নিজস্ব প্রতিবেদকঃ নারায়নগঞ্জের ফতুল্লায় স্বপন (১৬) নামে এক কিশোর শ্রমিককে অপহরণ সহ মুক্তিপণ দাবীর অভিযোগ পাওয়া গেছে। স্বপন কিশোরগঞ্জের ইটনা থানাধীন নয়ানগর এলাকার মোঃ সুরুজ মিয়ার ছেলে। সে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। এ ব্যাপারে ২১ নভেম্বর মঙ্গলবার স্বপনের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে ৩জনকে অভিযুক্ত করেছেন অপহৃত শ্রমিকের বাবা মোঃ সুরুজ মিয়া। এরা হলো, সাইনবোর্ড গিরিধারা এলাকার মোঃ রনি (২০) ও একই এলাকার সঞ্জু মিয়ার ছেলে মোঃ শুভ (১৯) এবং মোস্তফার ছেলে আল-আমিন (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত স্বপন সাইনবোর্ড শান্তিধারা ৫নং রোডস্থ মিতু ষ্টোর নামক একটি হোসিয়ারী কারখানায় চাকুরী করে আসছিল। গত সোমবার ১৩ নভেম্বর রাত ১০ টার দিকে স্বপন তার চাকুরীরত হোসিয়ারী থেকে কাজ শেষে বেতন উত্তোলন করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু এরপর থেকে আর বাসায় ফেরা হয়নি স্বপনের।
এদিকে স্বপনের পিতা ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মিলছিল না। এর ১ সপ্তাহ পর গত ২০ নভেম্বর সোমবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে স্বপনের বাবা মোঃ সুরুজ মিয়া স্বপনকে খোঁজাখুজির একপর্যায়ে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজের উপরে আসলে মোঃ রনি, মোঃ শুভ এবং আল-আমিন সুরুজ মিয়ার কাছে মুক্তিপন স্বরুপ ১৫ হাজার টাকা দাবী করে জানায়, স্বপন তাদের হেফাজতে রয়েছে। তাকে অক্ষত অবস্থায় পেতে হলে ১৫ হাজার টাকা মুক্তিপন দিতে হবে। সে সাথে কোন ধরনের আইনের আশ্রয় নিলে স্বপনকে জীবিত পাওয়া যাবে না।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিত পুলিশের অভিযান চলমান আছে।
ফতুল্লায় কিশোর শ্রমিককে অপহরন
ঢামেক থেকে চুরি হওয়া শিশু ফতুল্লায় উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে চুরি হওয়া শিশু কন্যা জিমকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ফতুল্লার কাশীপুর খিলমার্কেট জুয়েল এর বাড়ি থেকে উদ্ধার করা হয়। ফতুল্লা থানার এসআই সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে শিশু জিমকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। শিশুটি এখন ফতুল্লা থানায় আছে। শিশুটির মা সুমাইয়া আক্তার ও খালাতো ভাই আফসান শিশুটিকে শনাক্ত করেছেন। এদিকে শিশু চুরির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ঢামেক কর্তৃপক্ষ। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ফাইন্যান্স) বিদ্যুত কান্তি পালকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. কে এম তারিক জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে শিশু চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. আবু জাহের ও উপ-পরিচালক (প্রশাসন) ডা. সাইদুজ্জামান।
এদিকে, আটক জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগম জানান, শিশুটিকে তার মা সুমাইয়া আক্তার গতকাল আমার স্বামী জুয়েল এর কাছে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।
তবে, চুরি হওয়া শিশু জিমের মা সুমাইয়া বেগম জানান, হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বেডে আমার স্বামীকে চিকিৎসার জন্য ভর্তি করি। মনোয়ারা বেগমের শ্বশুরকেও আমাদের পাশের বেডে ভর্তি করা হয়। আমার ও মনোয়ারার স্বামী উভয়ের নামই জুয়েল। এই সুবাদে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরী হয়।
তিনি আরো জানান, ২০ নভেম্বর সোমবার রাতে মেয়েকে তার বাবার সাথে বেডে রেখে আমি বারান্দায় ঘুমিয়ে ছিলাম। রাত অনুমান সাড়ে ১২টার দিকে সজাগ পেয়ে দেখি জিম (মেয়ে) নেই।
উল্লেখ্য, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মো. জুয়েল অসুস্থতার কারণে গত ৩১ অক্টোবর থেকে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর থেকে স্ত্রী মাজেদা তার শিশু কন্যা জিমকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন।
নারায়ণগঞ্জে ছাত্রদলের পেন্ডেল ভেঙ্গে দিয়েছে পুলিশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজিত পেন্ডেল ভেঙ্গে অনুষ্ঠান ভন্ডুল করে দিয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সোমবার বিকেলে উপজেলার ভুলতা (নাহাটি) ঘটে এ ঘটনা। এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন উপলক্ষ্যে বিকেলে ভুলতা (নাহাটি) এলাকায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। ওই অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার সাদাত সায়েমসহ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা ছিলো। বিকেলে ভুলতা ফাঁড়ি পুলিশের একদল ওই অনুষ্ঠানে গিয়ে পেন্ডেল ভেঙ্গে কাপড় ছিড়ে ফেলে। এসময় পেন্ডেলে থাকা চেয়ার গুলো ছুড়ে ফেলে পুলিশ।
তবে, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কেক কাটার নামে একটি গ্রুপ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। এলাকার শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে, বিকেলে উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ৫২ পাউন্ড কেক কেটে ও বিশেষ মোনাযাত করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ূনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাছিরউদ্দিন বাচ্চু, শফিকুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান ভূইয়া, নাসিরউদ্দিন ভূইয়া, আব্দুল মতিন, আশ্রাফুল হক রিপন, সানাউল্লাহ মিয়া, পাপ্পু,শাহিনা আক্তার, কাজী আহাদ,হাওয়া বেগম প্রমুখ।
বক্তাবলীর লক্ষীনগরের চিহিৃত মাদক ব্যবসায়ী মতিন গ্রেফতার
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর লক্ষীনগর গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মতিনকে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১৯ নভেম্বর রবিবার বিকালে বক্তাবলী ফেরিঘাট হতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো.মাজহারুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক মো. আসাদুজ্জামান শেখ ও টুটুল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ লক্ষীনগর গ্রামের মৃত.দেলোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মতিনকে আটক করে। এ সময় তার কোমড়ে লুকিয়ে থাকা ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। মো.আবদুল মতিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণকারিকে আটক করা হয়েছে। বুধবার সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের সিআইখোলা এলাকার ফারিয়া টেইলার্স থেকে এক শিশুকে অপহরণ করা হয়। অপহৃত শিশুটির নাম ফারিহা (১) ফারিয়ার বাবার নাম শাহ আলম। সে ফারিয়া টেইলার্সের মালিক।
পুলিশ অপহরনকারি দেলোয়ার হোসেন (২৩) আটক করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নারায়নগঞ্জের অতিঃ পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন বুধবার বেলা ৩ টার দিকে শাহ আলমের দোকানের কর্মচারি তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে দেলোয়ার ফারিয়ার বাবা শাহ আলমের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে শাহ আলম বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে মোবাইলের কল লিস্টের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয় গাজিপুরের নবপাড়া এলাকায়। পরবর্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাসেল সংগিয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গাজিপুর নবপাড়া এলাকার বিআরটিএর আবাসিক কোয়াটার থেকে অপহৃত ফারিয়াকে উদ্ধার করে। এসময় অপহরণ কারি দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দেলোয়ারকে আসমি করে একটি অপহরন মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
ফতুল্লায় সৃজন হাউজিংয়ের মালিক প্রতারক শামীম তারেক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : ফতুল্লা মডেল থানা পুলিশ গত ১৫ নভেম্বর রাতে কুতুবপুর এলাকায় সৃজন হাউজিংয়ের মালিক মহা প্রতারক মো. শামীম তারেককে (৪৬) প্রতারনার মামলায় গ্রেফতার করে।
মিনারা সুলতানার কবিতা
মানুষ হই
মিনারা সুলতানা
যান্ত্রিক শহরের যান্ত্রিকতায়
হারিয়ে ফেলেছি মানবিক অস্তিত্ব
তবে আয় আবার মানুষ হই।
প্রতিনিয়ত বুকের উপর বেড়েই চলেছে লাশের মিছিল।
সভ্য শহরে অসভ্যদের বাস।
শিরায় উপশিরায় প্রবাহমান বর্জ্য রক্ত
তবুও যেন অত্রিপ্ত আত্মা
কুড়ে কুড়ে খায় মানবদেহগুলোকে।
স্বপ্নগুলোর উপর চলে বুলডোজার
মুখ ভরে আসে রক্তবমিতে।
কলিজাটাকে ছিড়েও জেন শান্তি নেই
নির্মম চোখগুলো হাসে উপহাসের হাসি।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে সংঘর্ষ আহত ৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটির ৬ নং ওয়ার্ড আদমজী সোনামিয়া বাজার রেললাইন এলাকায় দু‘পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ২ জন গুরুতরসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ের জের ধরে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় দু‘দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সেলিম ও আরজু নামে ২ জনকে আটক করেছে। থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
জানা গেছে, আদমজী সোনামিয়া বাজার এলাকার মোঃ সুমন খান নামে এক ব্যক্তি ৯ পয়েন্ট জমি বিক্রি করার ইচ্ছা পোষন করেন। একই এলাকার হানিফ খার ছেলে সাহেব আলী ও শহিদুল ইসলামের ছেলে সাজু ওই জমি কিনার জন্য মরিয়া হয়ে উঠে। সাজু গং ৪ লাখ টাকা দরদাম করে ১ লাখ ৭০ হাজার টাকা বায়না করে। এ খবর জেনে সাহেব আলী বিক্রেতাকে পটিয়ে সাড়ে ৫ লাখ টাকা দরদাম করে গত সোমবার ২ লাখ টাকা বায়না করে। এ বিষয়টি জানার পর এনিয়ে গতকাল মঙ্গলবার সকালে সাহেব আলী ও সাজু গংদের মধ্যে বিবেদ সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দু,পক্ষকে শান্ত করে চলে আসেন। পুলিশ চলে আসার কিছুক্ষণ পর বেলা ১২ টায় আবার বিরোধ সৃষ্টি হয়। বৃদ্ধ হানিফ ও তার ছেলে সাহেব আলী, সেলিম খা, জাফর খা ও জাফর খার মেয়ের জামাই আরজু লাঠি সোটা নিয়ে হামলা করে। তারা চাপাতি দিয়ে শহিদুল ইসলামের ছেলে সাজুকে কুপিয়ে গুরুতর আহত করে। তখন সাজুর ভাই সজিব, বোন সাথি,বিথি ও মা মর্জিনা বেগম ওরফে (ব্যালী) লাটি-সোটা নিয়ে পাল্টা হামলা করে। শুরু হয় দু,পক্ষের মধ্যে তুমুল মারামারি। লাঠির আঘাতে সাহেব আলীর মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। এসময় আরো আহত হয় সাহেব আলীর পিতা বৃদ্ধ হানিফ খা, অপর পক্ষের সজিব, স্কুল ছাত্র হৃদয়, সাজুর বোন সাথি ও বিথি। খবর পেয়ে আবার এসআই রফিকুল ইসলাম ও রেজাউল সঙ্গীয় ফোর্সসহ দ্রæত ঘটনাস্থলে ছুটে গিয়ে সাহেব আলী পক্ষের সেলিম খা ও তার ভাতিজি জামাই আরজুকে আটক করে। গুরুতর আহত সাহেব আলী ও সাজুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। গুরুতর আহত সাজু ও সাহেব আলীকে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে আহতদের স্বজনরা জানায়।
এ সংঘর্ষের ঘটনায় সন্ধা পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ জানায়। তবে পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
রূপগঞ্জে হেলিকপ্টার বিধ্বস্ত
রূপগঞ্জ প্রতিনিধিঃ পারটেক্স গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান আম্বর গ্রুপের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডারসহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় আবাসন প্রকল্প আমেরিকান সিটির বালুর মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মাটি থেকে প্রায় ২০০ ফুট ওপরে থাকতেই হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারটির ( এএইচওয়াই এস-২ ) সামনের ও পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারটি দেখতে হাজার হাজার জনতার ভীড় জমে।
আহতদের মধ্যে রয়েছেন হেলিকপ্টারের স্কোয়াড্রন লিডার ও কো-পাইলট জিয়া ইসলাম, কর্ণেল মিজান ও প্রকৌশলী ফারুক আহম্মেদ। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে একজন জানান, বিকাল পৌনে ৩ টার দিকে তারা ঢাকা থেকে পারটেক্স গ্রæপের নিজস্ব হেলিকপ্টারে করে রূপগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। হেলিকপ্টারটি পরীক্ষামূলক চালানোর উদ্দেশ্যেই উড্ডয়ন করা হলে পথিমধ্যে হঠাৎ করে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। তখন পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করে। একপর্যায়ে কলাতলীর অবতরণের সময় সেটি বেশ উঁচু থেকে আছড়ে পড়ে। আহতদের চিকিৎসার জন্য অন্য একটি হেলিকপ্টার যোগে দ্রæত ঢাকায় পাঠানো হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের কার্যকরী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীর ডালিমকে সভাপতি, আব্দুর রহিম সিনিয়র সহ-সভাপতি ও এএসএম এনামুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ২০১৭-২০১৯ মেয়াদের নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্যরা হচ্ছেন-সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত, শহীদুল্লাহ শিশির, আহমেদ রউফ, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মো: ফয়সাল, সাহিত্য বিষয়ক সম্পাদক অপু ভুইয়া, সমাজকল্যাণ সম্পাদক হারুণ অর রশিদ সাগর, অর্থ সম্পাদক সুমন সরকার, দপ্তর সম্পাদক মো: আলাল, প্রচার সম্পাদক ইকবাল হোসেন রোমেছ, প্রকাশনা সম্পাদক সোহেল কবীর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দত্ত। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-ফরিদ আহমেদ হৃদয়, আলতাফ হোসেন রায়হান, হোসেন ফরহাদ, রাসেল মৃধা ও আবুল খায়ের সিহাব।
কমিটিতে ৮জনকে উপদেষ্টাম-লী করা হয়েছে। তাঁরা হলেন-মুজিবুল হক কবীর, আমজাদ হোসেন, এস এ শামীম, বাতেন বাহার, জিএম জব্বার চিশতি, ইয়াদী মাহমুদ, গোলাম নবী পান্না ও মোহাম্মদ নেয়ামত উল্লাহ।









