৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 7

আলোকিত বক্তাবলী ও পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজিরের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী ও পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ফতুল্লা থানা আওয়ামী ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন মুসলিম উম্মাহসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহায় আমাদের মাঝে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন। এবং শান্তিপূর্ণ ভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করি।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল প্রকার দুঃখ-কস্ট।  সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে সকল প্রকার সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ। এই প্রত্যাশায় নারায়ণগঞ্জ ও বক্তাবলীসহ সমস্ত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের  অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক।

বক্তাবলীবাসীকে রশীদ মেম্বারের পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী ও নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হাজী আব্দুর রশীদ।

এক শুভেচ্ছাবার্তায় হাজী আব্দুর রশীদ বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ। উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত। ঈদ প্রতি বছর চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়ম কানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

সিএনএন বাংলা টিভির এমডি শাহিন আল মামুন গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা শাহিন আল মামুন। তিনি অনুমোদনহীন সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক। সোমবার (৮ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকা থেকে প্রতারণা ও চেক ডিজনার মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিন আল মামুনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আদালতের গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।

শাহিন আল মামুন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানা এলাকার কাঞ্চন মাস্টারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বাউবাজার এলাকায় বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকেন। একই এলাকায় তার নিজের তিনটি বাড়ি রয়েছে।

অভিযান পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক শঙ্কর জানান, প্রতারণা ও জেক ডিজনার মামলায় ঢাকা মহানগর যুগ্ন জেলা জজ আদালত গত ১৩ ফেব্রæয়ারি শাহিন আল মামুনকে ৬ মাসের কারাদন্ড ও ৬ লাখ টাকা জরিমানা করে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। পরে ২২ ফেব্রæয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে মাঝে মাঝে রাতে গোপনে বাড়ি আসলেও ভোরে চলে যেতেন।

জানতে চাইলে মামলার বাদী সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার চাঁন মিয়া বলেন, সিএনএন বাংলা টিভি সরকারি লাইসেন্স প্রাপ্ত দাবি করে আমাকে পরিচালক বানানোর কথা বলে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয় শাহিন আল মামুন। পরে খুঁজ খবর নিয়ে জানতে পারি এ টিভির কোন অনুমোদন নেই। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে বুঝতে পেরে টাকা ফেরত চাইলে আমাকে অপমান অপদস্ত ও বিভিন্ন হুমকি দেয়। বহু দেন দরবারের পর একপর্যায় আমাকে ঢাকার মতিঝিল চা ভবনের তৃতীয় তলায় সিএনএন বাংলা টিভির অফিসে ডেকে নিয়ে আমার সমস্ত টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে নগদ ৬ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে গেলে চেকটি ডিজনার করেন ব্যাংক কর্তৃপক্ষ। চেক দিয়েও আমার সঙ্গে প্রতারাণা করায় ২০২১ সালে তার বিরুদ্ধে আদালতে মামলা করি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁন মিয়া ছাড়াও সিএনএন বাংলা টিভির পরিচালক বানানোর কথা বলে বহু লোকজনের কাছ থেকে শাহিন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। দুটি মামলায় গ্রেফতারি পরোনা জারি রয়েছে তার বিরুদ্ধে।

বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমজাদ হোসেন মেম্বার

নিউজ প্রতিদিন ডটনেট : মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী বাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  বক্তাবলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আমজাদ হোসেন বাদন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

আমজাদ হোসেন বাদন বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। সবাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!।

নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে রোটারিয়ান নুরুজ্জামান জিকু’র পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও বক্তাবলীর সামাজিক সংগঠন ধলেশ্বরী’র তীরের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান নারায়ণগঞ্জ   ও বক্তাবলীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় রোটারিয়ান নুরুজ্জামান জিকু বলেন, পবিত্র ঈদুল ফিতরে মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। এই প্রত্যাশায় নারায়ণগঞ্জ ও সমস্ত দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক!!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসীকে শাহ দীন ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলীর ৮নং ওয়ার্ডের বিএনপির  সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ দীন ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

