২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 197

নরসিংদীতে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার বিকেল ৪টার দিকে র‌্যাব-১১ এর একটি দল ও পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।

বাড়ির মালিকের নাম মাঈন উদ্দীন। লিবিয়া প্রবাসী মাঈন উদ্দিনের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামে। এক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হলে পরিবারের বাকি সদস্যরা গ্রামে চলে যান। বর্তমানে তার পরিবারের কেউ এ বাড়িতে থাকেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই তলা বাড়িটি নির্মাণাধীন। বাড়িটি একবার ভাড়া হলেও ৫/৬ মাস আগে সেই ভাড়াটিয়া চলে যায়। তারপর থেকে বাড়িটি ফাঁকাই ছিল। একমাস আগে বাড়ির কেয়ারটেকারের মাধ্যমে বাড়িটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে তিন যুবক ভাড়া নেয়। এরপর থেকেই র‌্যাব বাড়িটি তাদের নজরদারিতে রাখে। গত কয়েক দিন পূর্বে এই তিনজন ভাড়াটের সঙ্গে আরো সন্দেহভাজন দুজন লোক বাড়িতে উঠেছে খবর পেয়ে র‌্যাব শনিবার বিকেলে বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে।

বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজনদেরকে জানালা দিয়ে উঁকি-ঝুকি দিতে দেখা গেছে। কখনো তারা বিদ্যুতের আলো জ্বালাচ্ছে আবার নিভিয়েও দিচ্ছে। অনুকুল পরিস্থিতি অনুযায়ী এই বাড়িতে অভিযান চালানো হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

ইতোমধ্যেই র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেওয়ার পরই অভিযান শুরু হবে বলে জানা গেছে।

তবে র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেছেন, র‌্যাবের আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

র‌্যার-১১’র সিনিয়র এএসপি আলেক উদ্দিন বলেন, ‘আমরা সন্দেহ করছি বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

বাড়িটির ভেতরে কতজন অবস্থান করছেন সে সম্পর্কে তিনি সঠিক তথ্য দিতে পারেননি। ধারণা করা হচ্ছে ৫/৬ জন সন্দেহভাজন লোক বাড়িতে রয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘অভিযান পুরোপরি র‌্যাব কর্তৃপক্ষের। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। সেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরাও রয়েছেন।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ির ভাড়াটিয়াদের নাম পরিচয় জানা যায়নি। তবে র‌্যাব সদস্যরা বাড়ির মালিক প্রবাসী মাঈন উদ্দিনের ছোট ভাই জাকারিয়াকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গছে।

ফতুল্লায় ৬ বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা ৬ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঢকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা দাপাস্থ শিশু কল্যাণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-২ (পথকলি) স্কুলের ভিতর একটি ঝোপ থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফতুল্লা দাপাস্থ পথকলির স্কুলের দারোয়ান নামাজ পড়ে এসে স্কুলের ভিতরে একটি শিশুর মরদেহ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজন ডেকে আনেন। স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে আমি এবং এসআই নাজনীন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা শিশুটির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই।

তিনি আরো জানান, শিশুটিকে অন্য স্থানে গলাকেটে হত্যার পর পথকলি স্কুলটি নিরিবিলি হওয়ার সুবাধে দুর্বৃত্তরা মরদেহটি ওই স্থানে ফেলে চলে যায়। শিশুটির পরণে লাল টিশার্ট ও ফুল প্যান্ট রয়েছে।

শিশুটির পরিচয় জানার জন্য স্থানীয় মসজিদে মাইকিং করা হয়েছে। শিশুটিকে এলাকার কেউ চিনতে পারছে না, শিশুটির পরিচয় শানাক্তের চেষ্টা চলেছে।

মিলাদ কিয়াম বিরোধীদের বাহাস বানচালে সুদূরপ্রসারী চক্রান্ত সফল হতে দেওয়া হবে না-ড.এনায়েতুল্লাহ আব্বাসী

