৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 7

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদের বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডটনেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশীদ। এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শ্রদ্ধা জানান।

শোকবার্তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, “স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি এবং আমাদের প্রেরণার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছি।

“তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর সততা, নিষ্ঠা, দেশ ও জনগণের প্রতি গভীর মমত্ববোধ এবং রাষ্ট্র পরিচালনায় অসামান্য দক্ষতা তাঁকে ইতিহাসে অমর করে রেখেছে। দেশের ক্রান্তিলগ্নে তিনি বারবার জাতিকে দিয়েছিলেন সঠিক পথের দিশা।

“ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ  আরও উল্লেখ করেন, “তাঁর শাহাদাত দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর প্রদর্শিত পথে হেঁটে, তাঁর আদর্শকে বুকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ।

এই শোকের দিনে আমি মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পরিশেষে, তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আব্দুর রশীদকে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে বহাল রেখেছে হাইকোর্ট

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ আহমেদকে পুনরায় তার দায়িত্বে বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগ। বুধবার (২১ মে) আকিল উদ্দিন সিকদারের দাখিলকৃত পিটিশন স্থগিত (স্টে) করে এ আদেশ দেয় আদালত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোঃ আব্দুর রশিদ বলেন, “হাইকোর্ট আকিল উদ্দিন শিকদারকে চেয়ারম্যান ঘোষণা করেনি। বরং, তাকে কেন প্যানেল চেয়ারম্যান থেকে বাদ দেওয়া হলো—এই মর্মে ব্যাখ্যা চেয়ে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে একটি রুল জারি করেছে আদালত।”

তিনি আরও বলেন, “কিন্তু একটি ইউটিউব চ্যানেলে ভুল তথ্য প্রচার করে বলা হয়েছে যে, হাইকোর্টের নির্দেশে আকিল উদ্দিন শিকদারকে চেয়ারম্যান বানানো হয়েছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”

প্রসঙ্গত, বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান হিসেবে আকিল উদ্দিন সিকদারকে ২৭ জানুয়ারি ২০২২ সালে মনোনীত করা হয়। কিন্তু ২০২৫ সালের ৫ আগস্ট তারিখে তৎকালীন চেয়ারম্যান শওকত পালিয়ে যাওয়ার পর নতুন প্যানেল গঠনের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে, ২০২৫ সালের ১৯ মার্চ তারিখে ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদেক চৌধুরীর নেতৃত্বে নতুনভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে মোঃ আব্দুর রশিদ আহমেদ পুনরায় দায়িত্বপ্রাপ্ত হন।

এর পরিপ্রেক্ষিতে আকিল উদ্দিন সিকদার ২০২৫ সালের ২৩ মার্চ তারিখে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ৬৯৯৭/২৫) দাখিল করেন। আদালত তখন কারণ দর্শানোর জন্য রুল জারি করলেও, আকিল উদ্দিনের দায়ের করা রিটে স্থগিতাদেশ দিয়ে পুনরায় আব্দুর রশিদকে দায়িত্বে বহাল রাখার নির্দেশ দেয়।

মোঃ আব্দুর রশিদ আহমেদ আরও জানান, “আমি সম্পূর্ণ বৈধভাবে ও ইউপি সদস্যদের সমর্থনে দায়িত্বে রয়েছি। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

বিএনপি থেকে বহিস্কৃত রিয়াদ চৌধুরী বিমানবন্দর থেকে গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট : ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দর থেকে  নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, গ্রেফতারকৃত রিয়াদকে আনতে ঢাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তিনি বলেন, যারাই অপকর্ম করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এসময় বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিস্কার করা হয়েছে বলে জানান রিজভী।

এর আগে ফতুল্লার এক গার্মেন্টস ব্যাবসায়ীকে গার্মেন্টস পোড়ানোর হুমকি দেয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এর আগে পাঁচ আগষ্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিয়াদ চৌধুরীকে থানা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর স্বাক্ষর না থাকায় তা নিয়ে সেসময় প্রশ্ন ওঠে। ফলে এতদিন স্বপদে বহাল ছিলেন রিয়াদ চৌধুরী।

(সূত্র :সোজা সাপটা)

হাইকোর্টের রায়ে আকিল উদ্দিন সিকদার বক্তাবলীর চেয়ারম্যান হওয়ার নিউজটি সম্পূর্ণ ভূয়া-আব্দুর রশীদ

নিউজ প্রতিদিন ডটনেট : হাইকোর্টের রায়ে আকিলউদ্দিন সিকদারকে বক্তাবলীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার নিউজটি সম্পূর্ণ ভূয়া বলেছেন বক্তাবলীর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশীদ।

এ বিষয়ে আব্দুর রশীদ বলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদে ২৭/০১/২০২২ইং তারিখে আকিল উদ্দিন সিকদারকে (প্যানেল-১) চেয়ারম্যান করা হয়। কিন্তু ৫ই আগষ্টে শামীম ওসমানের আস্থাভাজন শওকত চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ১৯/০৩/২০২৫ ইং তারিখে নতুন করে পুনরায় মেম্বারদের মতামতের ভিত্তিতে প্যানের চেয়ারম্যান নির্বাচন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাফর সাদেক চৌধুরী।

