ্যেই এই উন্নয়ন প্রজেক্টের কাজ শুরু হবে। ৫শ ৫৮ কোটি টাকার প্রকল্প হলেও এর উন্নয়নের জন্য যদি আরো টাকার প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করা হবে। কারণ প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়টা নিয়ে বেশ আন্তরিক। তাই বাজেট কোন সমস্যা নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান এ প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হোক এবং ডিএনডিবাসী জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পাক।
নতুন করে সৃষ্টি জলাবদ্ধতা নিয়ে কথা হয় সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনডি পাম্প হাউসের উপ-সহোকারী প্রকৌশলী রাম প্রসাদ বাছারের সাথে। তিনি বলেন, গত দেড় মাস আগে একটানা সাতদিনে যতটুকু বৃষ্টি হয়েছিল তার চেয়ে বেশি বৃষ্টি গত দুই দিনে হয়েছে এবং এখনো হচ্ছে। গত মাসে বৃষ্টি না হওয়ায় পানি অনেকটাই কমে গিয়েছিলো। যার কারণে আমাদের পাম্পগুলোও বন্ধরাখতে হয়েছে। গত দুদিনের বৃষ্টিতে আবারো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আমাদের চারটি বড়ো পাম্পের মধ্যে তিনটি চালু করেছি। এবং আরো কয়েকটি অস্থায়ি পাম্প আছে সেগুলো আজ দুপুরের মধ্যে চালু হয়ে যাবে। এবং ডিএনডির বিভিন্ন স্থানে




এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড.সৈয়দ মশিউর রহমান শাহিন(দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক রিয়াদ মো: চৌধুরী(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন(দৈনিক অগ্রবানী), অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল(দৈনিক খবর প্রতিদিনি), প্রচার সম্পাদক জি,এ রাজ(দৈনিক রুদ্রবার্তা)ু, ক্রীড়া সম্পাদক নিয়াজ মো: মাসুম(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), কার্যকরী সদস্য সেলিম মুন্সি(দৈনিক যায়যায়দিন),আলামিন প্রধান(দৈনিক যুগান্তর),মনির হোসেন(দৈনিক খবরপত্র),সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান(দৈনিক খবর প্রতিদিন), সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজদ(দৈনিক নয়াদিগন্ত), প্রতিষ্ঠাতা সদস্য এ, আর মিলন(দৈনিক আজকের বানী),পিয়ার চান(দৈনিক সচেতন), মাসুদ আলী(দৈনিক ডান্ডিবার্তা)।




