২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 241

দীর্ঘ ৪৫ বছর পর নাঃগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি জমে উঠেছে

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি জমে উঠেছে। স্বাধীনতার পর দীর্ঘ ৪৫ বছরের ইতিহাসে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এতোটা ঐক্যবদ্ধ হয়নি এমন মন্তব্য আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীদের। স্বাধীনতার পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগে উত্তর-দক্ষিন মেরুরর রাজনৈতিক চর্চা শুরু হলেও চলতি বছর তারও অবসান ঘটে। উখল মেরুর নেতাদেও এখন এক মঞ্চে এসে সমাবেত হতে দেখা যাচ্ছে। বিগত দিনের বিভেদ ভুলে উভয় মেরুর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিচ্ছে। শুধু দলীয় কর্মকান্ডেই নয়, নারায়ণগঞ্জের উন্নয়ন ও জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁেধ কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন পর সব নেতাদের এক কাতারে দেখে নেতাকর্মীদের মধ্যেও প্রাণের সঞ্চার ঘটেছে। তবে আওয়ামী লীগের এ ঐক্য ধরে রাখতে পারলে আগামীদিনে জেলা আওয়ামী লীগ সারা দেশের জন্য মডেল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, জেলা আওয়ামী লীগের নেতাদের বিরোধ নিরসন হলেও জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের কমিটিগুলো পূর্নগঠন না হওয়ায় নেতাকর্মীদেও মধ্যে ক্ষোভ রয়েই গেছে। এর জন্য জেলার আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাংগঠনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃনমূলের নেতাকর্মীরা। কর্মীদের অভিযোগ, মেয়দহীন কমিটিগুলো নতুন করে ঢেলে না সাজানোর ফলে নতুন নেতৃত্ব উঠে আসছে না। এর ফলে রাজনীতিতে যারা সক্রিয় রয়েছে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। এর জন্য জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকরাই দায়ি। দলের একাধিক সূত্রে জানাগেছে, নতুন নেতৃত্ব গড়ে না ওাায় পদ আকড়ে থাকা নেতাদের মধ্যে স্বেচ্ছাচারিতা বাড়ছে। এর ফলে কর্মীদেও মূল্যায়ন কমে গেছে। তবে আওয়ামী লীগের রাজনীতিকে আরো চাঙ্গা রাখতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোতে নতুন করে ঢেলে সাজানো ছাড়া বিকল্প কোন পথ নেই এমন দাবি আওয়ামী লীগের তৃনমূলের। রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বিগত যে কোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। স্বাধীনতা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে এতোটা ঐক্যবদ্ধ হতে দেখা যায়নি। প্রবীন রাজনীতিকদের মতে, স্বাধীনতার পর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সংসদ সদস্য একেএম সামসুজ্জোহা ও পৌর সভার সাবেক চেয়ারম্যান আলী আহমদ চুনকার সাথে বিরোধ দেখা দেয়। এর ফলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে উত্তর-দক্ষিন মেরুরর রাজনৈতিক চর্চা শুরু হয়। কিন্তু দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটে চলতি বছল। এখন নারায়ণগঞ্জ আওয়ামী লীগে উত্তর-দক্ষিন মেরু নেই। উভয় মেরুর নেতারা মিলেমিশে একাকার হয়ে দলীয় কর্মকান্ডে এক মঞ্চে দাড়িয়ে অংশ নিচ্ছে, বক্তব্য দিচ্ছে। উত্তর-দক্ষিন মেরুর অবসানে আওয়ামী লীগের তৃনমূল চাঙ্গা হয়ে উঠেছে। দীর্ঘদিনের বিরোধ দলের সাধারন নেতাকর্মীরা বিব্রত থাকলেও এখন তাদেও মধ্যে কোন ঝড়তা নেই। তবে আওয়ামী লীগের রাজনীতিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোতে নতুন করে ঢেলে সাজাতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের বুকে এক উজ্জল নক্ষত্র-শামীম ওসমান

আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যদি মেয়েরা নিজেদের মেয়ে না ভেবে মানুষ ভাবে তাহলে আর কোন সমস্যার সম্মুক্ষীণ হতে হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে হয়ে তার পরিবারের সব সদস্যদের হারিয়েও বাংলাদেশকে বিশ্বের বুকে এক উজ্জল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করিয়েছে। শনিবার (৩০ জুলাই) দুুপুরে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামনে বসে থাকা ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
সাংসদ আরো বলেন, রাস্তাঘাটে মেয়েদের একা চলতে গেলে নানা সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই নিজের মনকে স্থির করে সাহসিকতার সাথে বিপদের মোকাবেলা করতে হবে। এ সময়ে নতুন ভবন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার দেবার ঘোষনা দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যালয়ের দাতা সদস্য আলীনূর মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আমল খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, খালেদুজ্জামান ভূইয়া, মো জাহাঙ্গীর হোসেন, বাবু নিমাই দে, লাভলী আক্তার রহিমা, কামরুজ্জামান, মঈনুল হোসেন, এড. নূরুল হুদা প্রমূখ।

শিশু সাগর বর্মনের হত্যার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণকে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের নেতারা। এসময় তারা শিশু সাগর বর্মনের পরিবারের ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন। এছাড়াও অবিলম্বে সারা দেশের হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও হত্যা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এসময় দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ ইস্যুতে আমেরিকার চক্রান্ত বলেও দাবি করেন তারা। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে উদ্যোগে শিশু সাগর বর্মন হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপী নাথ দাস বলেন, ‘সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। কিছুদিন আগেই ধর্মগুরু, সেবক, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুক, চার্চের ফাদার সহ নিরীহ মানুষদের গলাকেটে হত্যা করা হয়েছে। আর ক’দিন আগে একটি ১০বছরের শিশুকে হত্যা করা হয়েছে। এ একের পর এক সংখ্যালঘু নির্যাতন, হত্যা, খুন অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন হবে।’ জঙ্গিবাদ ইস্যুতে গোপীনাথ দাস বলেন, ‘সারাদেশে একের পর এক মানুষ হত্যা করে এখন আবার গুলশানে একটি হোটেলে ঢুকে বিদেশী সহ বেশ কিছু মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। এসব আমেরিকার চক্রান্ত। আমেরিকা যার বন্ধু তার কোন শত্রæর প্রয়োজন হয় না। তাই বর্তমান সরকার এ জঙ্গিবাদ কঠোর হাতে দমন করতে হবে।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি লিটন কুমার পাল বলেন, ‘শিশুটিকে কি নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। এভাবে একের পর এক হিন্দু সম্প্রদায়ের ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন বন্ধ করতে হবে। শিশু সাগর বর্মন পরিবারের যে ক্ষতি করা হয়েছে তার কোন দিন পূরণ করা যাবে না। তারপর সাগর বর্মনের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এছাড়াও দোষীরা যেই হোক তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনন্দ কুমার সেরাওগীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মহানগর শাখার সাধারণ সম্পাদক নিমাই দে, হিন্দু নেতা বাদল রায়, কৃষ্ণ আচার্য্য, অরুন দেবনাথ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক মিলন সরকার, রিপন কর্মকার, ভজন দাস প্রমুখ। প্রসঙ্গত গত ২৪ জুলাই রোববার দুপুরে জোবেদা টেক্সটাইলের কারখানার ভেতরে ১০ বছরের সাগর বর্মণের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।

শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নের দিকে-তোফায়েল আহমেদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, একটা সময় ছিলো, যখন বিদেশিরা বাংলাদেশকে একটি তলি বিহীন ঝুড়ির সাথে তুলনা করতো। কিন্তু এখন তারাই এদেশের অর্থনৈতিক উন্নয়নে বিষ্মিত। আমি যখন দেশের বাইরে যাই তখন বিভিন্ন দেশের মন্ত্রীরা বাংলাদেশের পোশাক শিল্পের বিষয়ে আমার কাছে বিষ্ময় প্রকাশ করেন। সাড়া বিশ্বের কাছেই উন্নয়নের বিষ্ময় বাংলাদেশ। আর এই অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্থ করছে বিএনপি জামায়োতের তৈরী জঙ্গীরা। দেশ থেকে জঙ্গী নিমুর্ল করতে পারলে আরো উন্নয়ন হবে।শনিবার (৩০ জুলাই) দুপুরে শহরের চাষাড়ায় বিকেএমইএর ভবন নির্মানের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন এবং নীট শিল্পের মৃত শ্রমিকদের পরিবারের মাঝে গ্রুপ বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নের দিকে গতিশিল হয়েছে। বিদেশিরা যদি আমার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা জানতে চান, তাহলে আমি বলি, আগে দেশে সাড়ে ৭ কোটি জনসংখ্যা ছিলো, তখন খাদ্যের অভাব হতো। এখন ১৬ কোটি মানুষ রয়েছে, তবে খাদ্যের সংকট নেই।
তিনি আরো বলেন, আমি পাকিস্তানের বানিজ্য মন্ত্রী কে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের রপ্তানী কত? তিনি বলেছিলেন, আমাদের রপ্তানী ২১ বিলিয়ন এবং রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার। এর প্রতিউত্তরে আমি বলেছি, আমাদের রপ্তানী ৩৪ বিলিয়ন এবং রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার। আমার কথা শুনে তিনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।
দেশের রপ্তানী শিল্পের সাথে নতুন সম্ভাবনা যোগ করে তিনি বলেন, আমরা চাউল রপ্তানীর পরিকল্পনা গ্রহণ করেছি। আগামীতে ৩ কোটি ৮০ লক্ষ মেট্টিক টন চাউল রপ্তানী করা হবে। শুধু রপ্তানীর দৃষ্টিকোন থেকেই নয়, ভারত-পাকিস্তানের চাইতে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি, শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কম। তাই ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, এটা আমাদের জন্যে বাস্তব।

এদিকে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার বিষয়ে তিনি বলেন, আমাদের এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করার জন্যে তথাকথিত একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে এরা সফল হবে না। শেখ হাসিনা বিচক্ষন এবং তার পিতার মতই তিনি কাউকে ভয় করেন না। আসলে যারা ২০১৫ সালে দেশে আগুন হামলা চালিয়েছে, তারাই আজ দেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তবে আমি যানি, কোন দিনও সন্ত্রাস সফল হয়না। যদি হতো তাহলে বিশ্বের অনেক দেশই ধ্বংস হয়ে যেত।

আলোচনা পর্বের পর নীট শিল্পের ৮০ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে গ্রুপ বীমা দাবীর ২ লাখ টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি আলহাজ্ব একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, বানিজ্য মন্ত্রনালয়ের সিনি: সচিব হেদায়েত উল্লাহ আল-মামুন, রপ্তানী উন্নয়য়ণ ব্যুরো’র সিইও মাফরুহা সুলতানা, শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ, প্রমুখ।

এর আগে সকাল ১১ টায় ফতুল্লার চাঁনমাড়ি এলাকায় নারায়য়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর নবনির্মিত ভবন উদ্বোধণ করেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। একই সাথে ভবনটিতে চেম্বার অব কমার্সের ৫টি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন তিনি।

বিকেএমইএ’র অধীনে পরিচালিত অর্থ মন্ত্রনালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট এর অর্থায়নে নবনির্মিত ওই ভবনটিতে উদ্বোধন করা হয়, এ্যাপারেল মার্চেন্ডাইজিং, সোশ্যাল কমপ্লায়েন্স এন্ড সিএসআর ইস্যুজ, ফায়ার সেফটি মেনেজম্যান্ট এন্ড রিস্ক এসেসম্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড লীন ম্যানুফ্যাকচারিং ও স্কীল ট্রেনিং প্রোগ্রাম অপারেট ট্রেনিং প্রকল্প।

 

