১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 137

জনপ্রতিনিধি নেতাদের রেষারেষিতে জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়-আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেছেন, সকল জনপ্রতিনিধি এক টেবিলে বসিয়ে একত্রিত কাজ করলে নারায়ণগঞ্জ জেলাকে আরো উন্নত করা সম্ভব। জনপ্রতিনিধিরা কারো রেষারেষিতে উন্নয়ন থেকে জনগণ বঞ্চিত হয়ে পড়ে। ফলে ডিজিটাল বাংলাদেশ রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল বাস্তবায়নের বাধা গ্রস্থ হয়ে পড়ে। নির্বাচন আসলে সব করে দিব, পরে তিনি নিজেই ব্যস্ত পড়েন, তা কিন্তু জনপ্রতিনিধি নেতাদের কাজ নয়। কোন উন্নয়ন দ্রুত সম্ভব নয়, জনগণের সমস্যা কথা তুলে ধরুন, জনগণের উন্নয়ন দল আওয়ামীলীগ সরকার তা দ্রুত বাস্তবায়ণ করে দিবে। দলের প্রধান যাকে নির্বাচনের মনোয়ন দিবে, তিনি নির্বাচন করবে। এতে কেউ মাইক লাগিয়ে গুন গান সুনাম বললেও লাভ হবে না।
২৭ জুন (বুধবার) দুপুরে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদ হইতে আলমের বাড়ি পর্যন্ত এক হাজার ফুট রাস্তা আর সিসি দ্বারা উন্নয়ন কাজ সমাপ্ত ও নবনির্মিত রাস্তা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য সামসুজ্জামান ভাষানী, মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন সুমন, ফতুল্লা ইউনিয়ণ পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুর গফুর, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ, মোস্তাহিদ খান প্রমুখ।
এর আগে ৬ মে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদ হইতে আলমের বাড়ি পর্যন্ত রাস্তা আর সিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ নাইজেরিয়া

চরম দরিদ্রতার সঙ্গে বসবাস করা মানুষের সংখ্যার দিকে দিয়ে ভারতকে ছাড়িয়ে গেছে নাইজেরিয়া। আফ্রিকার এই দেশের প্রায় অর্ধেক জনগণ, ৮.৭ লাখ মানুষ দিনে ১.৯০ মার্কিন ডলারের কম খরচে দিন যাপন করেন। শীর্ষ দশ দরিদ্র দেশের মদ্যে বাংলাদেশও রয়েছে।ওয়ার্ল্ড পভার্টি ক্লক বা দারিদ্র্য ঘড়ি ব্যবহার করে পাওয়া এই ফলাফল সংকলন করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউট, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।ওই প্রতিবেদনে দেখা যায়, পৃথিবীর ৬৪.৩ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মাঝে বসবাস করছেন। এর তিন ভাগের দুই ভাগই আফ্রিকার বাসিন্দা। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালের শেষ নাগাদ দরিদ্র মানুষের সংখ্যা বাড়বে এবং বাড়তেই থাকবে।আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদন হয় নাইজেরিয়ায়। তা সত্ত্বেও সেদেশে জীবনযাপনের মান নেহায়েতই নিম্ন। ২০১৬ সালের দিকে হঠাৎ তেলের দাম পড়ে যাওয়া ও উৎপাদন কমে যাওয়াতে দেশটি অর্থনৈতিক মন্দায় পড়ে যায়।বিগত কিছুদিনে তেলের দাম বাড়ায় সেই মন্দা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে নাইজেরিয়া। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলই (আইএমএফ) জানিয়েছে, দারিদ্র্য দূরীকরণ এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাদেরকে।নাইজেরিয়ায় একদিকে প্রতি মিনিটে ছয়জন মানুষ চরম দারিদ্রের দিকে পা বাড়াচ্ছে। অন্যদিকে ভারত দারিদ্র্য থেকে উঠে আসছে, দেখা যায় ওই প্রতিবেদনে। বর্তমানে ৭.১৫ কোটি বা ৫.৩ শতাংশ ভারতীয় দারিদ্র্য সীমার নিচে বাস করছেন।

বিশ্বকাপ ফুটবলে টুপির আদলে কেন স্টেডিয়াম বানাচ্ছে কাতার

আগামি বিশ্বকাপ আয়োজনে ইসলামী ঐতিহ্যর প্রকাশ ঘটাচ্ছে কাতার। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য কাতার আরব মুসলিমদের ঐতিহ্যবাহী টুপি ‘গাহফিয়া’র আদলে একটি স্টেডিয়াম নির্মাণ করবে। দেশটির বিশ্বকাপ আয়োজক কমিটি এই ঘোষণা দিয়েছেন। আরব দেশগুলো যখন ইসলামী ঐতিহ্য থেকে খানিকটা দূরে সরে যাচ্ছে কাতার তখন এই নীতি গ্রহন করছে। এছাড়া প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সংকটে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংকটের মধ্যেই এই ঘোষণা দিলো কাতার।৫ জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে অবরোধ আরোপ করে। এর ফলে স্থল পথে প্রতিবেশী দেশগুলো থেকে পণ্য আমদানি থেকে বিরত থাকতে হয় কাতারকে। এই অবস্থায় সংকটে পড়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি নিয়ে। বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে কাতার বিকল্প সমুদ্র পথ ও আকাশপথে ইরান ও তুরস্কের কাছ থেকে খাদ্য আমদানি শুরু করে। বিশ্বকাপ আয়োজনকে কাতার বিশ্বব্যাপী দেশকে পরিচিত করার কৌশল হিসেবে গ্রহণ করেছে।এক বিবৃতিতে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দোহাতে অবস্থিত আল থুমামা স্টেডিয়ামটির নকশা করেছেন একজন কাতারি স্থাপত্যকার। স্টেডিয়ামটি আকৃতি হবে ঐতিহ্যবাহী আরবি টুপি ‘গাহফিয়া’র মতো। এই মাঠে বিশ্বকাপের একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ৪০ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি দেখতে পারবেন।বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াহাদি বলেন, এই নকশাটি আরব ও মুসলিমদের ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরা হবে। মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ আয়োজনের জন্য শ্রদ্ধাও জানানো হবে এই নকশার মধ্য দিয়ে।২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে কাতার ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম নির্মাণ করছে। এগুলোর একটি হচ্ছে এই আল থুমামা স্টেডিয়াম। পাশাপাশি একটি নতুন বন্দর, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অবকাঠামো খাতের উন্নয়নে প্রায় ২০০ বিলিয়ন ডলার ব্যয় করবে কাতার।কাতারেরি এই সিদ্ধান্ত মুসলিম দেশগুলোর মধ্যে দেশটির ভাবমর্যাদা আরো বাড়াবে বলে ধারনা করা হচ্ছে। বিশ্বকাপ আয়োজন ছাড়া আর্ন্তজাতিক বিশ্ব বিশেষ করে আরব রাজনীতিতে কাতার এখন গুরুত্বপূর্ন একটি দেশ হিসাবে আর্বিভুত হয়েছে। আরব দেশগুলোতে গণজাগরণে একের পর এক সরকার পরিবর্তনের যে আন্দোলন গড়ে উঠেছিলো তার নেপথ্যে কাতারের ভূমিকা গোপন নয় প্রকাশ্যে। এ সময় পার্শ্ববর্তী দেশ বাহরাইন বা সৌদি আরবে কমবেশি গণবিক্ষোভের ঢেউ লাগলেও কাতারে সে ধরনের কোনো তৎপরতা ছিলো না বরং কাতারের আমির আর দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা নানাভাবে আরব গণজাগরণের সাথে জড়িত সংগঠন ও ব্যক্তিদের সমর্থন দিয়ে গেছেন।শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য সঙ্কটে নানা কূটনৈতিক তৎপরতায় কাতারের আমিরকে দেখা যাচ্ছে সামনের সারিতে। গাজায় ইসরাইলি প্রতিরোধ যুদ্ধে প্রকাশ্যে হামাসের পক্ষে অবস্থান নিয়েছে কাতার। বিভিন্ন আরব দেশে নির্বাসিত হামাস নেতারা এখন অবস্থান করছেন কাতারে। এমনকি মুরসি সরকারের পতনের পর মিসরে মুসলিম ব্রাদারহুডের অনেক নেতা এখন কাতারে অবস্থান করছেন। যদিও এজন্য কাতারের ওপর অন্য আরব দেশগুলো নানাভাবে চাপপ্রয়োগ করে যাচ্ছে।

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত – ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এনা পরিবহনের ধাক্কায় সোনাপুরের একটি বাসের ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিদের স্থানীয় চিটাগাংরোডস্থ সুগন্ধা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  আজ দুপুুর ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় এনা পরিবহনের গাড়িটি আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার সময় ঢাকামুখি এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে সোনাপুর থেকে ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দেয়। এসময় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

  1. সুগন্ধ্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রানা জনান, দুর্ঘটনায় আহত ৫ জনের মধ্যে অজ্ঞাত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের ডানপাশের কানের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ১ জন সামান্য আঘাতপ্রাপ্ত এবং অপর দুইজনের মধ্যে রিপন (৩৫) মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে।

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এসআই মিজানের বক্তব্য

প্রেস বিজ্ঞপ্তিঃ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালসহ বেশ জাতীয় ও নারায়ণগঞ্জের স্থাণীয় কয়েকটি পত্রিকায় আমার ছবি দিয়ে একটি নিউজ করেছে। আমি এস আই মিজানুর রহমান আমার কোন ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার গ্রিন রোডে আলিশান বাড়ি ও ব্র্যান্ড নিউ গাড়ি নেই। আর আমি কোন দিন নারায়ণগঞ্জ ডিবিতে চাকরিও করি নাই। এ নিউজের সাথে আমার ছবিটি ভুলে প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

গণরোষ থেকে বাঁচতে দৌড়ে পালালেন পলাশের সহযোগী কানা রফিক

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লার কথিত শ্রমিক নেতা এবং সম্প্রতি ফতুল্লার শ্রমিক অসন্তোষের সন্দেহভাজন মূল হোতা কানা রফিক সাংবাদিকদের দেখে নেয়ার হুমকী দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় ফতুল্লা থানা গেইট সংলগ্ন গলিতে দাড়িয়ে তিনি এ হুমকী প্রধান করেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে কানা রফিক দৌড়ে ফতুল্লা বাজারের ভেতরের গলি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম সাংবাদিকদের পক্ষে কানা রফিকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন পোর্টালসহ নারায়ণগঞ্জের স্থাণীয় কয়েকটি পত্রিকায় আমার ছবি দিয়ে একটি নিউজ করেছেন আমি এস আই মিজানুর রহমান আমার কোন ফতুল্লা এলাকার পশ্চিম তল্লার গ্রিন রোডে আলিশান বাড়ি ও ব্র্যান্ড নিউ গাড়ি নেই।      আর আমি কোন দিন নারায়ণগঞ্জ ডিবিতে চাকরিও করি নাই। এ নিউজের সাথে আমার ছবিটি ভুল দিয়েছেন। যার বাড়ী আছে বা ডিবিতে চাকরি করেছে তার ছবি দিয়ে আপনারা নিউজ করেন। আর নিউজ করার আগে আপনাদের প্রয়োজন যাচাই বাচাই করে কারো সমন্ধে নিউজ করা উচিৎ তাই এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

জেনারেলের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন সেনাপ্রধানকে

ডেস্ক নিউজঃ বাংলাদেশের নতুন সেনাপ্রধান আজিজ আহমেদকে জেনারেলের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। মঙ্গলবার সকালে গণভবনে নতুন সেনাপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সোমবার (২৫জুন) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজিজ আহমেদ।

পলাশের সহযোগি সেন্টুর উপর ক্ষ্যাপলেন সেলিম ওসমান

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার কুতুব আইলের সাকুরা গার্মেন্টসে শ্রমিকদের উপর হামলা ও নির্যাতন করার অভিযোগ উঠেছে মালিক পক্ষের লোকজনদের বিরুদ্ধে। মালিক পক্ষের হামলায় ১৫/২০ জন শ্রমকি আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার শ্রমিকরাসহ আহত শ্রমিকদের অনেকেই সোমবার দুপুরে থানায় অবস্থান করছিলেন।খবর পেয়ে বিকেএমই’র সভাপতি সাংসদ সেলিম ওসমান ও বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি মো.হাতেম ঘটনাস্থলে ছুটে যান। কথা বলেন আহত শ্রমিকদের সাথে। আর্থিক সহায়তা করেন আহত শ্রমিকদের। পরে ফতুল্লা মডেল থানায় যান।

দুপুর প্রায় ২টার দিকে দিকে সাংসদ সেলিম ওসমান থানা থেকে বের হয়ে আসেন । এসময় থানা গেটের সামনে শ্রমিকদের সাথে দাড়িয়ে ছিলেন  পলাশের সহযোগি শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন সেন্টু।

সেন্টুকে দেখে সাংসদ সেলিম ওসমান কিছুটা উত্তেজিত হয়ে উঠেন। তিনি সেন্টুকে উদ্দেশ্যে করে বলেন, ওই ব্যাটা তুই এখান থেকে যাস না ক্যান?’ তোর এখানে কি ?

সাংসদের এমন কথার উত্তরে সেন্টু বলেন, ‘আরে ভাই, আপনি আমার উপর রাগ হইতাছেন ক্যান?

সেন্টুর এ কথার পর আরও বেশি উত্তেজিত হয়ে ওঠেন সাংসদ সেলিম ওসমান। একপর্যায়ে তিনি সেন্টুর দিকে তেড়ে যান। সেন্টুকে শ্রমিকদের সামনে থেকে চলে যেতে বলেন।

পরে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের উভয়ের মাঝে অবস্থান নিয়ে সাংসদকে গাড়িতে তুলে দেন।

ফতুল্লায় নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ফতুল্লা আদর্শ নগর এলাকায় নেশার টাকা না পেয়ে সাকিব (১৫) নামের এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার ২৫ শে জুন মজিবুর রহমান বাবুর বাড়ী থেকে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাকিব মজিবুর রহমান বাবুর বাড়াটিয়া বাবর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার গভীর রাতে বাড়ি ফিরে নেশা করার জন্য তার পরিবারের সদস্যদের কাছে টাকা চান এবং এজন্য বাড়ির আসবাবপত্রও ভাংচুর করে।

পরিবারের সদস্যরা তাকে টাকা না দিলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঘুমাতে যায়। সোমবার সকালে তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি টের পান।

ফতুল্লা মডেল থানার এস আই মাজেদ জানান, সাকিব মাদকাসক্ত ছিলো নিশার টাকা না পেয়ে হয়তো আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করা হয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টুরীয়া জেনারেল হাসপাতাল মর্গে পেরন করা হয়েছে।