২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 225

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চিন্তা নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার পরিকল্পনা আওয়ামী লীগের নেই।

ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু উপলক্ষে রবিবার আয়োজিত মিলাদ মাহফিল শেষে এ কথা বলেন তিনি।

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যে ড. আব্দুর রাজ্জাকের এ সংক্রান্ত শনিবারের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার বিষয়ে আওয়ামী লীগ দল হিসেবে বা সরকারের কোনো চিন্তা-ভাবনাই নেই। এটি জাতীয় সংসদে মীমাংসিত বিষয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হয়েছে। এটি নিয়ে আর নতুন করে বলার কিছু নেই।

ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যকে তার ব্যক্তিগত মত বা অভিমত উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করে তিনি কেন এমন বক্তব্য দিলেন জানি না। তবে একটি মীমাংসিত বিষয়কে অস্থিতিশীল করার প্রশ্নই ওঠে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ স্বপন, এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃকি সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশের মানুষ চাইলে একদিন সময়-সুযোগমত সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া হবে।

রূপগঞ্জে নারীসহ ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান পরিচালনা করে চার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিন রূপসী, কর্নগোপ ও চনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন,দক্ষিন রূপসী এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী মিনারা বেগম, কর্নগোপ এলাকার মৃত রাঙ্গা মিয়ার ছেলে আব্দুল ওহাব, আব্দুল ওহাবের ছেলে রনি আহম্মেদ ও চনপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে সাদ্দাম হোসেন।

রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনারা বেগম, আব্দুল ওহাব, রনি আহম্মেদ ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। আর মামলা হওয়ার পর থেকেই গ্রেফতারকৃতরা পলাতক রয়েছেন। রোববার বেলা ১১ টার দিকে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি লালচাঁন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ বাজার রেল লাইন এলাকার গৃহবধূ মিতু আক্তার (২০) হত্যা মামলার প্রধান আসামি স্বামী মাদক ব্যবসায়ী লালচাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৪ টায় ঢাকার বায়তুল মোর্কারম এলাকা থেকে নিহতের পিতা মানিক ও চাচা কবির হোসেন স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক লালচাঁনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। ধৃত লালচাঁন ওই এলাকার মোঃ নূর ইসলামের ছেলে। গত ৩ নভেম্বর বিকেলে লালচাঁন তার স্ত্রী মিতুকে গলাটিপে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যায়। পরে নিহতের পিতা মোঃ মানিক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই লালচাঁন পলাতক ছিল। মাদক ব্যবসা করতে নিষেধ করায় লালচাঁন তার স্ত্রী মিতুকে সব সময়ই নির্যাতন করতো। কিন্তু স্ত্রী বারবারই তার ব্যবসা ও মাদক সেবনে বাঁধা হয়ে দাঁড়ালে শেষ পর্যন্ত ঘটনার দিন গলা টিপে ধরলে এক পর্যায় মারা যায় স্ত্রী মিতু। পরে স্বামী লালচাঁন স্ত্রীর লাশ ঘরে রেখে দরজা লাগিয়ে বাহিরে ঘুরা ফিরা করতে থাকে। সন্ধার পর তার ননদ এসে ঘরে গিয়ে দেখে মিতুর নিথর দেহ পড়ে রয়েছে। তখন সে ডাক চিৎকার করতে থাকলে মিতুর মা এসে দ্রুত সাজেদা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সাজেদা হাসপাতালে না রাখলে মিতুকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে। তখন কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে জানায় হাসপাতালে নেওয়ার অনেক আগেই মিতু মারা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সামছুল আলম জানায়,বাদী পক্ষের লোকজন স্ত্রী হত্যা মামলার আসামি লালচাঁনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হবে।

রহস্যজনক ভাবে দগ্ধ হওয়া নারীর মৃত্যু

রহস্যজনক ভাবে দগ্ধ শামীমা আক্তার রুনা রবিবার সকালে (৪০) ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শামীমা নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিপুর এলাকার বাসিন্দা।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। শামীমার শরীরের শ্বাসনালীসহ ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক ছিল।

তিনি আরও জানান, কিভাবে তার শরীরে আগুন লেগেছে তা জানা যায়নি।

এর আগে শামীমা পুলিশকে জানিয়েছিলেন, শুক্রবার (১১ নভেম্বর) রাত দুইটার সময় তার সাথে থাকা বদ জিন তাকে বিমানবন্দর রেল লাইন বালুর মাঠ এলাকায় নিয়ে আসে। সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বরে তার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে দৌড়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে এসে পড়লে তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করে।

ফুটন্ত তেলে স্ত্রীকে ঝলসে দিল পুলিশ!