বক্তাবলীর শিশু রাতিক হত্যাকারীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলীর রাতিক হত্যা মামলার আসামী অহিদুল বৃহস্পতিবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহানের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়। উল্লেখ্য, গত ১৮ জুলাই মজিবরের ছেলে রাতিককে নদীর পানিতে চুিবয়ে হত্যা করার অপরাধ রাতিকের বাবা মজিবর বাদী হয়ে নুর ইসলামের ছেলে অহিদুলকে আসামী করে ফতুল্লা মডেল থানায় এটি হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, অহিদুল একজন মানষিক ভারসাম্যহীন যুবক। সে ছোটবেলা থেকেই একটু পাগলাটে স্বভাবের ছিলো। ঐদিন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় রাতিকের। আর এর দায়ভার চাপানো হয় অসুস্থ্য অহিদুলের উপর। অহিদুল এ হত্যার সাথে জড়িত নয় বলে ধারনা গ্রামবাসীর। আর তাই তদন্ত করে নির্দোষ অহিদুলকে মুক্ত করে প্রকৃত দোষীদের সাজা দেওয়ার আহবান জানিয়েছেন তারা।

এক অসহায় বাবার ডাস্টবিনের ময়লা খেয়ে বেঁচে থাকা

মুন্সীগঞ্জে শত বছর বৃদ্ধ ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছেন । বারেক (৯০) পিতামৃত- অলি মোল্লা নামের শত বছর বয়সী এক বৃদ্ধ এখন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পাশের ঝোঁপের ভিতর ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খেয়ে বেঁচে আছেন। বুধবার দুপুর ১২ টার সময় হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ভবনের পাশে শত শত উৎসুক জনতার ভিঢ় ।

একটু এগিয়ে গিয়ে দেখা যায়, ভবনের পিছনে ঝোঁপের মধ্যে একজন শত বছর বয়সী বৃদ্ধ হাসপাতালের ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছেন। এমন দৃশ্য দেখার পর পাশের চায়ের দোকানি মহিউদ্দিন এগিয়ে এলেন তাকে সাহায্য করার জন্য। নিজের দোকান থেকে খাবারও খেতে দিলেন বৃদ্ধকে। পরে হাসপাতালের স্টাফ মোঃ মাসুদ একজন সুইপারকে টাকা দিয়ে বৃদ্ধকে ঝোঁপের ভেতর থেকে বের করে হাসপাতালের প্রধান ফটকের সামনে নিয়ে আসেন । বৃদ্ধ লোকটির বয়সের ভারে কিছুই মনে করতে পারছেনা। কথাও বলছেন অনেক কষ্ট করে তাও আবার স্পষ্ট নয়। নাম জানতে চাইলে বলেন, তার নাম বারেক এবং পিতার নাম মৃত- অলি মোল্লা এবং তার বাড়ী টঙ্গীবাড়ী এর বেশী কিছু বলতে পারছেন না তিনি । আর সবার চোখের দিকে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকেন। একটু পর পর কেঁদে উঠেন বৃদ্ধটি। তার গ্রামের নামটিও বৃদ্ধটি মনে করতে পারছেন না। একটু পর পর পকেট থেকে টাকা বের করে দিয়ে তাকে বাড়ীতে পৌছে দিতে ইশারা করেন। কিন্তু তার গ্রামের নাম বলতে না পারায় তাকে কেউ সাহায্য করতে পারছেনা। বৃদ্ধের দেয়া তথ্য অনুযায়ী এ বিষয়টি নিয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি বলেন,বৃদ্ধের ব্যাপারে কোন জিডি বা কোন তথ্য আমার জানা নেই।যেহেতু বৃদ্ধটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পাশে সেটা সদর থানা দেখবে। হাসপাতাল একাধিক রোগী সূত্রে জানা যায়, বৃদ্ধটিকে ২ দিন আগে গুরুত্বর আহত অবস্থায় ২ জন ছেলে হাসপাতালে নিয়ে আসেন। বৃদ্ধের মাথায়, কপালে ও নাকে কাঁটা যখম রয়েছে এবং সেখানে সেলাইও আছে। হাসপাতালের রোগীদের সূত্রে জানাযায়,বৃদ্ধটিকে একজন মহিলা বাড়ীতে নিয়ে যাবে বলে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়। পরে বৃদ্ধটিকে হাসপাতালের পূর্বপাশের নতুন ভবনের পাশে ফেলে রেখে চলে যায়। খাবার না পেয়ে বৃদ্ধটি হামাগুড়ি দিয়ে পাশের ঝোঁপের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে ময়লা থেকে খাবার তুলে খায়। বৃদ্ধটি হাঁটতে চলতে পারেছেন না বয়সের ভারে।
পরে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মিলেনি বৃদ্ধের ঠিকানা । তার পরিবার পরিজনের কেউ তাকে নিতে আসেনি। বৃদ্ধটি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের গেটের পাশের খোলা মাঠের ঘাসের উপর পরে রয়েছে।