২৫ মে বাহাসের সকল প্রস্তুতি আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবারের পক্ষ থেকে সুসম্পন্ন হয়েছে ।এখন শুধুই বাকি ২য় পক্ষ মিলাদ কিয়াম বিরোধীদের সদিচ্ছা ও বাহাসে উপস্থিতি । বড়ই আফসোসের বিষয় ! কিয়াম বিরোধী ফরায়েজী গংরা ২৫ তারিখ বাহাস বানচালে শুরু থেকেই সীমাহীন মিথ্যাচার, চক্রান্ত করে আসছে । তবে তাদের চক্রান্ত এতটাই স্থূল যে, তা বিবেক সম্পন্ন মানুষের খালি চোখেই ধরা পরে । মিলাদ কিয়ামের পক্ষের আলেমদের বাহাসে অংশ গ্রহণের সদীচ্ছা ও পূর্ণ প্রস্তুতি থাকার পরও তারা তাদের কিছু আইডি ও অখ্যাত Online পত্রিকায় নিরন্তনভাবে আল্লামা আব্বাসী হুজুর ও তার দল বাহাসে বসতে চায়না এরকম অভিযোগ করে আসছে, যা নির্জলা মিথ্যাচার । দেশবাসী সোশাল মিডিয়াতে দেখে আসছে যে, শুরু থেকেই তারা বাহাসে বসতে অনাগ্রহী যার রেকর্ডকৃত বক্তব্য ও ভিডিও চিত্র আমরা সরাসরি উপস্থাপন করেছি । তা থেকে নতুন তথ্যসহ কিছু তথ্য আমরা তুলে ধরছি—

১.. ফরায়েজী গং ঘটাকরে দেশ ব্যাপী প্রচার করলো যে তারা আব্বাসী হুজুরের সাথে ২৫ তারিখ বাহাসে বসবে । কিন্তু বাহাস পূর্ব তৃতীয় প্রস্তুতি সভায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খোদ ফরায়েজী আল্লামা আব্বাসী হুজুরের প্রতিনিধি প্রধান মুফতী মানজুর হোসাইনের কাছে প্রকাশ্যে কয়েকবার ক্ষমা চেয়ে বসে যে, আসলেই আমরা আব্বাসী হুজুরের সাথে কোন বাহাস চাই না বরং তার সাথে একান্ত বসতে চাই । আলোচনার মাধ্যমে পারস্পারিক দূরত্ব কমাতে চাই । এখন দেশবাসীর নিকট আমাদের প্রশ্ন; আপনারাই বলুন কারা বাহাসে বসতে চায় না ?? তাদের অনলাইন পত্রিকার ভাতেমারা সাংবাদিকরা আব্বাসী হুজুরের ক্ষেত্রে কেঁচো খুঁরতে সাপ খুজে পায় । অথচ নাকের ডকায় ঘোড়া ও গাধা দেখতে পায় না ??

২.. বাহাসে বসার অনুমতির জন্য উভয়পক্ষের প্রতিনিধি যখন ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আগারগাঁওতে যান তখন ফরায়েজী প্রতিনিধি আব্দুস সবুরের উপস্থিতিতেই ফাউন্ডেশনের কর্মকর্তা জানান যে, প্রশাসনের সর্বোচ্চ মহলের পক্ষ থেকে বাহাসের অনুমিত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে না দেওয়ার নির্দেশ করা হয়েছে । আপনারাই বলুন, বর্তমান সরকার ও প্রশাসনের সাথে কাদের সম্পর্ক ঘনিষ্ঠ ?? কাদের বন্ধুত্ব প্রগাঢ় ?? আব্বাসী হুজুরের ?? নাকি কিয়াম বিরোধী সনদের স্বীকৃতির মূলা যারা পেয়েছেন তাদের ?? যাদের সম্পর্ক তেতুল থেকে রসগোল্লায় পরিনত হয়েছে, আমরা মনে করি তারাই বাহাস বানচালে প্রশাসনকে রাজী করেছে ।।

