২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 222

আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়।নিহত কিশোরের নাম ইয়ামিন (১৬)। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে রায়হান নামের আরেক কিশোর শ্রমিককে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, সোনারগাঁর মহেষটেক এলাকায় বিআর স্পিনিং মিলের শ্রমিক ইয়ামিন। সে একই এলাকায় থাকত। গতকাল রাতে ইয়ামিন মিলের ওয়ার্কশপে কাজ করছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই রায়হান কম্প্রেসরের পাইপ ইয়ামিনের পায়ুপথে চেপে ধরে। পরে আশঙ্কাজনক অবস্থায় ইয়ামিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চলতি বছরের ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু শ্রমিকের পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। ওই দিনে দুপুরে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাগর বর্মণ। তার বয়স ১০ বছর। তার বাবার নাম সুমন বর্মণ। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর গ্রামে।

জেলা পরিষদ নির্বাচন কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন কেন  অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

বৃহস্পতিবার একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সঙ্গে ছিলেন সৈয়দ ইজাজ কবির।

আইনজীবী  রুমিন ফারহানা সাংবাদিকদের  বলেন, আদালত রুল জারি করেছেন, তবে নির্বাচন স্থগিত করেননি।

রুলে আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জবাব দিতে বলা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করার পর গত রবিবার জেলা পরিষদ আইনের তিনটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইজাজ কবির।

রিটে বলা হয়, সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে নির্বাচন জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে করতে হয়। কিন্তু জেলা পরিষদ আইনের ৪, ৫ ও ১৭ ধারা অনুযায়ী জেলা পরিষদের প্রশাসকরা নির্বাচিত হচ্ছেন প্রতিনিধিদের ভোটে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

জেলা পরিষদ আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন।এর আগে ৪ ডিসেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই বিষয়ে রুল জারি করেছিলেন।

আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

গত ১৩ই ডিসেম্বর রোজ মঙ্গলবার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা) উপলক্ষে ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব ও বিদায়ী মুনাজাত পরিচালনা করেন আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের বর্তমান গাদ্দিনাশীন পীর, আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।

সভাপতির বক্তব্যে পীর সাহেব জৌনপুরী বলেন একমাত্র কুরআন সুন্নাহকে কেন্দ্র করেই মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। আর সফলতা কেবলমাত্র মুসলমান ঐক্যবদ্ধ হওযার দ্বারাই আসতে পারে। কেননা কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা সুরা আল ইমরানের   আল্লাহ তায়ালা ঘোষণা করেন “ তোমরা আল্লাহর রশীকে সম্মিলিতভাবে আকড়ে ধর” এ থেকেই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়াকে ফরয করা হয়েছে কিন্তু আজ আমাদের সমাজে একদল লোক রয়েছে যারা বলতে চায় আমরা ঐক্য চাই কিন্তু তাদের জানা নাই একমাত্র কুরআন হাদীসকে কেন্দ্র করেই মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। আজকে মুসলমানগণ প্রধানত ৪টি কারণে ঐক্যবদ্ধ হতে পারছে না এর মধ্যে প্রথমত হল আজ আমরা গণতন্ত্র চর্চায় নিজেকে ব্যস্ত করে ফেলেছি তাই আমাদের পক্ষে সফলতা নেই। দ্বিতীয়ত কেউবা আবার জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় ব্যস্ত তৃতীয়ত আবার কেউবা সাম্প্রদায়িকতা/ব্যাক্তি পারাস্তিতে ব্যস্ত এবং সে তার অবস্থানকে সুদৃঢ় করতে যেয়ে অনেক ক্ষেত্রে কুরআন হাদীসের বিপক্ষে অবস্থান নেয়। চতুর্থত জাহালাত আবার সে এই জাহালাতকে প্রতিষ্ঠা করতে সদা সর্বদা চেষ্টা চালিয়ে যায়। আর এই কারণগুলো আমাদের জন্য ঐক্যের পক্ষে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আর এ থেকে পরিত্রাণের জন্য অবশ্যই কুরআন ও সুন্নাহকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। তবে আমাদের পক্ষে সফলতা আসবে এবং আমরা মুসলমান একটি প্লাটফর্মে আসতে পারবো। যা শুধু কুরআন সুন্নাহ দ্বারাই সম্ভব।
ইসলামী মহা সম্মেলনে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সাইয়্যেদ ক্বারী ওবাইদুল্ল্যাহ্ আব্বাসী, মাওলানা ড. ঈষা শাহেদী। মাওলানা পীরজাদা নাইমুর রহমান, মাওলানা আঃ রহিম মাওলানা আঃ হাফিজ, মাওলানা এনামুল হক আজাদী প্রমুখ।
পীর সাহেব জৌনপুরী সমাপনি বক্তব্যে আরো বলেন-দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠ নিয়ামত হল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা)। কুরআনের তাফসির দ্বারা প্রমাণিত আল্লাহ তায়ালা নির্দেশ করেছেন রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আর সেই লক্ষ্যে উম্মতে মুহাম্মাদিরা তাঁদের হৃদয়ের স্পন্দন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের স্মরণে ঈদে মিলাদুন্নাবী (সা)। পালন করে থাকে । আর এটাকে অস্বীকার করার মত কোন সুযোগ নেই।
উক্ত মাহফিলে হাজার হাজার লোকের সমাগম হয়। মাহফিল শেষে পীর সাহেব হুজুর বার্মার নির্যাতিত মুসলমানসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করে সকলকে বিদায় দেন।