ইভটিজিংয়ের মতো আমাকে ‘ডিজিটাল টিজিং’ করা হয়েছে : শেখ হাসিনা

তথ্যপ্রযুক্তির প্রসার ঘটাতে গিয়ে নানা বাধা ও তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা করি তখন প্রথম দিকে আমাকে ও আমাদের সরকারকে টিজ করা হতো। অথচ এখন দেশ সত্যিকারের ডিজিটালের দিকে এগিয়ে চলেছে। ওই সময় ইভটিজিংয়ের মতো আমাদেরকে ‘ডিজিটাল’ টিজিং শুনতে হতো।

বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিস্থ নভোথিয়েটারের সম্মেলন কক্ষে উন্নয়ন উদ্ভাবন বাংলাদেশ-২০১৬ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ নতুন উপসর্গ হিসেবে দেখা দিয়েছে। প্রযুক্তির ব্যবহারের যেমন ভালো কাজ হচ্ছে, আবার জঙ্গি সন্ত্রাসীরাও প্রযুক্তি ব্যবহার করছে। সেজন্য আমাদের সতর্ক হতে হবে। বাংলার মাটিতে জঙ্গি-সন্ত্রাসীদের স্থান হবে না।

ইন্টারনেট ডেনসিটি ও সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে তথ্য-প্রযুক্তিবান্ধব নীতি প্রণয়ন করা হয়েছে। দেশের ৯৯ ভাগ এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশে ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছে। ৪-জি প্রযুক্তিও অচিরেই চালু করা হবে।

সারা দেশে ২৫ হাজারেরও বেশি ওয়েবসাইট নিয়ে ‘জাতীয় তথ্য বাতায়ন’ চালু করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও ১ হাজার ৫০০ এর বেশি সরকারি ফরম নিয়ে চালু করা হয়েছে ফর্ম পোর্টাল।

‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ ও ‘ডিজিটাল কনটেন্ট তৈরি’ নামে দুটি মডেল উদ্ভাবন করা হয়েছে যার মাধ্যমে দেশের ২৩ হাজার ৩৩১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪ হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয় সুবিধা পাচ্ছে। ১০ হাজার বিষয়ে ১ লক্ষ পৃষ্ঠার কনটেন্ট নিয়ে জাতীয় ই-তথ্যকোষ তৈরি করা হয়েছে।

বাংলাদেশে বিদেশিরা আতঙ্কে

গুলশানে জঙ্গি হামলায় একসঙ্গে ১৭ জন বিদেশি নিহত হওয়ার পর বাংলাদেশে বসবাসরত বিদেশিদের মধ্যে আতঙ্ক কমছে না৷ ঢাকার জার্মান দূতাবাসে কর্মরত দুই জার্মান নাগরিক আর বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন৷

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টোমাস প্রিনৎস বাংলাদেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পহেলা জুলাইয়ের ঘটনার পর বিদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে৷ ‘‘আমার অন্তত দুই জন সহকর্মী গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার পর আর ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ সব মিলিয়ে কতজন সহকর্মী আর ফিরবেন না সেটা এখনই বলা যাচ্ছে না৷ কারণ এখনও গ্রীষ্মকালীন ছুটি চলছে৷ ছুটি শেষ হলেই জানা যাবে কতজন আসছেন না৷ যাঁদের শিশু সন্তান রয়েছে তাঁদের মধ্যে আতঙ্কটা আরো বেশি৷”

পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত

হলি আর্টিজান বেকারিতে নিয়মিত যাতায়াত ছিল নীপিন গঙ্গাধরের৷ বিদেশি এক বেসরকারি সংস্থার শীর্ষ পদে আছেন এই ভারতীয়৷ গুলশানে হামলার পর তাঁর বন্ধুমহলের অনেকেই এখন ঢাকায় নেই৷ কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘হামলার কথা জেনে প্রথমে স্তম্ভিত হয়েছি৷ ওটা একটা নিরাপদ জায়গা ছিল৷ আমরা প্রায়ই সেখানে যেতাম৷ ওখানকার রুটি আমার বাসার নিয়মিত খাবার ছিল৷ ওই হামলা বিদেশিদের শঙ্কিত করে তুলেছে৷ কারণ অনেকে ওই হামলার গোলাগুলির শব্দ নিজ কানে শুনেছে, কোনো পত্রিকা পড়ে বা টিভিতে দেখে নয়৷”

নীপিন গঙ্গাধর আরো জানান, সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন৷ তবে তাঁর বিদেশি বন্ধুরা আরো কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান৷ মূলত নিজেদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা কাজ করছে বলে জানান তিনি৷

সতর্ক হয়ে চলাফেরা

বাংলাদেশে একটি ভারতীয় এয়ারলাইন্সের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শ্রীলংকান নাগরিক জে এফ মার্জিয়া৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এটা একটা সুন্দর দেশ৷ ২৫ বছর আগে এই দেশে এসে আমি মুগ্ধ হয়েছিলাম৷ এখনো ভালো লাগে৷ তবে সাম্প্রতিককালের ঘটনা খানিকটা উদ্বিগ্ন করেছে৷ এখন সতর্কভাবে চলাফেরা করি৷”

বাড়তি নিরাপত্তা

গুলশানে সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক এলাকার বিদেশি নাগরিকদের বাড়তি নিরাপত্তা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ দূতাবাসগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷ নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বিদেশিদের চলাফেরায়৷ তবে জার্মান রাষ্ট্রদূত বলেছেন, ‘‘গুলশান এত জনবহুল যে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র করা সম্ভব নয়৷ কারণ অনেক মানুষ এখানে প্রতিদিন বাইরে থেকে আসেন৷”

তৈরি পোশাক খাত নিয়ে শঙ্কা

পরপর দুটি বড় জঙ্গি হামলার ঘটনা বিপাকে ফেলেছে বাংলাদেশের প্রধান রফতানি আয়ের উৎস তৈরি পোশাক খাতকে৷ এ খাতের ব্যবসায়ীরা বলছেন, ওই ঘটনার পর ক্রেতারা বাংলাদেশে আসতে চাইছেন না৷ পোশাক খাতে কমর্রত বেশ কিছু বিদেশি নাগরিক নিজ দেশে ফিরে গেছেন৷ নিরাপত্তাহীনতার কারণে অনেক ক্রেতা সাময়িকভাবে আসতে চাইছেন না৷ অনেকে তৃতীয় কোনো দেশে গিয়ে বৈঠক করতেও অনুরোধ করছেন৷

এক গার্মেন্টস ব্যবসায়ী জানিয়েছেন, বাংলাদেশ থেকে কোনো ক্রয়-আদেশ এখনো বাতিল হয়নি৷ কোনো বিদেশি কোম্পানির ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্তও জানা যায়নি৷ তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে কার্যাদেশ (অর্ডার) কমে যাওয়ার আশঙ্কা আছে৷ তিনি বলেন, ‘‘আশঙ্কা করছি যারা বেশি অর্ডার দিত তারা কমিয়ে দিতে পারে৷ গ্রীষ্মকালীন ক্রয়াদেশের জন্য আমাদের জুলাই থেকে নেগোসিয়েশন শুরু হয়৷ আল্লাহ না করুক এই পরিস্থিতি যদি চলতে থাকে আশঙ্কা তখন অ্যাবসলিউট হয়ে যাবে৷”

ওই ব্যবসায়ী বলেন, ‘‘অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানের বিদেশি ক্রেতারা বাংলাদেশের বদলে দিল্লি, ব্যাংকক ও হংকংয়ে সভা করার প্রস্তাব দিয়েছে৷ এছাড়া নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় দেশ৷”