শাহ দীন ইসলাম বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণের অনুশীলন এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর । সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

বক্তাবলীর আকবরনগরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবর নগরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাদ আসর হইতে ইফতার ও দোয়া মাহফিল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুর রহিমের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম মোল্লা, তোফাজ্জল হোসেন তপু,আলহাজ্ব মোঃ সলিমুল্লাহ, মো মোতালিব খাঁ,মোঃ খবির হোসেন, দেলোয়ার হোসেন মেসি,দীল মোহাম্মদ,কবির হোসেন,জয়নাল আবেদীন রানা।
উপস্থিত ছিলেন ফুলু খা, সোহরাব হোসেন, সমন বেপারী, আওলাদ হোসেন, নবী হোসেন সহ কয়েকশত এলাকাবাসী।

প্রধান অতিথি শওকত আলী বলেন,সামেদ আলীর সাথে ৩০ বছর চলেছি। এজন্য আমার ছবি দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করেছে সেই সাংবাদিক চেয়ারে বসা আছে। প্রশাসন সামেদ আলীর পরিবারকে এলাকায় যে কোন বিনিময়ে এনে দিয়েছে।কোন ধরনের অঘটন ঘটলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা নিবোনা। পরে বক্তাবলীবাসী সহ দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বক্তাবলী ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

নিউজ প্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বক্তাবলী ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলীর পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মো. আকিল উদ্দিন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার মো. শহিদুল ইসলাম ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব মো. নাজমুল হক সরকার ভিজিএফ চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. আমজাদ হোসেন বাদন, ৭ নং ওয়ার্ডের সদস্য মো. আলমগীর ও ৮নং ওয়ার্ডের সদস্য মো. সেকান্দর হোসেন সহ পরিষদের কর্মকর্তাবৃন্দ।

 

বক্তাবলীর নানান অপকর্মের হোতা জাকিরের বিরুদ্ধে মানবন্ধন

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চিহিৃত মামলাবাজ, ভূমিদস্যু,মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের শেল্টার দাতা সহ নানান অপকর্মের হোতা জাকির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচীপালন করেছে উত্তর গোপালনগর ও চরবক্তাবলী বাসী।

বুধবার (৩ এপ্রিল) সকালে চরবক্তাবলী বাজারে ব্যবসায়ী ও জাকির হোসেন কর্তৃক নির্যাতিত আওলাদ হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সমাজসেবক সোহরাব হোসেন, মোতালেব খাঁ,দেলোয়ার হোসেন মেসি,দীল মোহাম্মদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক সমান বেপারী, মিন্টু মিয়া, জাহের আলী, মোহাম্মদ মাসুম, মাহবুবুর রহমান মাহবুব, সালাউদ্দিন, মোঃ সলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,জাকির হোসেন বিদেশ হতে দেশে ফিরে এসে নিরীহ লোকদের নামে মামলা করে হয়রানি করতো। সেই সাথে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। বক্তারা আরো বলেন,এলাকায় মাদক ব্যবসা করাতো এবং জুয়ার আসর বসাতো। তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে নিজেই ছাড়িয়ে নিতো।

জাকিরের শ্বশুর জাকির হোসেন কে হত্যা করে বিভিন্ন লোককে আসামী করে ও আসামি করার ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
৫ বছর আগেও এলাকায় কোন মামলা ছিলনা। ও আসার পরে একেক জনের নামে একাধিক মামলা দিয়ে হয়রানি করছে। তার সঠিক তদন্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে আওলাদ হোসেন বলেন,জাকির হোসেন নিজে তার শ্বশুর কে হত্যা করে আমাদের নামে মামলা দিয়ে জেল খাটিয়েছে। যে কোন সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পাওে ।তার আগেই জাকির হোসেন কে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রতি জোর দাবী জানান।