একাধিক বৈষম্য বিরোধী মামলার আসামি আকিল উদ্দিন সিকদার ২৩/০৩/২০২৫-ইং তারিখে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে, যার নাম্বার ৬৯৯৭/২০২৫। এই পিটিশন দাখিলের প্রেক্ষিতে হাইকোর্ট ০৩ (তিন) সপ্তাহের জন্য একটি রুল জারি করে যে, কেন আখিলউদ্দিন সিকদারকে প্যানেল চেয়ারম্যান থেকে সরিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান করা হলো?
এখানে হাইকোর্ট আমাকে কারণ দর্শানোর আদেশ করেছেন। আকিল উদ্দিন সিকদারকে প্যানেল চেয়ারম্যান করা হয়নি।

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না

নিউজ প্রতিদিন ডটনেট : হাসপাতালে সরাসরি আর চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেখা করার সুযোগ পাবেন না। চিকিৎসকদেরকে ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে।

আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন পেশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’প্রণয়ন করতে হবে। যা বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। স্বাস্থ্য খাতে দীর্ঘ মেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

কমিশন তাদের প্রতিবেদনে স্বাধীন ও স্থায়ী ‘বাংলাদেশ স্বাস্থ্য কমিশন’গঠনসহ ৭টি আইন প্রণয়নের সুপারিশ করেছে। প্রস্তাবিত নতুন আইনগুলো হলো— বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন, অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন।

তিবেদনে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠনের সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নিয়মিতকরণ ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠন করতে হবে।

প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবার সর্বজনীন প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারকে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে (ক্ষেত্রবিশেষ ভর্তুকি মূল্যে) দিতে হবে। যাতে কোনো নাগরিক আর্থিক প্রতিবন্ধকতার কারণে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

প্রতিবেদনের সুপারিশে আরও বলা হয়, উপজেলা পর্যায়ে সেকেন্ডারি স্বাস্থ্যসেবা জোরদার করে জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে হবে। জেলা হাসপাতালগুলোতে বিশেষায়িত (টারশিয়ারি স্তরের) চিকিৎসাসেবা চালু করতে হবে, যাতে সেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত হয়, মেডিকেল কলেজ ও জাতীয় ইনস্টিটিউটগুলোর ওপর রোগীর চাপ কমানো যায়, ভৌগোলিক কারণে কেউ বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রতিটি বিভাগীয় সদরে অন্তত একটি পূর্ণাঙ্গ, সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ও বিশ্বমানের টারশিয়ারি সেবা হাসপাতালের প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে, যা জটিল ও বিশেষায়িত চিকিৎসার জন্য একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।

গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের সদস্য করা হয় অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এস এম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান ও ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফকে।

মুন্সিগঞ্জের ‘কুখ্যাত নৌ ডাকাত’ রিপন ঢাকায় গ্রেপ্তার

নিউজ প্রতিদিন ডটনেট : ডাকাতি, হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ১৫টি মামলার আসামি রিপনকে (৫১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ রোববার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রিপন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত বাতেন সরকারের পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এজাহারনামীয় আসামী কুখ্যাত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রবাজ, মাদক ব্যাবসায়ী রিপনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টীম কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।’

‘থানার রেকর্ডপত্র পিসিপিআর যাচাই করে রিপনের নামে ১৫টি মামলা পাওয়া যায়। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো।’

পুলিশ জানায়, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে তার সহোদর একাধিক ভাইসহ সহযোগী নৌ ডাকাতদের সহযোগিতায় মুন্সিগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ইত্যাদির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।’

বক্তাবলীর চিহ্নিত রতন ডাকাত গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর এলাকার চিহ্নিত ডাকাত মাদক ব্যবসায়ী নানান অপকর্মের হোতা মোহাম্মদ রতন ওরফে ডাকাত রতনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে বিকেল পাঁচটায় ফতুল্লা থানার চৌকস অফিসার শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত রতনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. মোকলেছ দেওয়ানের স্বর্ণ বিক্রির প্রায় ২২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত রতনসহ তার সহযোগীরা।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলা হলে ফতুল্লা মডেল থানা চৌকস অফিসার এস আই শামীম হোসেনের নেতৃত্বে ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে।
উল্লেখ্য ডাকাত রতন এলাকায় ডাকাতি, চুরি, মাদক ব্যবসাসহ নানান অপকর্ম করে।  ডাকাত রতন চর প্রসন্ননগর এলাকার তাইজুল ইসলাম এর পুত্র। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এসআই শামীম হোসেন ডাকাত রতনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর পক্ষ থেকে দেশবাসীকে রিয়াজ সিকদারের নববর্ষের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট: জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন সিকদার বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।

আজ সোমবার ( ১৪ এপ্রিল ) রিয়াজউদ্দিন সিকদার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

এতে তিনি বলেন, ‘আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর, অশুভ ও সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’বাংলা নববর্ষ উপলক্ষে তিনি জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বৈষম্যহীন বক্তাবলী গড়াই হোক বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার-ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ

নিউজ প্রতিদিন ডটনেট: বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বক্তাবলী গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বক্তাবলী  গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।

আজ রোববার ( ১৩ এপ্রিল ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ  বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর, অশুভ ও সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’বাংলা নববর্ষ উপলক্ষে তিনি দেশবাসীসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বক্তাবলী বাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা মিয়া

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলীরটেকসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৬নং বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া ।

এক শুভেচ্ছাবার্তায় বাদশা বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ-উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ঈদ প্রতিবছর চান্দ্র বর্ষপুঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

বক্তাবলী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির নেতা মো. বাদশা মিয়া আরে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।  সকল ভেদাভেদ ভূলে  মিলেমিশে পালন করুক পবিত্র ঈদুল ফিতর এটাই কামনা। সেই সাথে বক্তাবলী ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন-ঈদ মোবারক।