৩.. কাপুরুষ, ভীতসন্ত্রস্ত ও পরাজিত শক্তিই মিথ্যার আশ্রয় নিয়ে থাকে । বিগত দিনেও মিলাদ কিয়াম বিরোধীদের মিথ্যাচার আমরা জাতীর সামনে তুলে ধরেছি । কিন্তু তাদের সর্বোচ্চ মহল যদি মিথ্যার আশ্রয় নেয় তখন তো একথা দিবালোকের ন্যায় স্পস্ট হয়ে যায় যে, আসলেই তাদের বাহাসের কোন ইচ্ছাই নেই । তাদের কথিত শাইখুল ইসলাম মিজানুর রহমান সাঈদ শায়েখ যাকারিয়া মাদ্রাসায় ছাত্রদের বিদায়ী অনুষ্ঠানে বললেন; তিনি বাহাসের কথা জানতেন না । তাকে না জানিয়েই স্টাম্পে তার নাম দেওয়া হয়েছে । অথচ আমরা তাদের আইডি থেকেই প্রচারিত ভিডিওতে দেখতে পেয়েছি তাদের পক্ষে প্রধান মুবাহিস হিসেবে রাজি করাতে হাটহাজারীর সাবেক শিক্ষক মাওলানা আজীজুল হকের বাড়ীতে তিনি উপস্থিত হয়ে দলীলে সাক্ষর নিয়েছে । তিনিই যদি বলেন বাহাসের চ্যালেঞ্জ তিনি দেননিও নেননিও তাহলে এর চেয়ে বড় মিথ্যাচার ও বাহাসে না আসার বাহানা আর কি হতে পারে ?? মাওলানা মিজান বিদয়াতীদের মুখোশ খুলতে চান । প্রচলিত তাবলীগ ও কঠিন বিদয়াত চীল্লার পৃষ্ঠপোষকতা দানকারী মিজান সাহেবদের দাঁত কতটি আর বিদয়াত কি পরিমাণ তা ইনশাআল্লাহ ২৫ তারিখ বাহাসেই দেখা যাবে ।।

৪.. Our Islam পত্রিকায় তারা আরো একটি জঘন্য মিথ্যাচার করেছে যে, ২৫ তারিখের জন্যই আব্বাসী মঞ্জিলের পক্ষ থেকে আরেকটি দরখাস্ত জমা দেওয়া হয়েছে বাইতুল মুকাররমে । আর সে কারণেই ফাউন্ডেশন কর্তৃপক্ষ অনুমতি দেয়নি । মূলত মিলাদ কিয়াম বিরোধীরা বাকা পথে চলতে চলতে সহজসরল ও স্পট বিষয়ও অনেক সময় বুঝতে ব্যার্থ হয় । বাহাসের অনুমতির জন্যে আগারগাঁও যাওয়ার আগেই কওমী ঘরানার বিশিষ্ট আলেম, সাংবাদিক ও রাজনীতি বিদ এবং আল্লামা শফী সাহেবের স্নেহধন্য ছাত্র মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরীর নেতৃত্ত্বে একটি প্রতিনিধি দল ফাউন্ডেশনের ডি.জির সাথে ফোনে কথা বলেন ও পরবর্তিতে সাক্ষাৎ করেন । তাতে ডি.জি অগ্নিমূর্তি ধারণ করে অত্যন্ত ক্ষিপ্রভাবে বলেন, বাইতুল মুকাররমের কোথাও কোন বাহাস হতে দেওয়া তো হবেই না বরং বাহাসে কেউ আসলে তাকে পিটিয়ে বের করে দেওয়া হবে । তা শুনেই ২৫ তারিখ বাইতুল মুকাররমে যে কোন প্রকারেই হোক যেন উপস্থিত হওয়া যায়, সেজন্যে বাহাসের অনুমতির দরখাস্তের পাশাপাশি সংগঠনের প্যাডেও ভিন্ন ব্যাপারে বাইতুল মুকাররমে অনুমিত চাওয়া হয়েছে । বাহাসে বসার জন্যে আসলেই যে আব্বাসী হুজুর ও তার লোকজনের সদিচ্ছা ও প্রস্তুতি আকাশচুম্বী । এ ঘটনা থেকে তো তাই অনুমিত হয় ।

মিলাদ কিয়াম বিরোধীদের আপডেট মিথ্যাচার—
আব্বাসী হুজুর বলেছিলেন বাইতুল মুকাররমে বাহাস হতে না দিলে বিরোধী পক্ষের মুরুব্বী আল্লামা মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসায় আমরা বাহাসে বসবো । এরকম উদারমন ও উদাত্ত আহবান যা আল্লামা আব্বাসী হুজুরের পক্ষ থেকে হয়েছে তার একটি নজীর মনে হয় দুর্বিন দিয়ে খুজেও বিরোধী পক্ষ তাদের মধ্যে দেখাতে পারবে না । কথা ছিল উভয়পক্ষ থেকে প্রতিনিধি দল যাত্রাবাড়ী মাদ্রাসায় যাবে কিন্তু মাওলানা মিজানুর রহমান সাঈদ এককভাবে যাত্রাবাড়ী মাদ্রাসার শায়েখকে রাজী করার দায়িত্ব নেন এবং কয়েকদিন পরই তারা ঘোষণা দেয় যাত্রাবাড়ীর শায়েখ রাজি হয়েছেন । ২৫ তারিখ বাহাস যাত্রাবাড়ী মাদ্রাসাতেই হবে । আমাদের পক্ষ থেকে বাহাসের আগে মাহমুদুল হাসানের কাছে কাউকে যেতে হবে না । শাইখুল হাদীস আল্লামা আব্বাসী হুজুর এই কথা স্বাভাবিক ভাবেই গ্রহণ করেন এবং ২৫ তারিখ মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসাতেই বাহাসে যাবেন । তা, লুৎফর ও তার প্রতিনিধিকে জানানো হয় । কিন্তু আফসোস সহস্র আফসোস !! (আবুল কাযীবাত) ابو الكذبات চরম মিথ্যাবাদী কিয়াম বিরোধীরা রাতারাতি সুর বদলিয়ে এখন তারা আবার অনুমতির জন্যে উভয় পক্ষ থেকে মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে যাওয়ার প্রস্তাব করেছে । এখন প্রশ্ন হল; তাহলে মাওলানা মিজানুর রহমান সাঈদ যাত্রাবাড়ী শায়েখের কাছ থেকে কি অনুমিত না নিয়েই প্রচার করেছিলেন যে, যাত্রাবাড়ী মাদ্রাসায় ২৫ তারিখ বাহাস হবে ?? তাদের কোন কথাটিকে আমরা মিথ্যা বলবো ?? প্রথমটি নাকি দ্বিতীয়টি !!!

মুফতী মাঞ্জুর হোসাইন ও আব্দুস সবুর এর কথোপকথন এর ভিডিও লিংকঃ-
https://m.facebook.com/story.php…
ডি.জির সাহেবের সাথে কথোপকথন এর ভিডিও লিংকঃ-
https://m.facebook.com/story.php…

মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ১৭ মে_৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে সভাপতি মাসুম আহমদ সুমন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি জুয়েল এর উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রিয়াজ আহমদ রিপন। এছারাও আলোচনায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন যুগ্ন-সাধারন সম্পাদক সহেল মাহমুদ, কাইয়ূম মন্ডল, সাংগঠনিক সম্পাদক-মোঃমুস্তাহিদ খান, ত্রান বিষয়ক সম্পদক-রাজিব,সমাজ কল্যান সম্পাদক-নূর হোসেন,অর্থ সম্পাদক-জিসান, স্বাংস্কৃতিক সম্পাদক-জুয়েল।
এছারাও উক্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর বিভিন্ন ওয়াডএর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হোয়াইট হাউসের প্রেস কোরে বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

ডেস্ক নিউজ

হোয়াইট হাউসের প্রেস কোরে বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউসের প্রেস কোরে জায়গা করে নিলেন জাস্টনিউজ সম্পাদক ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। খন্ডকালীন সময়ের জন্য তিনি এই ক্রেডেনশিয়াল লাভ করেন। এসময়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচিসহ নিয়মিত ব্রিফিংএ অংশ নিয়ে হোয়াইট হাউস কভার করবেন। গত ২০১৫ সালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন হোয়াইট হাউস করলে তার মিডিয়া টিমের সংযুক্ত ছিলেন মুশফিকুল। বাংলাদেশের গনতন্ত্র, মুক্ত গণমাধ্যম, মানবাধিকার, আর্থসামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিসরে জোরালো ভূমিকা রেখে চলেছেন বাংলাদেশী এই সাংবাদিক। সম্প্রতি এনটিভিতে প্রচার হওয়া কূটনীতিকদের অংশগ্রহনে ‘হ্যালো এক্সিলেন্সি’ অনুষ্ঠান ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। দ্য টাইমস ও সানডে টাইমস, দৈনিক ইত্তেফাক, ইউএনবিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা সময়ে দায়িত্ব পালন করা এই সাংবাদিক ২০০১-৬ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব হিসাবেও নিয়োজিত ছিলেন।

ফতুল্লায় রণির বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগ 

 