তবে ২৮টি মার্কিন প্রতিষ্ঠানের জোট ‘আল্যায়েন্স’ বাংলাদেশ থেকে পোশাক ক্রয় অব্যাহত রাখবে বলে জানিয়েছে৷ অন্যদিকে ইউরোপীয় ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’ বাংলাদেশে কর্মরত ইউরোপীয় কর্মীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে৷

‘শামীম ওসমানের টাকা সুইচ ব্যাংকে’! সুইচ ব্যাংকে আমার কোন একাউন্টই নেই-আইভী

নিউজ প্রতিদিনঃ সম্প্রতি শামীম ওসমানের এক বক্তব্যে উদ্ধৃতি টেনে নাসিক মেয়র আইভী বলেন, আমি জঙ্গি নেত্রী না। আমার কোটি কোটি টাকা নেই। আমার দাদা ছিলেন কৃষক। আর দাদার সম্পত্তি বিক্রি করে আমার বাবা আলী আহাম্মদ চুনকা জনগনের জন্য রাজনীতি করে গেছেন। যিনি বলেছেন, গত নির্বাচনে আমি বিএনপি জামায়াতের কাছ থেকে ৫ মিলিয়ন টাকা নিয়েছি। আমার সুইচ ব্যাংকে একাউন্ট নেই। যিনি বলেছেন (শামীম ওসমান) তার সুইচ ব্যাংকে একাউন্ট আছে। নারায়ণগঞ্জবাসী একদিন সেই টাকা বের করে নিয়ে আসবে। বুধবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় নগর ভবনে বাজেট অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন জাইকা সহায়তাপুষ্ট “সিটি গভর্নেন্স প্রকল্প” এর আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বচ্ছতা জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একথা বলেন তিনি। উল্লেখ্য, গত ২১ জুলাই মাসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় ২০১১ সালের সিটি নির্বাচনের ইতিহাস তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘নাসিক নির্বাচনে কি গেম হয়েছিল , তা নারায়ণগঞ্জবাসী খুব ভালো করেই জানে। রাতের আধাঁরে বিএনপি নেত্রীর সাথে বসে তৈমুরকে বসিয়ে দেয়া, ভোট কেনার জন্য কোটি কোটি টাকা ছিটিয়ে দেয়া, নির্বাচনের দিন সাড়ে ৪’শ সিসি ক্যামেরা, এতো এতো সাদা চামড়ার লোক, নারায়ণগঞ্জে সিটি নির্বাচনের মত একটি ছোট নির্বাচনে এগুলো কীসের আলামত ছিল? তারা ভেবেছিলেন আমি শামীম ওসমান হয়তো নির্বাচনের দিন আমার কর্মীদের নিয়ে একটি করে ভোট কেন্দ্র ধরব আর খালি করে বের হবো। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমি নেত্রীর কথার বাইরে কোন কাজ করি না। যদি করতাম, তাহলে এটা বাঞ্ছারামপুর না, এটা নারায়ণগঞ্জ। বাংলাদেশের রাজনীতি এই জেলায় বসেই নিয়ন্ত্রন করা হয়।

বাদল-শওকতকে বঙ্গবন্ধুর আত্মজীবনী উপহার দিলেন ইউএনও

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীকে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর ও রাজনৈতিক পথচলার বিভিন্ন তথ্য সম্বলিত এক সেট বই উপহার দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী। বুধবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান দুই জনকে এই বই প্রদান করা হয়। এসময় সদর ইউএনও আফরোজা আকতার চৌধুরী বলেন,  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী থেকে আমরা আমাদের পথচলার পাথেয় সংগ্রহ করতে পারি। তাই সকলেরই উচিত এ বইগুলো পড়া। এজন্য আমার ক্ষুদ্র সামর্থ থেকে অল্প কিছু বই সদর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপহার হিসেবে প্রদান করলাম। আশা করি এ বইগুলো পড়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা ঠিক করবেন এবং বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তুলবেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরিফুল হক প্রমূখ।