রুপগঞ্জে সাংবাদিকের উপর হামলা: আসামীদের গ্রেফতারের দাবীতে ফতুল্লায় মানববন্ধন

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও ভুমিদস্যু ওমর ফারুক মেম্বার ও গুজা রাসেল বাহিনীর হামলায় ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও জাগো নারায়ণগঞ্জ২৪.কমের বিশেষ প্রতিনিধি সাংবাদিক লিটন হোসেন ও নিরীহ মুসুল্লীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবী মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। বুধবার ( ৩ এপ্রিল ) বিকেল সাড়ে ৩টায় ফতুল্লা মডেল থানার সামনে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি ও সর্বস্তরের সাংবাদিকের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো.নুরুল ইসলাম নুরু’র সভাপতিত্বে ও বিপি নিউজের সিনিয়র রিপোর্টার মেহেদী মনজুর বকুলের সঞ্চলনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিত মোদক, জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেলের, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.সোহেল আহমেদ,যুগ্ম সম্পাদক মো.সফিকুল ইসলাম সফিক,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এআর কুতুবে আলম, এসএ টিভি কুয়েত প্রতিনিধি মো.সেলিম হাওলাদার, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রাসেল, মো.ফয়সাল আহমেদ,মো.সেলিম মিয়া,বিজয় টিভি ফতুল্লা প্রতিনিধি মো.বদিউজ্জামান, মো.রাহাত, মো.সেলিম, মো.মিরাজ ও লিজা অঅক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিত মোদক, জাগো নারায়ণগঞ্জ২৪.কমের প্রকাশক ও সম্পাদক এম.শহীদুল্লাহ রাসেলের,ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এআর কুতুবে আলম।
এ সময় বক্তারা বলেন,জাতির বিবেক ও রাষ্ট্রের ৪র্থ স্বম্ভ হিসেবে আমাদের পরিচিতি। সমাজের অসঙ্গতিগুলো জাতির কাছেই তুলে ধরা আমাদের কাজ। এ কাজ করতে গিয়ে আমরা সর্বদা মামলা,হামলা ওনির্যাতনের শিকার হচ্ছি সর্বদা।

কিন্তু তার কোন প্রতিকার পাইনা। সবাই বলেন,পুলিশ সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবেই কাজ করে। কিন্তু পুলিশের সামনেই রুপগঞ্জের কায়েতপাড়ায় ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও ভুমিদস্যু ওমর ফারুক মেম্বার ও গুজা রাসেল বাহিনীর হামলায় নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির অর্থবিষয়ক সম্পাদক ও জাগো নারায়ণগঞ্জ২৪.কমের বিশেষ প্রতিনিধি সাংবাদিক লিটন হোসেনকে পেছন থেকে সুইচ গিয়ার দিয়ে ছুড়িকাঘাত করে এতে তার দেহ থেকে প্রচুর রক্তক্ষরন হয়। এ ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রুপগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম ডেঞ্জার জোন। যেখানে প্রতিদিনই কোন না কোন অপরাধ সংঘটিত হচ্ছে তার প্রধান কারন হচ্ছে ভুমিদস্যুতা। আর পুলিশ তাদের কাছ থেকে মাসোহারা নিচ্ছে বলেই কোন অপরাধীকে গ্রেফতার করছেনা। তাই আমরা এ মানববন্ধন থেকে বলতে চাই অনতিবিলম্বে ঐ শীর্ষ সন্ত্রাসী ও ভুমিদস্যু ওমর ফারুক মেম্বার ও গুজা রাসেলকে গ্রেফতার করতে হবে। নতুবা নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে। তাই আমরা জেলা পুলিশ সুপারকে বলবো আপনি দ্রুত সাংবাদিক লিটনের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী ও ভুমিদস্যু ওমর ফারুক মেম্বার ও গুজা রাসেলকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন।

পাশাপাশি র‌্যাব-১১’র প্রতি আহবান রইল আপনারা উক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভুমিদস্যু ওমর ফারুক মেম্বার ও গুজা রাসেলকে গ্রেফতার করুন।