বক্তাবলীতে ১০২ পিচ ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

বক্তাবলীর নৌ-পুলিশ ফাঁড়ী সংলগ্ন আফাজউদ্দিন ভুইয়া সুপার মার্কেটের মেইন রোডের অটো-রিক্সা থেকে ১০২ পিচ ইয়াবাসহ ছনিয়া (২২) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বক্তাবলী নৌ-ফাঁড়ী পুলিশ। ছনিয়া মুন্সীগঞ্জ জেলার সিরাজদি-খাঁ থানাধীন পূর্ব চান্দেরচর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয় বলে বক্তাবলীর নৌ-পুলিশ ফাঁড়ীর এ এস আই জাকির জানান। ঘটনার সত্যতা স্বীকার করে বক্তাবলীর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক নিউজ প্রতিদিন ডট নেটকে বলেন,ছনিয়া নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।

 

 

 

পাঠানটুলীতে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্দিরগঞ্জ থানাধীন পাঠানটুলীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহজাহানের বাসভবনে বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর ড.সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান, আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের পীরজাদা নেয়ামতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী,ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিইদ্দকী, নাসিক নির্বাচনের ৮নং ওর্য়াড কাউন্সিল প্রার্থী মহসিন ভূইয়া, ১০নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ইফতেখার আহম্মেদ খোকন ও ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা শহীদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাসিক নির্বাচনের ওপর জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ : মির্জা আলমগীর

সাখাওয়াতের প্রচারণায় বিএনপির নেতারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ওপর আগামী দিনে দেশের জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু ভোটের জন্য নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষেপ্রচারণার সময় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আলমগীর বলেন, এ নির্বাচনে বিশ দলীয় জোটের প্রার্থী তথা খালেদা জিয়ার প্রার্থী হলেন সাখাওয়াত। এ সরকারের আমলে কেউ নিরাপদ না। এ সরকার গণতন্ত্র, মৌলিক অধিকার, ভোটের অধিকার হরণ করেছে। মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজ শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। কিন্তু দেশে মানবাধিকার নেই। হত্যা, খুন, গুম সবই চলছে দেশে। শুধু বিএনপির নেতাকর্মী না সাধারণ মানুষও মামলায় জর্জরিত। সে কারণে এ (সিটি করপোরেশন) নির্বাচনের উপর নির্ভর করছে আগামী দিনে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।  গুম-খুনের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নেবে জনগন এটাই আমার প্রত্যাশা। ধানের শীষে ভোট দিলে গণতন্ত্রের অধিকার আদায় হবে।

শনিবার বেলা ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য শেষে ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী সাখাওয়াত হোসেন খান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সঙ্গে ছিলেন কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম, সহ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সাবেক এমপি গিয়াসউদ্দিন ও আবুল কালাম, জেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন, জেলা ছাত্রদল আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

সেনা মোতায়েনের বিরোধিতা কখনোই করিনি : আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা সব প্রার্থী একটি সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে তাহলে যেকোনো বাহিনী নিয়োগ করতে পারে।

শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সাথে নির্বাচনী প্রচারনার সময় আইভী এসব কথা বলেন।

সেনা মোতায়েনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, সেনা মোতায়েনের ব্যাপারে আমি কখনোই বিরোধিতা করিনি।

সাকিবের ২০ শতাংশ জরিমানা

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার জন্য জরিমানা গুণতে হলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানকে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয়নি সাকিবের। তিনি আম্পায়ারের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন তা দৃষ্টিকটু লেগেছে। এজন্য তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

খুলনা টাইটান্সের ইনিংসে প্রথম আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে আবু জায়েদের একটি এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন ঢাকার খেলোয়াড়রা। সবচেয়ে তেতে উঠতে দেখা যায় সাকিবকেই। আঙুল উঁচিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। যা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে অগ্রহণযোগ্য।

ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার মাহমুদ ও নাদির শাহ সাকিবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ উঠে তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমানের পক্ষ থেকেও। তবে সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি। জরিমানার পাশাপাশি তার নামের পাশে দুটি ডিমোরিট পয়েন্ট যুক্ত হয়েছে।মঙ্গলবারের ম্যাচে খুলনাকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ঢাকা।

গুলশানের হোটেল কক্ষে প্রধানমন্ত্রীর সহকারী শাকিলের মরদেহ

গুলশানের হোটেল কক্ষে মিলল প্রধানমন্ত্রীর সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশান-২ এর হোটেল সামদাদো থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই হোটেলে তিনি নিয়মিতই যাতায়াত করতেন।

জানা যায়, সোমবার রাতে মাহবুবুল হক শাকিল ওই হোটেলের একটি কক্ষে ছিলেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মুখ বিকৃত মরদেহ দেখতে পান।

মাহবুবুল হক শাকিল এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তাঁর বাবা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।মাহবুবুল হক শাকিল ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রয়াত শাকিল এবং আইনজীবী স্ত্রীর সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

শাকিলের মৃত্যু: ৭ রেস্টুরেন্ট কর্মী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গুলশানের যে রেস্টুরেন্টে মারা গেছেন সেই রেস্টুরেন্টের ৭ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টটির নাম সামদোদো।

রেস্টুরেন্টটির কর্মীদের আটকের খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি জানান, গুলশান থানা পুলিশের একটি দল ওই রেস্টুরেন্টের গিয়ে জিঞ্জাসাবাদের জন্য ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে।