নানা অনিয়ম ও সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ ধাপের ৭০৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। চতুর্থ ধাপে দেশের ৪৬ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউপিতে ভোট শেষে গণনা শনিবার মধ্যরাতেই শেষ হয়েছে। এরই মধ্যে ৬৮৯টি ই্উপি নির্বাচনের বেসরকারি ফলাফল জানা গেছে।
আগের তিন ধাপের মতো ব্যাপক সহিংসতা, হানাহানি, কেন্দ্রদখলসহ নানা অনিয়মের মধ্যে অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা একচেটিয়া জয়ী হয়েছেন।
ভোটে জালিয়াতি ও অনিয়মের কারণে অন্তত ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে মোট কয়টি ইউপির ফল স্থগিত হবে, তা নিশ্চিত করতে পারেনি ইসি। তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের সর্বশেষ ৬৮৯ ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে-
আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী: ৪৫১
বিএনপি (ধানের শীষ) প্রার্থী: ৭৩
জাতীয় পাটি (লাঙ্গল): ৩
স্বতন্ত্র ও অন্যান্য: ১৬২
আগের তিন ধাপের ফল
প্রথম ধাপ
অনুষ্ঠিত নির্বাচন: ৭১২ ইউপি, আওয়ামী লীগ ৫৪২ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৪), বিএনপি স্বতন্ত্র ও অন্যান্য ১০৭।
দ্বিতীয় ধাপ
অনুষ্ঠিত নির্বাচন: ৬৩৯ ইউপি (স্থগিত ১১), আওয়ামী লীগ ৪৪৮ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪), বিএনপি ৬৩, স্বতন্ত্র ও অন্যান্য ১০৫।
তৃতীয় ধাপ
অনুষ্ঠিত নির্বাচন: ৬১৫ ইউপি (স্থগিত ৬), আওয়ামী লীগ ৩৩৪ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮), বিএনপি ৬০, স্বতন্ত্র ও অন্যান্য ১০৭।
বিভাগভিত্তিক ফল
ঢাকা
মুন্সীগঞ্জ (সদর ও টঙ্গিবাড়ি উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১৫ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৮, বিএনপি ২, স্বতন্ত্র ৪।
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীতে বিএনপির মোহাম্মদ তোতা মিয়া মুন্সী, পঞ্চসারে স্বতন্ত্র গোলাম মোস্তফা, রামপাল ইউনিয়নে স্বতন্ত্র বাচ্চু মোল্লা, টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়লে আওয়ামী লীগের দীন ইসলাম, বালিগাঁওয়ে আওয়ামী লীগের হাজী মোহাম্মদ দুলাল, ধীপুরে বিএনপির আক্তার হোসেন মোল্লা, দীঘিরপাড়ায় আওয়ামী লীগের আরিফ হাওলাদার, হাসাউল বানারীতে আওয়ামী লীগের আনোয়ার হাওলাদার, যশলংয়ে আওয়ামী লীগের আলমাছ জোতদার, কামারখাড়ায় আওয়ামী লীগের মহিউদ্দিন হাওলাদার, কাঠাদিয়া শিমুলিয়ান ইউনিয়নে আওয়ামী লীগের নূর হোসেন ব্যাপারী; আবদুল্লাপুরে আওয়ামী লীগের আবদুর রহিম, আউটশাহীতে স্বতন্ত্র লিটন ঢালী, বেতকায় স্বতন্ত্র আলম শিকদার বাচ্চু, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের লিটন মাঝি বিজয়ী হয়েছেন।
মানিকগঞ্জ (সাটুরিয়া উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ৭ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৭, বিএনপি ০, স্বতন্ত্র ০।
সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে ৯টি ইউনিয়নের মধ্যে ৯টিতে বিজয়ী আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বালিয়াটী ইউনিয়নে মো. রুহুল আমিন, সাটুরিয়া সদরে মো. আনোয়ার হোসেন পিন্টু, দরগ্রাম ইউনিয়নে মো. আলাউদ্দিন, হরগজ ইউনিয়নে মো. আনোয়ার হোসেন খান, বরাইদ ইউনিয়নে মো. হারুন অর রশিদ, তিল্লি ইউনিয়নে মো. আব্দুছ সালাম, ধানকোড়া ইউনিয়নে মো. আবুল কালাম আব্দুর রউফ, ফুকুরহাটি ইউনিয়নে মো. আফাজ উদ্দিন ও দিঘুলিয়া ইউনিয়নে মো. মতিয়ার রহমান।
টাঙ্গাইল (মধুপুর ও দেলদুয়ার উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১১ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৬, বিএনপি ২, স্বতন্ত্র ও অন্যান্য ৩।
মধুপুর উপজেলার আলোকদিয়ায় আওয়ামী লীগের আবু সাঈদ তালুকদার দুলাল, গোলাবাড়ীতে আওয়ামী লীগের গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ীতে আওয়ামী লীগের ইউনিয়নে শাজাহান আলী তালুকদার; দেলদুয়ার উপজেলার আটিয়ায় স্বতন্ত্র সাজ্জাদ হোসেন আজাদ, দেলদুয়ারে স্বতন্ত্র আবু তাহের বাবলু, দেওলীতে আওয়ামী লীগের দেওয়ান তাহমীনা হক, ডুবাইলে আওয়ামী লীগের ইলিয়াস হোসেন, এলাসিনে আওয়ামী লীগের বেলায়েত হোসেন তালুকদার, ফাজিলহাটিতে বিএনপির তোফাজ্জল হোসেন ও পাথরাইলে স্বতন্ত্র হানিফুজ্জামান লিটন, লাউহাটিতে বিএনপির রফিকুল ইসলাম ফিরোজ জিতেছেন।
কিশোরগঞ্জ (ভৈরব ও কুলিয়ারচর উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১৩ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৮, বিএনপি ০, স্বতন্ত্র ৩ (আ.লীগ বিদ্রোহী), স্থগিত ২।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. ফারুক মিয়া, শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের শফিকুল ইসলাম, শিমুলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুবায়ের আলম, গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী গোলাম সারোয়ার গোলাপ (প্রতীক-আনারস), শ্রীনগর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু তাহের, সাদেকপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক, আগানগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোমতাজ উদ্দিন জয় লাভ করেছেন।
কুলিয়ারচর উপজেলার উসমানপুরে আওয়ামী লীগ প্রার্থী নিজাম কারী, গোবরিয়া আব্দুল্লাহপুরে স্বতন্ত্র আব্বাস উদ্দিন, সালুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান ও ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহ আলম জয় লাভ করেছেন। এ উপজেলার রামদী ও ছয়সূতি ইউনিয়নের একটি করে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এজন্য এ দু’টি ইউনিয়নের ফলাফলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া ও বিজয়নগর উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১৫ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ১৪, বিএনপি ০, স্বতন্ত্র ১ (আ.লীগ বিদ্রোহী)।
বিজয়নগর উপজেলার আওয়ামী লীগ থেকে নির্বাচিতরা হলেন- সিঙ্গারবিল ইউনিয়নে মো. মনিরুল ইসলাম, চম্পকনগরে মো. হামিদুর রহমান হামদু, পত্তন ইউনিয়নে মো. কামরুজ্জামান রতন, চরইসলামপুরে মো. দানা মিয়া ভূঁইয়া, বিষ্ণুপুরে জামাল উদ্দিন ভূঁইয়া, হরষপুরে সারওয়ার রহমান ভূঁইয়া, পাহাড়পুরে মো. আব্দুর রশিদ খন্দকার, চান্দুরায় এএম শামিউল হক চৌধুরী ও বুধন্তি ইউনিয়নে মো. জিতু মিয়া।এছাড়া ইছাপুরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক বকুল নির্বাচিত হয়েছেন।
আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন- ধরখার ইউনিয়নে বাছির মো. আরিফুল হক, মোগড়া ইউনিয়নে মো. মনির হোসেন, মনিয়ন্দ ইউনিয়নে মো. কামাল ভূঁইয়া, আখাউড়া উত্তর ইউনিয়নে আব্দুল হান্নান ভূঁইয়া ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নে মো. জালাল উদ্দিন।
ফেনী (সদর ও ছাগনাইয়া উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ৭ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৬, বিএনপি ১, স্বতন্ত্র ০।
ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে বিএনপির রবিউল হক মাহবুব জয়ী হয়েছেন। এ ছাড়া বাকি ছয়টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা হলেন শুভপুর ইউনিয়নে আবদুল হাই সেলিম, মহামায়া ইউনিয়নে গরিব শাহ বাদশা, ঘোপাল ইউনিয়নে আজিজুল হক মানিক, সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে মোশারফ হোসেন টিপু, ধলিয়া ইউনিয়নে মুন্সি খায়রুল ইসলাম, লেমুয়া (সদর) ইউনিয়নে মোশারফ হোসেন নাছিম। এ ছাড়া ছাগলনাইয়ায় একজন এবং সদর উপজেলায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁরা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।
লক্ষ্মীপুর (সদর ও রায়পুর উপজেলা)
সদর উপজেলার শাকচর ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ তাফাজ্জল হোসেন চৌধুরী, টুমচর ইউনিয়নে সৈয়দ নুরুল আমিন। এ ছাড়া উত্তর হামছাদী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একই দলের এমরান হোসেন।
রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শাহজাহান কামাল। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামনী ইউনিয়নে তাফাজ্জল হোসেন, রায়পুর ইউনিয়নে সফিউল আজম, চরপাতা ইউনিয়নে খোরশেদ আলম এবং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে মো. নাসির উদ্দিন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাজশাহী
জয়পুরহাট ( ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ৭ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৬, বিএনপি ১, স্বতন্ত্র ০।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেই আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা হলেন- মাহমুদপুর ইউনিয়নে মশিউর রহমান শামিম ও আলমপুর ইউনিয়নে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।আক্কেলপুর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে রাইকালী ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে শাহিনুর আলম শাহিন নির্বাচিত হয়েছেন। বাকি ইউনিয়নেই আ.লীগ চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। এরা হলেন- গোপীনাথপুরে আবু সাঈদ জোয়ার্দ্দার, সোনামুখিতে ডি এম রাহেল ইমাম ও তিলকপুরে সেলিম মাহমুদ সজল নির্বাচিত হয়েছেন। এছাড়া রুকিন্দিপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী এহসান কবীর বিপ্লব নির্বাচিত হন।
পাবনা (সুজানগর ও আটঘরিয়া উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১৫ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ১৫, বিএনপি ০, স্বতন্ত্র ০।
সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে বে-সরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ভায়না ইউনিয়নে আমিন উদ্দিন (নৌকা), সাতবাড়ীয়া ইউনিয়নে শামসুল ইসলাম (নৌকা), মানিক হাট ইউনিয়নে আমিনুল ইসলাম (নৌকা), হাটখালী ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), নাজিরগঞ্জ ইউনিয়নে মশিউর রহমান খান (নৌকা), সাগরকান্দি ইউনিয়নে শাহীন চৌধুরী (নৌকা), রানীনগর ইউনিয়নে তৌফিকুল আলম পিযুস (নৌকা), আহম্মদপুর ইউনিয়নে কামাল হোসেন (নৌকা), দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম শাজাহান (নৌকা), তাঁতিবন্দ ইউনিয়নে আব্দুল মতিন মৃধা (নৌকা)।
আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়নে বে-সরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, একদন্ত ইউনিয়নে ইসমাইল হোসেন সরদার (নৌকা), দেবোত্তর ইউনিয়নে মুহাইমিন হোসেন চঞ্চল (নৌকা), চাঁদভা ইউনিয়নে ইঞ্জিনিয়ার কামাল হোসেন(নৌকা), মাঝপাড়া ইউনিয়নে আব্দুল গফুর মিয়া (নৌকা), লীপুর ইউনিয়নে শেখ আনোয়ার (নৌকা)।
খুলনা
মেহেরপুর (গাংনী উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ৯ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৪, বিএনপি ৪, স্বতন্ত্র ১ (আ.লীগ বিদ্রোহী)।
তেঁতুলবাড়িয়া ইউনিয়নে বিএনপির জাহাঙ্গীর আলম, কাজীপুর ইউনিয়নে বিএনপির রাহাতুল্ল্যা, বামুন্দী ইউনিয়নে আওয়ামী লীগের শহিদুল ইসলাম, মটমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়নে বিএনপির মনোনীত মনিরুজ্জামান মনি, সাহারবাটি ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম ফারুক, ধানখোলা ইউনিয়নে বিএনপির আখেরুজ্জামান, রাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম সাকলায়েন সেপু এবংকাথুলি ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান রানা নির্বাচিত হয়েছেন।