কুষ্টিয়ার মিরপুরে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সিগারেটের ছেঁকা আর ফুটন্ত তেলের ছিটায় অসহনীয় যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন টুম্পা শীল নামে ওই গৃহবধূ।

অভিযুক্ত পুলিশ সদস্য সুজন কুমার শীল কুষ্টিয়ার মিরপুর থানায় কর্মরত ছিলেন। অভিযোগ পাওয়ার পর থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে মামলারও প্রস্তুতি চলছে।

সুজন কুমার শীলের গ্রামের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার ধুলাউড়া গ্রামে। আর তার স্ত্রী টুম্পা শীলের বাড়ি একই জেলার রাধানগর এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী টুম্পা শীলকে কয়েক দফা সিগারেটের ছেঁকা দেন সুজন কুমার শীল। পরদিন শুক্রবার ফুটন্ত তেলে ঝলসে দেয়া হয় তার শরীর। এতে টুম্পার ডান হাত ও পায়ের কিছু অংশ ঝলসে যায়। পরে সন্ধ্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু টুম্পা শীল কাতরাতে কাতরাতে বলেন, আমি আর পারছি না, আমার স্বামীর এমন নির্মমতার বিচার চাই। সে যেন কোনো প্রকার ছাড় না পায়।

নির্যাতিতার ভগ্নিপতি কাজল কুমার শীল অভিযোগ করে বলেন, মাঝে মধ্যেই কনস্টেবল সুজন কুমার শীল টুম্পার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। যৌতুকের কারনেই এমন নির্যাতন বলে জানান তিনি।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রকিবুল হক জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা উন্নতির দিকে।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, পুলিশ কনস্টেবল সুজন কুমার শীলকে এরই মধ্যে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আদালত থেকে পালাল তরুণী ধর্ষণ মামলার আসামি

আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে রাজধানীতে গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রাফসান হোসেন রুবেল (২৬)।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহেন শাহ মাহমুদ।

তিনি বলেন, ১৬১ ধারায় জবানবন্দি দিতে বিকালে আসামিকে আদালতে তোলা হয়েছিল। এ সময় তদন্তকারী কর্মকর্তা ইমরান সঙ্গে ছিলেন। তদন্ত কর্মকর্তা আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে চাইলে ম্যাজিস্ট্রেট তাকে একটু পরে আনতে বলেন। পরে তাকে বিচারকের খাস কামরায় রাখা হয়। সেখান থেকে আসামি পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, আসামি পালিয়েছে বিষয়টি শুনেছি। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফেরার পথে ওই তরুণীকে রুবেলসহ কয়েকজন জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।

পরে ২৮ অক্টোবর রাতে বাড্ডা থানায় রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। এতে রুবেল, সালাহ উদ্দিনসহ অজ্ঞাত আরো দু’জনকে আসামি করা হয়।

পুলিশের দাবি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে রুবেল হোসেনের বিরুদ্ধে। শুধু বাড্ডা থানাতেই তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

না`গঞ্জে পুর্নাঙ্গ নদী বন্দর গড়ে তোলা হবে: নৌ মন্ত্রী

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি অপতৎপরতায় ব্যস্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি এবং জামাত একই সুত্রে গাথা, তারা আগুন আর জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বেসরকারী উদ্যোক্তাদের সরকারের সাথে উন্নয়নমুলক কাজে সমন্বয় করতে হবে। সরকার দেশের নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন করেছে এবং নারায়নগঞ্জে একটি পুর্নাঙ্গ নদী বন্দর গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠান মেঘনা শিপ বিল্ডার্স এন্ড ডকইয়ার্ডে নির্মিত দেশের সর্ববৃহৎ জাহাজ হোমট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ উদ্ধোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বি আই ডব্লিউ টিএ) চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক, মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞাঁ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমূখ।

মন্ত্রী শাহ জাহান খান আরো বলেন, বাংলাদেশ আগে খাদ্য আমদানী করতো আর এখন রপ্তানী করে। বর্তমান সরকার দেশকে দারিদ্রমুক্ত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি সরকারের আমলে দেশের মাথাপিছু আয় ছিল ৫১৯ ডলার, বর্তমানে দাড়িয়েছে ১৪৬৬ ডলার। খাদ্য ঘাটতি কমেছে, বিদুৎ উৎপাদন বেড়েছে। বিদুৎ উৎপাদন আগের সরকারের রেখে যাওয়া ৩৭০০ মেঘাওয়াট থেকে বর্তমানে ১৪ হাজার মেঘাওয়াট ছাড়িয়েছে।

বুড়িগঙ্গা নদী থেকে ৩ লাখ টাকার অবৈধ জাটকা আটক

বুড়িগঙ্গা নদীর মুক্তারপুর ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ‘‘এম ভি ফারহান-৫” নামাক একটি যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় প্রায় ১ হাজার কেজি অবৈধ জাটকা আটক করেছে পাগলা স্টেশন কোস্টগার্ড। আটককৃত জাটকার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