স্টাফ রিপোর্টার
নিজ ধর্মের অনুসারীদের বাড়িতে অগ্নি সংযোগ, ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে মামলার আসামী হয়ে হাজতবাসের পর অবশেষে নিজ ধর্মের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কথিত সাংবাদিক রণি দাসের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে, মামলা নং ৪৬। শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানা মামলা দায়ের করেন গৃহবধূর মা পাবর্তী রানি দাস। ঘটনাটি ঘটে শনিবার ভোর সোয়া ৫টায়। প্রদক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় স্থানীয়দের হাতে রণি দাস গণধোলাইয়ের শিকার হয়েছে। এ ঘটনায় রণি দাসকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ফতুল্লা মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মামলার বাদি জানান, তার মেয়ে পঞ্চবটি আমতলা শিষ মহল এলাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছে। মেয়ে জামাত চিত্তরঞ্জন দাস একজন মাছ ব্যবসায়ী। সে প্রতিদিনের ন্যায় শনিবার ভোর ৫টায় যাত্রাবাড়িতে মাছ কিনতে গেলে ভোর সোয়া ৫টায় রণি দাস আমার মেয়ের ঘরে প্রবেশ করে তার কলের দেড় বছরের কন্যা সন্তানকে নামিয়ে দিয়ে আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা চালালে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রণিকে হাতে নাতে আটক করলে রণি দাস কৌশলে পালিয়ে যায়।
এদিকে, এ ঘটনার জানাযানি হলে এলাকাবাসী রণির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং ফতুল্লা মডেল থানার সামনে এসে অবস্থান নিয়ে রণির গ্রেফতারের দাবি জানান। থানা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারী অবস্থান তুলে নিয়ে নিজ এলাকায় ফিরে যায়।
প্রসঙ্গত, এর আগেও রণি দাসের বিরুদ্ধে শিষ মহল এলাকায় সংখ্যা লঘু পরিবারের বাড়িতে অগ্নি সংযোগ ও এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। তবে রণি দাস গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

ফতুল্লায় এক্সিস জিম এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ফতুল্লায় এক্সিস জিম এর উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লা বাজারে অবস্থিত লুৎফা টাওয়ারে আনুষ্ঠানিক ভাবে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ফতুল্লা ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,হাসিব ম্হোম্মদ হলি, রাকিব প্রিন্স, সুমন দাস, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক মিহির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান অনু, সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদস্য সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা কমিউনিটি পুলিশের সভাপতি মীর মোজাম্মেল আলী, যাদু চৌধুরী, সৈয়দ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এড মশিউর রহমান শাহিন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও পরিচালক তাইহান তাবাস্সির সোয়াদ।

আগামী ৮ জুলাই পাগলা আদর্শ ইসলামী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের আগামী ৮ জুলাই শনিবার পাগলা ধোপাতিতা এলাকায় অবস্থিত আদর্শ ইসলামী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন ও ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশেষ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে একজন, সাধারন সম্পাদক পদে একজন, যুগ্ম সম্পাদক পদে একজন, কোষাধক্ষ্য পদে একজন ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে একজন নির্বাচনে অংশ নিবেন। খসড়া ভোটার তালিকার ব্যপারে কোন সদস্যের আপত্তি থাকলে নোটিশের ১৫ দিনের মধ্যে তা ব্যবস্থাপনা কমিটির কাছে তাদের আপত্তি জানাতে হবে।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লা ইউনিয়ন পরিষদের পৌনে চারে কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। মঙ্গলবার বিকেলে পরিষদের হল রুমে এলাকার গন্যমন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বাজেট ঘোষনা করা হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ ইং সালের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  খন্দকার লুৎফর রহমান স্বপন। এ অর্থ বছরে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বিভিন্ন আয় খাত থেকে মোট ৩ কোটি ৭২ লক্ষ ৯০ হাজার ৮ ‘শ ৪৭ টাকা ১১ পয়সা ধরা হয়েছ। সম্বাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৪ লক্ষ ৫৩ হাজার টাকা। উদ্ধৃত থাকবে ১৮ লক্ষ ৩৭ হাজার ৮’ শ ৪৭ টাকা ১১ পয়সা।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক, আলী আকবর, সংরক্ষিত মহিলা মেম্বর সুফিয়া, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি এড.মশউর রহমান শাহিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, এ আর মিলন, শাকিল আহমেদ ডিয়েল, জিএ রাজু, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এআর কুতুবে আলম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক সোহেল মাহমুদ,শ্রমিক লীগ নেতা এসএম হুমায়ুন কবীর, বিএনপি নেতা নাসিম আবেদীন।

ডেস্ক নিউজ: রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

সচিবালয়ে সোমবার (৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হিজরি ১৪৩৮ সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই সময় ধরে চলবে।’

তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।