যশোর (ঝিকরগাছা উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত:১১ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৭, বিএনপি ২, স্বতন্ত্র ২ (আ.লীগ বিদ্রোহী)।
আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বাঁকড়া ইউনিয়নে নেছার উদ্দিন, হাজিরবাগে আতাউর রহমান, নির্বাসখোলায় নজরুল ইসলাম, নাভারণে শাহজাহান আলী, মাগুরায় আব্দুর রাজ্জাক, ঝিকরগাছায় আমির হোসেন ও পানিসারা ইউনিয়নে নওশের আলী। আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা হলেন- শিমুলিয়ায় শফিউদ্দিন ও গঙ্গানন্দপুরে বদরউদ্দিন বেল্টু। বিএনপি থেকে বিজয়ী হয়েছেন গদখালি ইউনিয়নে মিজানুর রহমান ও শংকরপুরে মোজাম্মেল হক।
রংপুর
কুড়িগ্রাম (সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১৮ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৩, বিএনপি ১৩, স্বতন্ত্র ২ (আ.লীগ বিদ্রোহী)।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের আমান উদ্দিন আহমেদ মঞ্জু , ওঘোগাদহ ইউনিয়নে শাহ আলম নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। এছাড়া বিএনপি থেকে বেলগাছায় বর্তমান চেয়ারম্যান মাহবুর রহমান, মোগলবাসায় নুরজামাল বাবলু, যাত্রাপুরে আইয়ুব আলী সরকার, পাঁচগাছিতে দেলোয়ার হোসেন, ভোগডাঙ্গায় বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান ও হলোখানায় বর্তমান চেয়ারম্যান উমর ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন। রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান বুলু চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও রাজারহাট সদরে এনামুল হক, বিদ্যানন্দে তাইজুল ইসলাম, নাজিমখানে আব্দুল মালেক পাটোয়ারী, উমর মজিদে মোহাম্মদ আলী সরদার, ঘড়িয়াল ডাঙ্গায় রবীন্দ্রনাথ কর্মকার ও চাকিরপশার ইউনিয়নে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে বিএনপি প্রার্থী মুসাদ্দের আলী সুমন ধানের শীষ প্রতীক নিয়ে, শিমুলবাড়ীতে আওয়ামী লীগের এজাহার আলী নৌকা প্রতীক নিয়ে এবং বড়ভিটা ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খয়বর আলী মটর সাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হন।
ময়মনসিংহ
জামালপুর(মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১০ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৯, বিএনপি ০, স্বতন্ত্র ও অন্যান্য ১।
মাদারগঞ্জ উপজেলার আদারভিটায় আ’লীগের আলতাবুর রহমান আতা, গুনারীতলায় আ’লীগের জয়নাল আবেদীন আয়না, কড়ইচড়ায় আ’লীগের মোজাম্মেল হক বাচ্চু, সিধুলীতে আ’লীগের মাহবুব আলম মিরন, বকশীগঞ্জ উপজেলার বগারচরে আ’লীগের সেলিম রেজা সিদ্দিক, ধানুয়া কামালপুরে স্বতন্ত্র মোস্তফা কামাল, মেরুরচরে আ’লীগের জাহিদুল ইসলাম জেহাদ, নীলক্ষিয়ায় আ’লীগের নজরুল ইসলাম সাত্তার, সাধুরপাড়ায় আ’লীগের মাহমুদুল আলম বাচ্চু এবং মেলান্দহ উপজেলার দুরমুতে আ’লীগের সৈয়দ খালেকুজ্জামান জুবেরী।
শেরপুর: (সদর ও ঝিনাইগাতী উপজেলা)
নির্বাচন অনুষ্ঠিত: ১০ ইউপি, নির্বাচন অনুষ্ঠিত: ১০ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৯, বিএনপি ০, স্বতন্ত্র ও অন্যান্য ১।
সদরের গাজীর খামারে আ’লীগের আওলাদুল ইসলাম আওলাদ, বাজিতখিলায় আ’লীগের আমির আলী সরকার, পাকুরিয়ায় আ’লীগের হায়দর আলী, ধলায় আ’লীগের রইস উদ্দিন টিক্কি, ভাতশালায় আ’লীগের রফিকুল ইসলাম, রৌহায় স্বতন্ত্র শফিকুল ইসলাম মিজু, ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদরে স্বতন্ত্র মোফাজ্জল হোসেন চাঁন, কাংশায় আ’লীগের জহুরুল হক, ধানশাইলে আ’লীগের শফিকুল ইসলাম, নলকুড়ায় আ’লীগের আইয়ুব আলী ফর্সা, গৌরীপুরে আ’লীগের হাবিবুর রহমান মন্টু, হাতিবান্ধায় আ’লীগের নূরল আমিন দোলা এবং মালিঝিকান্দায় স্বতন্ত্র নূরুল ইসলাম তোতা। সূত্র-আমাদের সময়.কম