শনিবার ভোড় সাড়ে ৪টার দিকে ঢাকা জোন কমান্ডার মনিরুল আহসান এর দিকনির্দেশনায় ও পাগলা কোস্ট গার্ড এর স্টেশান কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার ইআরএ-৩ এম এন জামান এর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

অবৈধ জাটকা আটককরা হলেও এর সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।

এদিকে আটককৃত জাটকার বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন এর নিকট প্রেরন করা হয়। পরে তিনি সদর থানার আওতাধীন বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে তা বিতরণ করেন।

সংখ্যালঘু‌দের ওপর সা‌র্জিক্যাল অপা‌রেশন চালা‌চ্ছে সরকার : রিজভী

সরকার সংখ্যালঘু‌দের ওপর সরকার সা‌র্জিক্যাল অপা‌রেশন চালা‌চ্ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী।

শ‌নিবার বেলা সোয়া এগারটার দি‌কে রাজধাণীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ মন্তব্য করেন।

রুহুল কবির ‌রিজভী ব‌লেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এ‌সে ধর্মীয় সংখ্যালঘু‌দের ওপর নিমর্ম নির্যাতন কর‌ছে। সর্ব‌শেষ ব্রক্ষ্মমণবা‌ড়িয়ায় না‌সির নগ‌রে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা। এ ঘটনা নি‌য়ে সরকার মিথ্যাচার কর‌ছে। জনগণের চা‌পে আওয়ামী লী‌গের তিনজন‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। তারপ‌রেও আওয়ামী লী‌গের নেতারা নির্লজ্জভা‌বে বল‌ছে এ হামলায় বিএন‌পির ষড়যন্ত্র কর‌ছে। আওয়ামী লীগ নেতা‌দের মিথ্যা কথা শুন‌লে মৃত ব্য‌ক্তিদের অট্রহা‌সি পায়।

এক প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, আমরা শুধু মন্ত্রী ছা‌য়েদুল হ‌কের নয়; এই  মুহুর্তে সরকা‌রের পদত্যাগ দাবি কর‌ছি। এই  সরকার যত‌দিন ক্ষমতায় থাক‌বে ততোদিন অনাচার বাড়তেই  থাক‌বে। তাই  সরকা‌র পদত্যাগ ক‌রলে দে‌শের মানু‌ষের শা‌ন্তি ও নিরাপত্তা পা‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা,. জেডএম জা‌হিদ হো‌সেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, হা‌বিবুর রহমান হা‌বিব,‌ বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, সহ- সাংগঠ‌নিক সম্পাদক অ্যাড‌ভো‌কেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মু‌নির হো‌সেন,‌ বেলাল আহ‌মেদ প্রমুখ।

সুযোগ পেলে সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেওয়া হবে-আব্দুর রাজ্জাক

সুযোগ পেলেই সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য। আমরা সব ধর্মের মানুষ একত্রে এ দেশে বসবাস করি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির দেশ।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজন বাংলাদেশ ও ভারতের গণ-মানুষের সুদৃঢ় ঐক্য’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব বলেন।

ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত নয় বলে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় বলেছি, বিবিসিতে বলেছি, আমি কখনোই বিশ্বাস করি না, ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত। এটা আমাদের কৌশল। আমরা সুযোগ পেলে, সময় পেলে ইনশাহ আল্লাহ এটাকে সংবিধান থেকে তুলে দেব।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ৭৫ সালের পরে যুব সমাজকে বিভ্রান্ত করেছিল। দীর্ঘ প্রায় ২১ বছর ক্ষমতায় থেকে তারা তিলে তিলে সুকৌশলে দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছিল। সামরিক, বেসামরিক, স্বৈরাচাররা ক্ষমতায় থেকে দেশকে শেষ করে দিতে চেয়েছিল। একটি অসাম্প্রদায়িক গণতন্ত্রকে ধ্বংস করার পাঁয়তারা তারা করেছিল।’ তিনি বলেন, ‘অনেক কষ্ট করে দেশকে ধ্বংসযজ্ঞ থেকে ফিরিয়ে আনতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, অনেক সময় লেগেছে। আমরা এখন অনেক উন্নতি করেছি। সারাপৃথিবী জানে, বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই, অব্যাহত থাকবে।’

সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সম্পাদক শ্রী প্রীতম ঘোষ, আসাম ও ভারতের সব্বোর্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকপ্রাপ্ত সমাজকর্মী শ্রী অজয় দত্ত, আসাম প্রদেশ কমিটির মুখপাত্র শিলাদিত্য দেব প্রমুখ।